<p>নরসিংদীতে বিজয় দিবসের একটি অনুষ্ঠানে জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদের কোমরে পিস্তল সাদৃশ্য একটি ছবি বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেইজে ভাইরাল করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলন করেছে জেলা ছাত্রদল। পাশাপাশি জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিনুল হক বাচ্চু স্বাক্ষরিত একটি প্রতিবাদলিপিও দেওয়া হয়।</p> <p>মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে শহরের চিনিশপুর এলাকায় জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। </p> <p>সংবাদ সম্মেলনে ছাত্রদল সভাপতি দাবি করেন, ছবিটি বিজয় দিবসের অনুষ্ঠানের হলেও পতিত আওয়ামী লীগ সরকারের দোসররা ছবিটি এডিটিং করে কোমরে পিস্তল সাদৃশ্য বস্তু দিয়ে মিথ্যা ও বানোয়াট অপপ্রচার করছে। এঘটনায় নরসিংদী সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরিও করেন তিনি।<br />  <br /> সংবাদ সম্মেলনে ছাত্রদল সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ বলেন, অপপ্রচার ও ষড়যন্ত্র স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী লীগের নতুন কিছু নয়। বিগত ১৫ বছর আমার উপর স্ট্রিম রোলার চালানো হয়। ৩৫টি রাজনৈতিক মামলা দায়ের করা হয় আমার বিরুদ্ধে। আট মাস গুমের শিকারসহ ছয়বার কারা নির্যাতনের শিকার হয়েছি। পতনের পূর্বে রাজনৈতিক মিথ্যা মামলায় ও কারা নির্যাতনের জন্য আপন বড় ভাই ও মায়ের জানাযা এবং দাফন থেকেও বঞ্চিত হয়েছি। </p> <p>তিনি আরো বলেন, গত জুলাই আগস্টে সরকার পতনের আন্দোলনে নরসিংদীতে ২৬ জন নিহত হয়। শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় ও নরসিংদীর স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দকে আসামি করে ১৩টি হত্যা মামলা দায়ের করা হয়। এরমধ্যে মাধবদী পৌরসভা ছাত্রদল কর্মী শাওন হত্যা মামলার বাদি অলিউল্লাহকে বাসা থেকে তুলে এনে শেখ হাসিনাসহ জাতীয় ও স্থানীয় নেতাদের মামলা প্রত্যাহার জোরপূর্বক করানো হলফনামাসহ বাদীকে উদ্ধারপূর্বক ষড়যন্ত্র প্রতিরোধের ঘটনায় নেতৃত্ব দেয়ায় আমি আওয়ামী লীগের চক্ষুশূলে পরিণত হয়েছি।</p> <p>এরই পরিপ্রেক্ষিতে উদ্দেশ্যপ্রণোদিত আমাকে হেয় প্রতিপন্ন, ভাবমূর্তি নষ্ট ও রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য প্রতিহিংসাপরায়ণ হয়ে আমার ছবিটি এডিটিং করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ ও ও ‘দেশরত্ম শেখ হাসিনা’ নামের ফেসবুক পেজ। এ ঘটনায় জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন ও সদস্য সচিব মনজুর এলাহী নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।</p> <p>সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিফাত। উপস্থিত ছিলেন, ছাত্রদল নেতা ইবনে আদেল শশি, সজিব পাল ঝুমন, দপ্তর সম্পাদক রাব্বী মিয়া, সহ দপ্তর সম্পাদক প্রত্যয় প্রধান প্রমুখ। </p>