<p>সম্প্রতি সড়ক দুর্ঘটনায় নিহত ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের নকুলহাঁটি গ্রামের পুলিশের এসআই সাইফুল ইসলাম রুবেলের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে নগদ টাকাসহ মালপত্র চুরি করে নিয়ে গেছে। গতকাল শুক্রবার সকালে চুরির বিষয়টি নিশ্চিত করেছেন সাইফুলের বড় ভাই শিক্ষক আবু রাসেল মাহমুদ। সাইফুলের ভাই শিক্ষক আবু রাসেল মাহমুদ বলেন, ‘আমরা দুই ভাই একই বাড়িতে থাকতাম। সম্প্রতি গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক সড়কের আড়পাড়া এলাকায় একটি কাভার্ড ভ্যানের চাপায় নিহত হয় আমার ছোট ভাই এসআই সাইফুল ইসলাম।’ আমার মা শুক্রবার ভোরে ফজরের নামাজ পড়তে উঠে দেখেন ঘরের জানালার গ্রিল কাটা। চোরেরা ঘরে প্রবেশ করে আলমারিতে থাকা ৫০ হাজার নগদ টাকা ও বাড়ির কিছু মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে।</p> <p> </p> <p> </p>