<p style="text-align:justify">ঢাকা-ময়মনসিংহ রেলপথের ফাতেমা নগর স্টেশনে গভীর রাতে স্লিপার চুরির সময় স্থানীয় লোকজন খোঁজ পেয়ে ধাওয়া করলে পিকআপ গাড়ি ফেলে পালিয়ে যায় চোরের দল। এ ঘটনায় ময়মনসিংহ জিআরপি থানায় মামলা করা হয়েছে। রবিবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে এ ঘটনা ঘটে।</p> <p style="text-align:justify">জানা যায়, রেল কর্তৃপক্ষ ফাতেমা নগর স্টেশন এলাকায় বেশ কিছু অব্যবহৃত লোহার স্লিপার জমা করে রেখেছেন। রবিবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে একদল চোর পিকআপ গাড়িতে লোহার স্লিপারগুলো তোলার সময় শব্দে স্থানীয় লোকজন খোঁজ পেয়ে ধাওয়া করে। এ সময় চোরচক্র পিকআপ ফেলে পালিয়ে যায়। </p> <p style="text-align:justify">পরে খবর পেয়ে গফরগাঁওয়ের উপসহকারী প্রকৌশলী (পথ) মোস্তাফিজুর রহমান ঘটনাস্থল থেকে চোরাইকাজে ব্যবহৃত পিকআপটি ময়মনসিংহ জিআরপি থানায় নিয়ে চোরচক্রের বিরুদ্ধে মামলা করেন।</p> <p style="text-align:justify">তিনি বলেন, স্লিপার চুরির কাজে ব্যবহৃত পিকআপটি ময়মনসিংহ থানা হেফাজতে রাখা হয়েছে এবং একটি মামলা করা হয়েছে। পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেবেন।</p>