<p style="text-align:justify">বগুড়ার শিবগঞ্জে গভীর রাতে মরা গরু জবাইয়ের প্রস্তুতির সময় দুই কসাইকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তিনটি চাপাতিসহ চাকু উদ্ধার করা হয়।</p> <p style="text-align:justify">রবিবার (১ ডিসেম্বর) দিবাগত রাত ৩টায় পৌর এলাকার অর্জুনপুর ব্রিজ থেকে তাদের আটক করা হয়।</p> <p style="text-align:justify">গ্রেপ্তাররা হলেন শিবগঞ্জ পৌর এলাকার রাঙ্গামাটিয়ার রাজা ফকির (৫৭) ও শহিদুল ইসলাম (৪০)। বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান।</p> <p style="text-align:justify">তিনি জানান, নিয়মিত ডিউটির সময় রাত ৩টার দিকে অর্জুনপুর ব্রিজে অটোভ্যানের ওপর একটি গরুসহ দুজনকে দেখে সন্দেহ হয়। এরপর তাদের কাছের গিয়ে দেখা যায় গরুটি মৃত। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা স্বীকার করেন যে তারা মাংস বিক্রির জন্য মৃত গরু জবাই করার প্রস্তুতি নিচ্ছিলেন।</p> <p style="text-align:justify">ওসি আরো জানান, এ ব্যাপারে নিরাপদ খাদ্য আইন-২০১৩-এর ৩৪ ধারা মোতাবেক তাদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে।</p>