<p>রাজশাহীতে নিজ বাসা থেকে অপহরণের শিকার সেই নারী চিকিৎসকের সন্ধান মেলেনি এখনো। তবে সন্ধান মিলেছে অপহরণের কাজে ব্যবহৃত গাড়িটি।</p> <p>এদিকে সোমবার (৩০ ডিসেম্বর) রাতে অপহরণের অভিযোগে ভুক্তভোগী চিকিৎসকের বাবা বাদী হয়ে রাজশাহী নগরের চন্দ্রিমা থানায় একটি মামলা করেন। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ডিজেল-কেরোসিনের দাম কমল" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/31/1735655983-62bf1edb36141f114521ec4bb4175579.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ডিজেল-কেরোসিনের দাম কমল</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/12/31/1463444" target="_blank"> </a></div> </div> <p>এর আগে গত সোমবার ভোরে রাজশাহী নগরীর নিজ বাসা থেকে অপহরণের শিকার হন ওই চিকিৎসক। একই সঙ্গে অপহরণের কাজে ব্যবহৃত গাড়িতে অপহরণকারী ব্যক্তিরা ওই চিকিৎসকের বাবাকেও তুলে নিয়ে যায়। পরে তারা সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকায় রাস্তায় চিকিৎসকের বাবাকে ফেলে চলে যায়। অপহরণকারী ব্যক্তিরা ওই চিকিৎসকের মাকে পিটিয়ে গুরুতর জখম করে। পরে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।</p> <p>রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার সাবিনা ইয়াসমিন জানান, পুলিশের দিক থেকে ওই চিকিৎসককে উদ্ধারের সব ধরনের তত্পরতা চালানো হচ্ছে। এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এরই মধ্যে সিরাজগঞ্জের সলঙ্গা থানা থেকে তার বাবাকে নিয়ে আসা হয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির নেতৃত্বে বাতেন-সাইফুল" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/31/1735654512-78475e8a08330473de56be8b70a26427.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির নেতৃত্বে বাতেন-সাইফুল</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/dhaka/2024/12/31/1463441" target="_blank"> </a></div> </div> <p>এ বিষয়ে জানতে চাইলে চন্দ্রিমা থানার ওসি মতিয়ার রহমান বলেন, বাদী অপহরণকারী ব্যক্তিদের চিনতে পেরেছেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অজ্ঞাতপরিচয় তিনজনকে আসামি করা হয়েছে। তবে তিনি এজাহারভুক্ত আসামিদের বিষয়ে কিছু জানাতে চাননি।</p> <p>সোমবার অপহূত চিকিৎসকের মা জানিয়েছিলেন, ওই দিন ভোরে ফজরের নামাজ পড়ার জন্য তার স্বামী মসজিদে যান। এ সময় তিনি বাইরের ফটকে তালা লাগিয়ে চাবি সঙ্গে নিয়ে যান। একটু পরই তালা খোলার শব্দ পেয়ে তিনি এগিয়ে যান, অপহরণকারী ব্যক্তিরা তাঁর স্বামীকে জিম্মি করে চাবি নিয়ে এসেছে। এ সময় অপহরণকারীরা মাথায় তালা দিয়ে আঘাত করে।</p> <p>এরপর তারা তার গলা চেপে ধরে। তারা যখন তাকে ছেড়ে দেয়, তখন তিনি দৌড় দিয়ে নিচে নেমে রাস্তার ওপর পড়ে যান। ততক্ষণে অপহরণকারী ব্যক্তিরা তার মেয়ে ও স্বামীকে নিয়ে চলে যায়।</p>