<p>নতুন করে ভোটার তালিকায় যুক্ত হয়েছেন ১৮ লাখ ৩৩ হাজার ৩৫২ জন। সে অনুযায়ী দেশের মোট ভোটারসংখ্যা ১২ কোটি ৩৬ লাখ ৮৩ হাজার ৫১২ জন।</p> <p>বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ইসি সচিবালয়ের জনসংযোগ কর্মকর্তা এই তালিকা প্রকাশ করেন।</p> <p>ইসি জানায়, গত বছরের ২ মার্চ মোট ভোটারসংখ্যা ছিল ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ছিল ছয় কোটি ২১ লাখ ৪৪ হাজার ৫৮৭ জন এবং মহিলা ভোটার ছিল পাঁচ কোটি ৯৭ লাখ চার হাজার ৬৪১ জন। এ ছাড়া হিজড়া ভোটার ছিল ৯৩২ জন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ আজ" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/02/1735798570-93cffb70561a28350b02f46626516e60.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ আজ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2025/01/02/1464048" target="_blank"> </a></div> </div> <p>গত ২০২৪ সালের হালনাগাদে নতুন ভোটার অন্তর্ভুক্ত হয়েছে মোট ১৮ লাখ ৩৩ হাজার ৩৫২ জন। এর মধ্যে পুরুষ ১১ লাখ ৮৫ হাজার ৫১৬ জন এবং মহিলা ছয় লাখ ৪৭ হাজার ৭৭৪ জন ও হিজড়া ৬২ জন।</p> <p>এর ফলে আজকের দিন পর্যন্ত মোট ভোটার দাঁড়িয়েছে ১২ কোটি ৩৬ লাখ ৮৩ হাজার ৫১২ জন। এর মধ্যে পুরুষ ছয় কোটি ৩৩ লাখ ৩০ হাজাট ১০৩ জন এবং মহিলা ছয় কোটি তিন লাখ ৫২ হাজার ৪১৫ জন ও হিজড়া ভোটারের সংখ্যা ৯৯৪ জন। মোট ভোটার বৃদ্ধির হার ১.৫০ শতাংশ বলে জানিয়েছে ইসি।</p> <p>নির্বাচন কমিশন জানায়, এখন পর্যন্ত ১৩ হাজার ৫৫১ জন প্রবাসী নিবন্ধন করেছেন। আগামী ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ২ মার্চ। সেগুলো নিষ্পত্তির পরই প্রকাশ করা হয় চূড়ান্ত তালিকা। আর এই তালিকার ভিত্তিতেই অনুষ্ঠিত হয় জাতীয় এবং স্থানীয় সরকার নির্বাচন।</p>