<p>যশোরের অভয়নগরে অবৈধভাবে মজুদ করা ৬৬৮ বস্তা এমওপি, ডিএপি, টিএসপি ও ইউরিয়া সার জব্দ করা হয়েছে। এ সময় দুই প্রতিষ্ঠানের মালিককে এক লাখ করে দুই লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।</p> <p>গতকাল সোমবার (১৩ জানুয়ারি) রাতে উপজেলার চেঙ্গুটিয়া বাজারে মেসার্স মোসলেম এন্টারপ্রাইজ ও নিউ মোল্যা এন্টারপ্রাইজের তিনটি গুদামে এ অভিযান চালানো হয়। </p> <p>নির্বাহী ম্যাজিস্ট্রেট ও অভয়নগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুনসহ অভয়নগর থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="রাতে শীত কেমন থাকবে, জানাল আবহাওয়া অফিস" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/14/1736834233-c6d561165968ec55d14b6ab1f87c865a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>রাতে শীত কেমন থাকবে, জানাল আবহাওয়া অফিস</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2025/01/14/1468523" target="_blank"> </a></div> </div> <p>নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মারুফ কালের কণ্ঠকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার রাত ৯টার দিকে চেঙ্গুটিয়া বাজারের মেসার্স মোসলেম এন্টারপ্রাইজ এবং নিউ মোল্যা এন্টারপ্রাইজের তিনটি গুদামে অভিযান চালানো হয়। এ সময় মেসার্স মোসলেম এন্টারপ্রাইজের গুদামে মজুদ ৬৬ বস্তা ডিএপি, ২৫২ বস্তা এমওপি, ৮৩ বস্তা টিএসপি ও ২০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়। পরে একই এলাকার নিউ মোল্যা এন্টারপ্রাইজের গুদামে থাকা ৮০ বস্তা ইউরিয়া, ৬৫ বস্তা টিএসপি, ৫৩ বস্তা ডিএপি ও ৫২ বস্তা এমওপি সার জব্দ করা হয়।’</p> <p>তিনি আরো বলেন, ‘অবৈধভাবে সার মজুদ করায় মেসার্স মোসলেম এন্টারপ্রাইজ এবং নিউ মোল্যা এন্টারপ্রাইজের মালিককে এক লাখ করে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়। জব্দকৃত সার কৃষি অফিসের নজরদারিতে রাখা হয়েছে।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="লায়লাকে হত্যাচেষ্টা : মামুনের বিরুদ্ধে শুনানি পেছাল" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/14/1736833968-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>লায়লাকে হত্যাচেষ্টা : মামুনের বিরুদ্ধে শুনানি পেছাল</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Court/2025/01/14/1468521" target="_blank"> </a></div> </div> <p>অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তী বলেন, ‘কোনো ব্যবসায়ী অবৈধভাবে সার মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে সে জন্য আমরা সজাগ দৃষ্টি রেখেছি।’</p>