<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দেশের সাত জেলায় গতকাল বুধবার পৃথক সড়ক দুর্ঘটনায় জামায়াত ও ছাত্রদল নেতাসহ ১৪ জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে জয়পুরহাটে জামায়াত নেতা, লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় ছাত্রদল নেতাসহ দুই, রাজশাহীতে তিন, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় তিন, ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় দুই, হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় এক এবং নওগাঁর মহাদেবপুর উপজেলার দুজন রয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর : </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জয়পুরহাট : জয়পুরহাটে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দেলোয়ার হোসেন নামের এক জামায়াত নেতা নিহত হয়েছেন। গতকাল বুধবার সকালে জয়পুরহাট সদর উপজেলার গুয়াবাড়িঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জয়পুরহাট সদর থানার ওসি শাহেদ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ওসি জানান, সদর উপজেলার তেঘরা দণ্ডপানি গ্রামের দেলোয়ার হোসেন গতকাল বুধবার সকালে বাড়ি থেকে জয়পুরহাট যাওয়ার পথে জয়পুরহাট-পাঠানপাড়া সড়কের গুয়াবাড়িঘাট এলাকায় বিপরীতমুখী মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দেলোয়ার জয়পুরহাট সদর উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা শাখার সভাপতি ছিলেন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের কমলনগরে সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতাসহ দুজন নিহত হয়েছেন। গতকাল বুধবার বিকেলে লক্ষ্মীপুর-রামগতি আঞ্চলিক সড়কের কমলনগরের হাফিজিয়া মাদরাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নাহিদুল ইসলাম নাহিদ ও মো. রাশিদুজ্জামান।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নাহিদ সাহেবেরহাট ইউনিয়ন ছাত্রদলের সদস্য বলে নিশ্চিত করেছেন কমলনগর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আখতার হোসাইন। তিনি বলেন, ছাত্রদল নেতা নাহিদের মৃত্যুর খবর পেয়ে বিএনপির সাবেক সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন নিজান হাসপাতালে এসেছেন। তিনি দুজনের মৃত্যুতে শোক জানিয়েছেন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কমলনগর থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। ময়নাতদন্ত ছাড়া পরিবার মরদেহ নেওয়ার জন্য আবেদন করেছে। তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজশাহী : রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যায় রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট এলাকার রাজশাহী-নওগাঁ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাত্ক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এসআই হৃদয় কুমার আরো জানান, নিহতদের নাম-ঠিকানা জানার চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনা কিভাবে ঘটেছে তা জানার চেষ্টা চলছে বলেও জানান তিনি।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) :  নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৫০০ মিটারের দূরত্বে পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ও পথচারীসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় পৃথক ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। গতকাল বুধবার সকালে উপজেলার ভুলতা ইউনিয়নের হাটাবো জেলেপাড়া এলাকার রূপসী-কাঞ্চন সড়কে পৃথক দুটি দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রাম দাস, ইবাদুল্লাহ ও হৃদয়। বিষয়টি নিশ্চিত করেছেন ভুলতা পুলিশ উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভাঙ্গা (ফরিদপুর) : ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে চাকা পাংচার হওয়া একটি ট্রাককে পেছন দিক থেকে একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে বাসের হেলপারসহ  দুজন নিহত হয়েছেন।  ঘটনাটি ঘটেছে ভাঙ্গা-ঢাকা  এক্সপ্রেসওয়ের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের পুলিয়া নামক স্থানে গতকাল বুধবার ভোর সাড়ে ৪টার দিকে। নিহতরা হলেন চালক নুর আলম ও হেলপার কাদের মিয়া।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">হবিগঞ্জ : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে আহমদ আলী সুমন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বুধবার দুপুরে নবীগঞ্জ উপজেলার মুড়াউড়া ব্রিজের কাছে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নিহত সুমন হবিগঞ্জের বাহুবল উপজেলার চলিতাতলা গ্রামের ছোরাব আলীর ছেলে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নওগাঁ : নওগাঁর মহাদেবপুরে নজিপুর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে গতকাল বুধবার সকাল ১১টায় যাত্রিবাহী বাস উল্টে দুজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। নিহতরা হলেন মোশারফ হোসেন ও আফতাব হোসেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>