<p>সিলেটে গতকাল আড়াই ঘণ্টার অনুশীলনে টানা দুই ঘণ্টা নেটে বল করলেন সাঈদ আজমল। ২০১৭ সালে সব ধরনের ক্রিকেটকে বিদায় বলা এই পাকিস্তানি অফস্পিনার বিপিএলের দল ঢাকা ক্যাপিটালসের মেন্টর হয়ে এসেছেন। কালের কণ্ঠের তরিকুল ইসলাম সজলের সঙ্গে আলাপে জানান বছর সাতেক আগে বাংলাদেশ দলে কোচিংয়ের প্রস্তাব পেয়েও ফিরিয়ে দেওয়ার কারণ। এবার সুযোগ পেলে তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজদের দায়িত্ব নিতে রাজি তিনি।</p> <p>প্রশ্ন : আপনি এর আগে ঢাকার হয়ে বিপিএলে চ্যাম্পিয়ন হয়েছেন। এবার প্রথমবার মেন্টর হয়ে এলেন। কিন্তু আপনার দলের অবস্থা ভালো নয়।</p> <p>আজমল : দুটি ব্যাপার এক করে ভাবলে আপনি ঠিকই বলছেন। এবার এখন পর্যন্ত আমরা একটি ম্যাচও জিততে পারিনি, সব ম্যাচই হেরেছি। তবে সময় শেষ হয়ে যায়নি। এটা বেশ লম্বা টুর্নামেন্ট। আমাদের এখনো ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে। যদিও আমাদের কিছু বিদেশি খেলোয়াড় এখনো আসেনি। ওরা এলে এসব ঠিক হয়ে যাবে।</p> <p>প্রশ্ন : আপনার ক্যারিয়ারের প্রসঙ্গ উঠলে বাংলাদেশের কথা আসে। এখানে ফিরে আপনি কতটা রোমাঞ্চিত?</p> <p>আজমল : খুব ভালো মনে আছে, ২০১২ সালের এশিয়া কাপের ফাইনালে আমরা বাংলাদেশের বিপক্ষে জিতেছিলাম। তোমাদের সবাই কাঁদছিল, দর্শকরাও। ওই ম্যাচটা খুব রোমাঞ্চকর ছিল। আমরা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালেও এখানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিতেছি। ২০১৪ বিশ্বকাপে আপনার অস্ট্রেলিয়ার ম্যাচটার কথা মনে আছে কি না, যেখানে ফিঞ্চ খেলছিল। আমি ১৮ নম্বর ওভার করেছিলাম। ফিঞ্চের উইকেট নিয়ে এক রান দিয়েছিলাম। আমার বাংলাদেশে অনেক স্মৃতি। বিশেষত ঢাকায়।</p> <p>প্রশ্ন : ২০১২ সালের প্রসঙ্গে ফিরতে হচ্ছে। ওই বছর ইংল্যান্ডকে বোকা বানাতে তিসরা নিয়ে কেন গল্প সাজিয়েছিলেন?</p> <p>আজমল :  তিসরা ছিল আমার সন্তানের মতো। আমার ভাবনা ছিল ইংল্যান্ড দলকে বিভ্রান্ত করা। এরপর এই তিসরার প্রসঙ্গ আসে। কারণ তখন আমার তৃতীয় সন্তান অনাগত। এ জন্য আমি বলেছিলাম, তিসরা আসছে। তিসরা মানে আমার তৃতীয় সন্তান। ওই সিরিজের পর সে জন্ম নেয়।</p> <p>প্রশ্ন :  আপনি দ্বিতীয়বারের মতো বোলিংয়ের নিষেধাজ্ঞা থেকে ফিরে বাংলাদেশে এলেন। কিন্তু এরপর ক্রিকেটকে বিদায় বলে দিলেন কেন?</p> <p>আজমল :  আমি আমার অ্যাকশনের বৈধতা যাচাই করার পর ২০১৫ সালে এখানে খেলেছি। সেই সিরিজে আমি সফলতা পাইনি। এ জন্য আমার মনে হয়েছে, এখানেই থেমে যাওয়া উচিত। শুরুতে ওয়ানডে থেকে অবসর নিয়েছিলাম। তবে একই বছর আমি আবার এখানে এসেছিলাম, বিপিএল খেলতে। আমার মনে আছে, চট্টগ্রাম ভাইকিংসের হয়ে একই দলে নিষেধাজ্ঞা কাটিয়ে আমিরও (মোহাম্মদ) খেলেছিল। বছরটা আমার জন্য খুবই খারাপ কেটেছিল। এরপর আর ফিরতে পারিনি।</p> <p>প্রশ্ন : আপনার ক্যারিয়ার বেশ লম্বা ছিল। বাংলাদেশের অনেকের সঙ্গে খেলেছেন। এখানে আপনার অনেক বন্ধু আছে। তাদের নিয়ে মজার অভিজ্ঞতাও আছে নিশ্চয়?</p> <p>আজমল : সাকিব (আল হাসান) আমার খুব ভালো বন্ধু। আমরা একই সঙ্গে পিএসএলে খেলেছি। না, তারও আগে ইংলিশ কাউন্টিতে খেলেছি ওর সঙ্গে। সেখান থেকে সখ্য তৈরি হয়।</p> <p>প্রশ্ন : বিপিএল আর পিএসএলের সঙ্গে তুলনা করতে বললে কোন টুর্নামেন্টকে এগিয়ে রাখবেন?</p> <p>আজমল : এটা নিয়ে আমি এখন কোনো মন্তব্য করতে চাই না। মাত্র এখানে এসেছি। আজ (গতকাল) প্রথম অনুশীলন সেশন ছিল।</p> <p>প্রশ্ন : বাংলাদেশ দলের এখন স্থায়ী কোনো স্পিন বোলিং কোচ নেই। বিপিএলে ভালো করে সুযোগের অপেক্ষায় থাকবেন?</p> <p>আজমল : ২০১৭ সালে রঙ্গনা হেরাথ এখানে কোচ হয়ে আসার আগে আমার কাছে একটা প্রস্তাব এসেছিল। সাকিব আমাকে এখানে কোচিং করাতে বলেছিল। কিন্তু পারিবারিক ও নানা কারণে আমি আসতে পারিনি। সম্প্রতি মুশতাক (আহমেদ) ভাই কাজ করে গেছেন, তাঁর সঙ্গে যখন এসব নিয়ে কথা হয়, উনি বাংলাদেশ ক্রিকেট নিয়ে ইতিবাচক কথা বলেন। যদি সব দিক ঠিক থেকে আমার কাছে প্রস্তাব আসে, তবে আমি ভেবে দেখব।</p>