<p>নওগাঁর বদলগাছী উপজেলায় ট্রলি ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে রিপন (১৭) নামের এক কিশোর মারা গেছে। সোমবার (৩০ ডিসেম্বর) বদলগাছী-আক্কেলপুর আঞ্চলিক মহাসড়কের সেনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।</p> <p>রিপনের বাড়ি বদলগাছীর পালশা গ্রামে। কিশোর রিপন ট্রলির হেলপার ছিল। আহতদের উদ্ধার করে বদলগাছী স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।</p> <p>বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী বলেন, দুপুর ১টার দিকে বদলগাছী-আক্কেলপুর আঞ্চলিক মহাসড়কের সেনপাড়ায় ট্রলির সঙ্গে একটি ছোট পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রলির হেলপার রিপন নিহত হয়েছে। </p> <p>তিনি আরো বলেন, ‘এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো কয়েকজন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় মামলা করা হবে। আইনগত প্রক্রিয়া শেষ করে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।’</p>