<p style="text-align:justify">গত বছরের ডিসেম্বর মাসে দেশে ৫০৪টি সড়ক দুর্ঘটনায় ৫৩৯ জনের মৃত্যু হয়েছে। এসব দুর্ঘটনায় অন্তত আরো ৭৬৪ জন আহত হয়েছে। </p> <p style="text-align:justify">শনিবার (৪ জানুয়ারি) রোড সেফটি ফাউন্ডেশনের প্রকাশিত দুর্ঘটনাসংক্রান্ত মাসিক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়। </p> <p style="text-align:justify">প্রতিবেদনে বলা হয়, নিহতের মধ্যে ৭৯ জন নারী, ৭৭ শিশু ও ৬৩ জন শিক্ষার্থী রয়েছে। ২১১টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২০৬ জন, যা মোট নিহতের ৩৮.২১ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৪১.৮৬ শতাংশ। দুর্ঘটনায় ১১৪ জন পথচারী নিহত হয়েছে, যা মোট নিহতের ২১.১৫ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৭২ জন, অর্থাৎ ১৩.৩৫ শতাংশ।</p> <p style="text-align:justify">এই সময়ে তিনটি নৌ দুর্ঘটনায় তিনজন নিহত, চারজন আহত হয়েছে। ১৯টি রেলপথ দুর্ঘটনায় ১৪ জন নিহত এবং পাঁচজন আহত হয়েছে।</p> <p style="text-align:justify">রোড সেফটি ফাউন্ডেশন ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে।</p> <p style="text-align:justify">দুর্ঘটনায় যানবাহনভিত্তিক নিহতের পরিসংখ্যানে দেখা যায়, মোটরসাইকেল চালক ও আরোহী ২০৬ জন, বাসের যাত্রী ২১ জন, ট্রাক-কাভার্ড ভ্যান-ট্রাক্টর-ট্রলি-লরি আরোহী ৩০ জন, প্রাইভেট কার-মাইক্রোবাস আরোহী ৩২ জন এবং তিন চাকার যানের যাত্রী ১১২ জন মারা গেছে। দুর্ঘটনাগুলোর মধ্যে ১৯৩টি জাতীয় মহাসড়কে, ২১৪টি আঞ্চলিক সড়কে, ৫৫টি গ্রামীণ সড়কে এবং ৩৮টি শহরের সড়কে সংঘটিত হয়েছে।</p> <p style="text-align:justify">দুর্ঘটনাগুলোর মধ্যে ৯৮টি মুখোমুখি সংঘর্ষ, ২৪৭টি নিয়ন্ত্রণ হারিয়ে, ১১৬টি পথচারীকে চাপা/ধাক্কা দেওয়া, ৩৫টি যানবাহনের পেছনে আঘাত করা এবং ৮টি অন্যান্য কারণে ঘটেছে। ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১৫৮টি দুর্ঘটনায় ১৭৭ জন নিহত হয়েছে। সিলেট বিভাগে সবচেয়ে কম ৩০টি দুর্ঘটনায় ২৬ জন নিহত হয়েছে। একক জেলা হিসেবে ঢাকা জেলায় ৪১টি দুর্ঘটনায় ৪৮ জন নিহত হয়েছে। সবচেয়ে কম বরগুনা, লালমনিরহাট ও পঞ্চগড় জেলায়। এই ৩টি জেলায় কয়েকটি দুর্ঘটনা ঘটলেও প্রাণহানি ঘটেনি।</p>