<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্স শহরের একটি জনপ্রিয় পর্যটন এলাকায় ভিড়ের মধ্যে গাড়িচাপায় অন্তত ১০ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছে। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় গতকাল বুধবার ভোর সোয়া ৩টার দিকে খ্রিস্টীয় নতুন বছর উদযাপনকালে ফ্রেঞ্চ কোয়ার্টার নামের ওই ডিস্ট্রিক্টে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে নগর কর্তৃপক্ষ। নিউ অরলিন্সের জরুরি প্রস্তুতি কর্মসূচি নোলা রেডি এক বিবৃতিতে বলেছে, ক্যানাল ও বোরবন স্ট্রিটে ভিড়ের মধ্যে একটি গাড়ি লোকজনকে চাপা দিয়েছে। সূত্র : এএফপি, বিবিসি</span></span></span></span></span></p>