<p>নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী বিহারি ক্যাম্পে আগুনে ১০টি দোকান ভস্মীভূত হয়েছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।</p> <p>আজ সোমবার (৩০ ডিসেম্বর) আদমজী বিহারি ক্যাম্পের বাজারে আগুনের সূত্রপাত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আদমজী ইপিজেড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. মিরন মিয়া।</p> <p>মো. মিরন মিয়া বলেন, ‘ফায়ার সার্ভিসের কয়েকটি দল ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কেউ হতাহত হয়নি। বিভিন্ন দোকানের প্রায় ৫ লাখ টাকার মাল পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সূত্রপাত হতে পারে।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="টেকনাফে পাহাড় থেকে ১৭ জনকে অপহরণ" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/30/1735551300-0331f1beab22fb6d25616fda3a99b07b.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>টেকনাফে পাহাড় থেকে ১৭ জনকে অপহরণ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/30/1463023" target="_blank"> </a></div> </div> <p>স্থানীয়রা জানান, আগুন লেগে মুহূর্তেই তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এতে ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।</p>