সাতক্ষীরা সীমান্তে বিএসএফের ফাঁকা গুলি

সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা প্রতিনিধি
শেয়ার
সাতক্ষীরা সীমান্তে বিএসএফের ফাঁকা গুলি
সংগৃহীত ছবি

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গা সীমান্তে সাউন্ড গানের চার রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

সোমবার (১৩ জানুয়ারি) ভোররাতে সাতক্ষীরার ভোমরা সীমান্তের বিপরীতে ঘোজাডাঙ্গা সীমান্তের শিবতলা এলাকায় এ ঘটনা ঘটে। গুলি ছোড়ার ঘটনায় কেউ হতাহত না হলেও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আরো পড়ুন
সীমান্ত উত্তেজনা নিয়ে বাংলাদেশি হাইকমিশনারকে তলব করেছে ভারত

সীমান্ত উত্তেজনা নিয়ে বাংলাদেশি হাইকমিশনারকে তলব করেছে ভারত

 

সাতক্ষীরা ৩৩ বিজিবির সহকারী পরিচালক মাসুদ রানা বলেন, ‘এটা ভারতের অভ্যন্তরীণ বিষয়।

গুলির ঘটনার সঙ্গে সাতক্ষীরা সীমান্তের কোনো সম্পর্ক নেই।’

ভোমরা গ্রামের বাসিন্দা লুৎফর রহমান জানান, ভারতীয় সময় সোমবার ভোর ৫টার দিকে ঘোজাডাঙার শিবতলা এলাকায় কয়েক রাউন্ড গুলির শব্দ শোনেন তারা। গুলি ছোড়ার তীব্র শব্দে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়ে।

সীমান্তে টহলে থাকা বিজিবি সদস্যরাও বিষয়টি নিশ্চিত করেছেন।

নাম প্রকাশ না করার শর্তে তারা বলেন, বিএসএফ চার রাউল্ড ফাঁকা গুলি ছুড়েছে। এটি মূলত সাউন্ড গানের গুলি। এ ঘটনায় পতাকা বৈঠকের সম্ভাবনা রয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।

আরো পড়ুন
সাবেক ডিবি হারুনের বিরুদ্ধে এক নারীর গুরুতর অভিযোগ

সাবেক ডিবি হারুনের বিরুদ্ধে এক নারীর গুরুতর অভিযোগ

 

প্রসঙ্গত, ভোমরার লক্ষ্মীদাড়ি সীমান্ত এলাকার নজরুল ইসলাম ও নাজমুল হোসেন নামে দুই ব্যক্তি শনিবার বিকেলে নিজেদের জমি চাষাবাদ করতে গেলে বাধা দেয় বিএসএফ সদস্যরা।

এ নিয়ে রবিবার দুপুরে ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক করে বিজিবি-বিএসএফ। আগামী ২০ জানুয়ারি সার্ভেয়ার নিয়ে দুই পক্ষই বৈঠকে বসবে বলে বিজিবি সূত্র নিশ্চিত করেছে।

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

বরিশালে সেনা সদস্যকে অপহরণের ঘটনায় বিএনপির তদন্ত কমিটি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
নিজস্ব প্রতিবেদক, বরিশাল
শেয়ার
বরিশালে সেনা সদস্যকে অপহরণের ঘটনায় বিএনপির তদন্ত কমিটি
সংগৃহীত ছবি

বরিশালে এক সেনা সদস্যকে অপহরণ ও মারধরের ঘটনায় বিএনপির পক্ষ থেকে ঘটনার তদন্তে এক সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর গণমাধ্যমে বৃহস্পতিবার রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ও সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সহ-সম্পাদক অ্যাডভোকেট গোলাম মুহাম্মদ চৌধুরী আলালকে আহ্বায়ক করে বিএনপির পক্ষ থেকে এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটিকে আগামী ৫ দিনের মধ্যে তদন্ত করে একটি লিখিত প্রতিবেদন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরাবর নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে।

একইসঙ্গে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে বিএনপি ও তার সহযোগী সংগঠনের  ১১ জনের দলীয় প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ আগামী ৩ মাসের জন্য স্থগিত করা হয়েছে।

আরো পড়ুন
অপারেশন ডেভিল হান্ট : বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি গ্রেপ্তার

 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বরিশালে বালুমহালের দরপত্র নিয়ে এক সেনা সদস্যকে অপহরণ করে মারধর ও মালামাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠে। এই ঘটনায় একাধিক দলীয় নেতাকর্মী গ্রেপ্তার হন। হিজলা উপজেলা বিএনপির সদস্য সচিবসহ বরিশাল জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মীকে মামলায় জড়ানোর ঘটনায় বিএনপির পক্ষ থেকে এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

মন্তব্য

অপারেশন ডেভিল হান্ট : বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি গ্রেপ্তার

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
শেয়ার
অপারেশন ডেভিল হান্ট : বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি গ্রেপ্তার
সংগৃহীত ছবি

অপারেশন ডেভিল হান্টের আওতায় খাগড়াছড়ির দীঘিনালায় বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মো. সেলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ মার্চ) রাতে উপজেলার বোয়ালখালি নতুন বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. সেলিম (৪০) উপজেলার বোয়ালখালি (সদর) ইউনিয়নের পশ্চিম কাঠালতলি গ্রামের মো. শাহ আলমের ছেলে।

পুলিশ জানায়, ঈদকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযানে সেলিমকে গ্রেপ্তার করা হয়।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকারিয়া গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, ফেব্রুয়ারি মাসের একটি মামলায় সন্ধিগ্ধ আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

মন্তব্য

দুর্নীতির দায়ে যশোরে পুলিশ পরিদর্শকের কারাদণ্ড

যশোর প্রতিনিধি
যশোর প্রতিনিধি
শেয়ার
দুর্নীতির দায়ে যশোরে পুলিশ পরিদর্শকের কারাদণ্ড

