<p>বাংলাদেশ ফাইটার কারাতে অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী ফাইটার কারাতে তৃতীয় তম প্রতিযোগিতা-২০২৫ সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রতিযোগিতাটি রবিবার (৫ জানুয়ারি) কক্সবাজার বাংলাদেশ ফাইটার কারাতে জিম সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের বিভিন্ন জেলা, ক্লাব, সংস্থা ও বিশ্ববিদ্যালয়ের ২০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।</p> <p>অনুষ্ঠানের অংশ হিসেবে চ্যাম্পিয়ন, রানার্স-আপ এবং তৃতীয় স্থান অধিকারী দলগুলোকে ট্রফি প্রদান করা হয়। পাশাপাশি, প্রতিযোগিতার বিভিন্ন ক্যাটাগরি ও ওজন শ্রেণির বিজয়ীদের মেডেল, সনদপত্র এবং ড্যান প্রদান করা হয়।</p> <p><img alt="১" height="600" src="https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/online/2025/01/06/my1198/ুািৃুডটইজকব.jpg" width="1000" /></p> <p>অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফাইটার কারাতে অ্যাসোসিয়েশনের সভাপতি এবং জাতীয় প্রশিক্ষক ওস্তাদ জাহাঙ্গীর আলম। প্রতিযোগীদের উদ্দেশে তিনি বলেন, আজকের এই প্রতিযোগিতায় সিনিয়রদের অংশগ্রহণ আমার জন্য গর্বের বিষয়। তোমরা দীর্ঘদিন পরও শিখে রাখা বিষয়গুলো মনে রেখেছো, যা প্রশংসনীয়। মার্শাল আর্ট একটি গুরুমুখী বিদ্যা। এটি সবসময় বুকে ধারণ করে প্রাধান্য দিতে হবে। সাফল্যের জন্য অনুশীলনের কোনো বিকল্প নেই। তোমাদের আরো বেশি অনুশীলন করতে হবে, কারণ শিক্ষার বা অনুশীলনের শেষ নেই। যারা আজ ভালো পারফর্ম করেছে, আমি আশা করবো, তারা ভবিষ্যতে আরো ভালো করবে।</p> <p>আয়োজক কমিটির আহ্বায়ক ও বিশিষ্ট অভিনেতা মাসুম পারভেজ রুবেল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। তিনি বলেন, বাংলাদেশে মার্শাল আর্টের অগ্রযাত্রায় ওস্তাদ জাহাঙ্গীর আলমের অবদান তুলনাহীন। তাঁর বিশ্লেষণ করতে গেলে অনেক সময় লাগবে। তিনি আজও মার্শাল আর্টকে বুকের মধ্যে ধারণ করে রেখেছেন। আমি রুবেল হয়েছি তাঁদের জন্য, বিশেষ করে ওস্তাদ জাহাঙ্গীর আলম এবং আমার বড় ভাই মাসুদ পারভেজ সোহেল রানার জন্য। মৃত্যুর আগ পর্যন্ত আমি এই কথাই বলে যাবো।</p> <p>তিনি আরো বলেন, প্রতিযোগীদের অনুরোধ করবো, তোমরা একজন পিতার আদর্শে প্রতিষ্ঠিত হও। যারা খারাপ চিন্তা-চেতনা নিয়ে আছো, তারা আল্লাহর কাছে প্রার্থনা করো ভালো হওয়ার জন্য। তা যদি সম্ভব না হয়, তবে আমাদের কাছ থেকে সরে যাও।</p> <p>অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অজয় ফিজিক্যাল কারাতে স্কুল অ্যান্ড কলেজের প্রধান প্রশিক্ষক প্রফেসর অজয় দে, দৈনিক ৭১ পত্রিকার সম্পাদক রুহুল আমিন সিকদার, রাকা আলম, ফেডারেশন অব আইটিএফ বাংলাদেশের সাধারণ সম্পাদক মোঃ আলী আকবর, সমাজসেবক জগদীশ বড়ুয়া পার্থ, মোঃ ইলিয়াস এবং কাজল আইচ।</p> <p>অনুষ্ঠানের সঞ্চালনা করেন অ্যাসোসিয়েশনের সচিব তনু পান্ডে। প্রতিযোগিতার এ আয়োজন নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। সফলভাবে এই অনুষ্ঠান আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাই প্রশংসা পেয়েছেন।</p>