<p style="text-align:justify">থার্টিফার্ট নাইট উপলক্ষে ১৩ দফা নির্দেশনা দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। সোমবার (৩০ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।</p> <p style="text-align:justify">এতে বলা হয়, চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় থার্টিফার্স্ট নাইটে রাস্তা, ফ্লাইওভার, ভবনের ছাদ এবং প্রকাশ্য স্থানে কোনো ধরনের জমায়েত ও উৎসব করা যাবে না। ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে পরদিন সকাল ১০টা পর্যন্ত পতেঙ্গা সি-বিচ ও পারকি বিচ এলাকায় অবস্থান করা যাবে না।</p> <p style="text-align:justify">এ ছাড়া উন্মুক্ত স্থানে নববর্ষ উদযাপন উপলক্ষে কোনো ধরনের অনুষ্ঠান, নাচ-গান অথবা অন্য কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান না করা ও কোথাও কোনো ধরনের আতশবাজি বা পটকা না ফোটানো এবং ফানুস ওড়ানো যাবে না। </p> <p style="text-align:justify">সিএমপির উপ-পুলিশ কমিশনার (অপরা) ও মুখপাত্র মোহাম্মদ রইছ উদ্দিন বলেন, ‘আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ বদ্ধপরিকর বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। সব অনুষ্ঠান শান্তিপূর্ণ ও নিরাপদে সম্পন্ন করার লক্ষ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কর্তৃক পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন, গির্জা, হোটেল, ক্লাব, বিনোদন কেন্দ্রে পুলিশ মোতায়েন, টহল জোরদার, ট্রাফিক পুলিশের বিশেষ ব্যবস্থা এবং সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।’</p> <p style="text-align:justify">সিএমপির পক্ষ থেকে নির্দেশনায় আরো বলা হয়েছে, ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে পরদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত লাইসেন্সকৃত সকল বার ও মদের দোকান বন্ধ রাখতে হবে। উচ্চঃ স্বরে গাড়ির হর্ন না বাজানো; কিংবা বেপরোয়া গতিতে গাড়ি বা মোটরবাইক না চালানো। আনন্দ উদযাপনের ক্ষেত্রে আমাদের প্রচলিত সমাজ ব্যবস্থা ও সংস্কৃতির প্রতি লক্ষ রেখে প্রত্যাশিত ও গ্রহণযোগ্য শালীনতা বজায় রাখা।</p> <p style="text-align:justify">এ ছাড়া এতে আরো বলা হয়, মাদকদ্রব্য সেবন থেকে বিরত থাকতে হবে। কাউকে মাদকাসক্ত অবস্থায় পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সব অনুষ্ঠানে নারীদের জন্য পৃথক ব্যবস্থা রাখা এবং নারীদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা। নৈতিক মূল্যবোধ পরিপন্থী কর্মকাণ্ড হতে বিরত থাকা। অশোভন আচরণ এবং বেআইনি কার্যকলাপ হতে বিরত থাকা। হোটেলে ডিজে পার্টির নামে কোনো স্পেস বা কক্ষ ভাড়া না দেওয়া। জনগণের শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হয়-এমন যেকোনো ধরনের কর্মকাণ্ড পরিহার করতে বলা হয়েছে সিএমপির পক্ষ থেকে।</p> <p style="text-align:justify">এ ছাড়া সিএমপির পক্ষ থেকে কর্ণফুলী টানেল এলাকায় ও এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উচ্চঃ স্বরে হর্ন না বাজানোসহ বেপরোয়া গতিতে যানবাহন না চালানোর জন্য অনুরোধ করা হয়েছে।</p>