<p>ময়মনসিংহের ঐতিহ্যবাহী হালুয়াঘাট প্রেস ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে আনন্দ টিভি প্রতিনিধি ওমর ফারুক সুমন সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কালবেলা প্রতিনিধি জুলফিকার আলী জুলমত নির্বাচিত হয়েছেন।</p> <p>বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত প্রেস ক্লাব কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। </p> <p>পরে ভোটে নির্বাচিত বিজয়ীদের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র প্রভাষক সুলতান আহমেদ।</p> <p>১১ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সহসভাপতি লুৎফর রহমান সায়েম (সাপ্তাহিক পরিধি), যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মিশু (কালের কণ্ঠ), সাংগঠনিক সম্পাদক এম এ খালেক (এশিয়ান টিভি), দপ্তর সম্পাদক সাইদুর রহমান রাজু (বাংলাদেশ প্রতিদিন), প্রচার ও প্রকাশনা সম্পাদক এম এ মালেক (চ্যানেল এস), শিক্ষা ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ওমর ফারুক আকাশ (ভোরের ডাক), কার্যকরী সদস্য খালেদ আহমদ শামসুল আলম পনির (সংগ্রাম), মো. দেলোয়ার হোসেন (আমজনতার কথা) ও শেখ খালেদ উজ্জামান আউলিয়া (দেশকাল)। কার্যকরী কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।</p>