জ্ঞাতআয়বর্হিভুত সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক পরিদর্শক শেখ সিরাজুল ইসলামকে দুই বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন যশোরের একটি আদালত। সাজাপ্রাপ্ত শেখ সিরাজুল ইসলাম যশোর নতুন উপশহর এ ব্লকের শেখ মোহাম্মদের ছেলে ও ঝিনাইদহের শৈলকুপা থানার সাবেক পরিদর্শক।

বৃহস্পতিবার (২৭ মার্চ) স্পেশাল জজ (জেলা ও দায়রা জজ) এসএম নূরুল ইসলাম এই রায় ঘোষণা করেন।  দুদকের পিপি সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

দুর্নীতির মামলায় আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার (২৭ মার্চ) আদালত তাকে দুই বছর সশ্রম কারাদণ্ড, দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত শেখ সিরাজুল ইসলাম পলাতক রয়েছেন।

মামলার অভিযোগে জানা গেছে, জ্ঞাতআয়বর্হিভুত সম্পদ অর্জনের অভিযোগ পাওয়ায় বাগেরহাট পুলিশের তৎকালীন (ডিআইও) পরিদর্শক শেখ সিরাজুল ইসলামের বিরুদ্ধে যশোর জেলা দুর্নীতি দমন ব্যুরো নোটিশ জারি করে। কিন্তু, সিরাজুল ইসলাম তখন নোটিশটি গ্রহণ করেননি।

১৯৯৮ সালের ১৭ মে যশোর ডিএসবির মাধ্যমে নোটিশটি আবার বাগেরহাটে পাঠানো হলে তিনি তখনও গ্রহণ করেননি। পরবর্তীতে এ নোটিশ বাগেরহাট পুলিশ সুপারের মাধ্যমে পাঠানো হয়। কিন্তু, এবারও তা গ্রহণ না করে পদোন্নতি পেয়ে ঝিনাইদহ জেলায় চলে যান সিরাজুল ইসলাম।

তিনি ঝিনাদহের শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে কর্মরত থাকা অবস্থায় এ নোটিশ পুলিশ সুপারের মাধ্যমে আবার পাঠায় দুর্নীতি দমন ব্যুরো যশোর।

কিন্তু, সিরাজুল ইসলাম এবারও সেই নোটিশ গ্রহণ না করে ফিরিয়ে দেন।

অবশেষে ২০০০ সালের ১১ জুলাই দুর্নীতি দমন ব্যুরো যশোরের তৎকালীন উপপরিচালক এমএ সোহবান আসামি শেখ সিরাজুল ইসলামের বিরুদ্ধে জ্ঞাতআয়বর্হিভুত সম্পদ অর্জনের অভিযোগে কোতয়ালি থানায় মামলা করেন। এ মামলার তদন্ত শেষে সিরাজুল ইসলামের বিরুদ্ধে নামে-বেনামে অবৈধভাবে প্রায় কোটি টাকার সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়।

দীর্ঘ তদন্ত শেষে ঘটনার সঙ্গে জড়িত থাকায় আাসামি সিরাজুল ইসলামকে অভিযুক্ত করে ২০১৫ সালের ২২ ফেব্রুয়ারি দুদক যশোরের তৎকালীন উপসহকারী পরিচালক আব্দুল ওয়াদুদ আদালতে চার্জশিট জমা দেন।

মন্তব্য
সুন্দরবন

হিরণ পয়েন্টের চরে আটকে পড়া ৩ জেলেকে উদ্ধার

খুলনা অফিস
খুলনা অফিস
শেয়ার
হিরণ পয়েন্টের চরে আটকে পড়া ৩ জেলেকে উদ্ধার

সুন্দরবনের হিরণ পয়েন্ট এলাকায় কাঠের বোটের ইঞ্জিন বিকল হয়ে চরে আটকে যাওয়া তিন জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। উদ্ধারকৃত তিন জেলে বাগেরহাট জেলার রামপাল এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার (২৭ মার্চ) তাদেরকে উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কোস্টগার্ডের পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মাহবুব হোসেন।

আরো পড়ুন
কালিয়াকৈরে শরীরে কেরোসিন ঢেলে আগুন দিয়ে যুবকের আত্মহনন

কালিয়াকৈরে শরীরে কেরোসিন ঢেলে আগুন দিয়ে যুবকের আত্মহনন

 

তিনি জানান, বৃহস্পতিবার বেলা ১১ টায় জাতীয় জরুরী সেবা ৯৯৯-এর মাধ্যমে জানা যায়, হিরণ পয়েন্ট এলাকায় তিনজন জেলে ইঞ্জিন চালিত কাঠের বোট বিকল হয়ে চরে আটকে রয়েছে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উক্ত এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি আউটপোস্ট দুবলা কর্তৃক তৎক্ষণাৎ উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।

আরো পড়ুন
গ্যাস ট্যাবলেট নিজে খেয়ে মেয়েকেও খাওয়ালেন মা, মর্মান্তিক মৃত্যু

গ্যাস ট্যাবলেট নিজে খেয়ে মেয়েকেও খাওয়ালেন মা, মর্মান্তিক মৃত্যু

 

পরে হিরণ পয়েন্ট পোর্ট সংলগ্ন এলাকায় কোস্ট গার্ডের উদ্ধারকারী দল অনুসন্ধান চালিয়ে তিন জেলেকে উদ্ধার করে। উদ্ধারকৃত জেলেদেরকে বিসিজি আউটপোস্ট দুবলায় নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করে জেলেদের বোটসহ মালিকপক্ষের নিকট হস্তান্তর করা হয়।

মন্তব্য

সর্বশেষ সংবাদ