<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জার্মানির বিভিন্ন অঞ্চলে নববর্ষ উদযাপনকালে আতশবাজির সঙ্গে সংশ্লিষ্ট দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর আরো ১৩ সদস্য। তাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। গতকাল বুধবার দেশটির পুলিশ এ কথা জানিয়েছে। আতশবাজির ব্যাপক ব্যবহারের মাধ্যমে জার্মানিতে নববর্ষ উদযাপনের প্রচলন রয়েছে। এতে প্রতিবছর হতাহতের ঘটনা ঘটে। পাশাপাশি পরিবেশদূষণ ও শব্দদূষণের কারণে আতশবাজির ব্যবহার নিষিদ্ধ করার বিষয়ে বারবার বিতর্কের সৃষ্টি হয়। পুলিশের মুখপাত্র ফ্লোরিয়ান নাথ বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ বছর আতশবাজির সঙ্গে সংশ্লিষ্ট দুর্ঘটনায় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর ১৩ জন সদস্য আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> পুলিশ জানায়, আতশবাজির ঘটনায় রাজধানী বার্লিন থেকে ৩৩০ জনকে আটক করা হয়েছে। সূত্র : এএফপি</span></span></span></span></span></p>