<p>বোর্ডার-গাভাস্কার ট্রফির শেষ টেস্টের জন্য এক পরিবর্তন নিয়ে একাদশ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। সিডনি টেস্ট মিচেল মার্শের বদলে দলে জায়গা পেয়েছেন বিউ ওয়েবস্টার। </p> <p>চলমান বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ব্যাটে-বরে ব্যর্থ হয়েছেন মিচেল মার্শ। এই অলরাউন্ডার ব্যাট হাতে পাননি রানের দেখা। মাত্র ১০.০৪ গড়ে ৭৩ রান ও ৩৩ ওভার বল করে ৩ উইকেট শিকার করেছেন তিনি। তাই শেষ টেস্টে এই অলরাউন্ডারকে একাদশ থেকে বাদ দিয়েছে অস্ট্রেলিয়া। </p> <p>মার্শের এই অফফর্মে কপাল খুলে দিয়েছে বিউ ওয়েবস্টারের। সিডনি টেস্টে অভিষেক হচ্ছে এই অলরাউন্ডারের। ৩১ বছর বয়সী এই অলরাউন্ডার ডানহাতি ব্যাটিং ও মিডিয়াম পেস বোলিংয়ে বেশ দক্ষ। ৯৩টি প্রথম শ্রেণির ম্যাচে ৩৭.৮৩ গড়ে ৫২৯৭ রান সংগ্রহ করেছেন ওয়েবস্টার। তিনি সেঞ্চুরি করেছেন ১২টি এবং হাফ-সেঞ্চুরি করেছেন ২৪টি। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৪৮টি উইকেট রয়েছে ওয়েবস্টারের। ইনিংসে পাঁচ উইকেট করে পেয়েছেন ২ বার।</p> <p>তাসমানিয়ার এই অলরাউন্ডার ওয়েবস্টার শেফিল্ড শিল্ড ক্রিকেটে দীর্ঘদিন কঠোর পরিশ্রম করেছেন এবং এই সিরিজে অস্ট্রেলিয়ার তৃতীয় অভিষেক হওয়া খেলোয়াড় হতে যাচ্ছেন। </p> <p>ওয়েবস্টারকে দলে নেওয়া প্রসঙ্গে অধিনায়ক কামিন্স বলেন, ‘মিচ অবশ্যই এই সিরিজে ব্যাট কিংবা বল হাতে তার প্রত্যাশিত পারফরম্যান্স দিতে পারেননি। তাই তাকে সাময়িক বিরতি দেওয়া হলো। বো আমাদের দলের সঙ্গে ছিলেন এবং দারুণ করেছেন। মিচের জন্য এটা হতাশার, কারণ আমরা জানি তিনি দলকে কতটা দেন। কিন্তু এখন বোকে সুযোগ দেওয়ার উপযুক্ত সময়।’</p> <p>অস্ট্রেলিয়া দল : স্যাম কন্সটাস, উসমান খাওয়াজা, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, বো ওয়েবস্টার, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন, স্কট বোল্যান্ড।</p>