বিএনপি চেতনা বিক্রি করে খায় না : শামা ওবায়েদ

সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
শেয়ার
বিএনপি চেতনা বিক্রি করে খায় না : শামা ওবায়েদ
ছবি: কালের কণ্ঠ

বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, নিজের পরিবারকে বিপদে ফেলে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন। বাংলাদেশে মুুক্তিযোদ্ধার একমাত্র দল বিএনপি। তবে এই দল চেতনা বিক্রি করে খায় না। দলটির মুক্তিযোদ্ধারা সারা দেশেই ছড়িয়ে আছে।

আজ বৃহস্পতিবার বিকেলে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের নগরকান্দা উপজেলার শহীদ মুক্তিযোদ্ধা আকরামুন্নেছা বালিকা বিদ্যালয় মাঠে জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, ‘বর্তমান অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালনে ঘাটতি আছে। আইনের শাসন এখনো ভালো অবস্থানে যায়নি। পুলিশ-প্রশাসন শক্তিশালী অবস্থানে যায়নি।

সরকারকে সেদিকে কাজ করতে হবে।’

তিনি বলেন, ‘আমরাও সংস্কার চাই। বিচার বিভাগ, দুদক, জনপ্রশাসন ও নির্বাচন ব্যবস্থায় সংস্কার চাই। আমরা একটি স্বচ্ছ জবাবদিহিমূলক বাংলাদেশ চাই।

যেখানে প্রত্যেক এমপি-মন্ত্রীকে জনগণের কাছে জবাব দিতে হবে। তবে সংস্কারের নামে বিরাজনীতিকরণের কোনো দুরভিসন্ধি দেখতে চাই না।’

নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, সহ-সভাপতি আলিমুজ্জামান সেলু, মাহাবুব আলী মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক বদরুজ্জামান তারা মোল্যা, সালথা উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর,  যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ, রবিউল ইসলাম বাবু, স্বেচ্ছাসেবকদল নেতা জামাল মাতুব্বর প্রমুখ।

মন্তব্য

সম্পর্কিত খবর

ঈদের দিনে প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল বীর মুক্তিযোদ্ধার

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
শেয়ার
ঈদের দিনে প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল বীর মুক্তিযোদ্ধার
ফাইল ছবি

নড়াইলের লোহাগড়ায় ঈদের দিনে আকবর হোসেন শেখ (৭৭) নামে এক বীর মুক্তিযোদ্ধাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ সোমবার বিকেল সোয়া ৪টার দিকে আকবর হোসেনকে কুপিয়ে হত্যা করা হয় বলে জানান লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান।

নিহত আকবর হোসেন পেশায় সেনাবাহিনীর সদস্য ছিলেন। তিনি উপজেলার লাহুড়িয়া পশ্চিমপাড়ার বাসিন্দা।

স্থানীয়রা জানান, সোমবার বিকাল সোয়া ৪টার দিকে নিজ বাড়ি থেকে বের হলে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষরা আকবরকে কুপিয়ে জখম করে।

নিহতের ছেলে সোহেল রানা জানান, গুরুতর আহত অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে নেওয়ার পর তার বাবার মৃত্যু হয়।

লোহাগড়া থানার ওসি মো. আশিকুর রহমান বলেন, ‘ওই এলাকার পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রাসঙ্গিক
মন্তব্য

ঈদগাহ ময়দানে সংঘর্ষ, নামাজ না পড়েই ফিরলেন মুসল্লিরা

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
শেয়ার
ঈদগাহ ময়দানে সংঘর্ষ, নামাজ না পড়েই ফিরলেন মুসল্লিরা
সংগৃহীত ছবি

বরিশালের বাবুগঞ্জে ঈদের নামাজের সময় দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। সোমবার (৩১ মার্চ) সকাল ৯টায় কেদারপুর ইউনিয়নের পশ্চিম ভূতের দিয়া চৌকিদার বাড়ি সংলগ্ন ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রমজান মাসসহ প্রায় এক বছরের ওপরে মসজিদের ইমামের বেতন না দেওয়ায় দুই পক্ষের সংঘর্ষ হয়। নামাজ শুরু হওয়ার আগে স্থানীয় ইউসুফ মিজান ও বেল্লালের সঙ্গে এ বিষয় নিয়ে বাকবিতণ্ডা শুরু হয়।

এ পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।

সংঘর্ষের খবর পেয়ে স্থানীয়রা ৯৯৯-এ ফোন করলে বাবুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উজিরপুর হাসপাতালে ভর্তি করেন।

সংঘর্ষের জেরে ঈদের নামাজ পরিচালনাকারী ইমাম ঈদগাহ ত্যাগ করলে মুসল্লিরা নামাজ আদায় না করেই বাড়ি ফিরে যান।

এ ঘটনায় স্থানীয় মুসল্লিরা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হয়েছে, যার ফলে তারা পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করতে পারেননি। যারা ঘটনার সঙ্গে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শান্তি দাবি করেন।

প্রাসঙ্গিক
মন্তব্য

আইপিএসের ব্যাটারিতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাতারপ্রবাসীর মৃত্যু

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
শেয়ার
আইপিএসের ব্যাটারিতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাতারপ্রবাসীর মৃত্যু
সংগৃহীত ছবি

চট্টগ্রামের মিরসরাইয়ে আইপিএসের ব্যাটারিতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বোরহান উদ্দিন (৪০) নামের এক কাতারপ্রবাসীর মৃত্যু হয়েছে। সোমবার (৩১ মার্চ) সকালে উপজেলার বারইয়ারহাট পৌরসভার জামালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত বোরহান উদ্দিন ওই গ্রামের শেখ আবু বক্কর সিদ্দিক প্রকাশ কেনু মোল্লার ছেলে।

জানা যায়, নিহত বোরহান সোমবার ঈদের নামাজ আদায় করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।

এরই মাঝে বসতঘরের আইপিএসের ব্যাটারিতে পানি দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট অজ্ঞান হয়ে পড়েন তিনি। পরে তাকে স্বজনরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

বিষয়টি নিশ্চিত করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রাজীব কুমার দে বলেন, ‘পরিবারের লোকজন সকালে মৃত অবস্থায় বোরহান নামের একজনকে হাসপাতালে নিয়ে আসেন। ধারণা করা হচ্ছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা গেছেন।

মন্তব্য

বাঁধ ভেঙে ভেসে গেল ৭ গ্রামের ঈদ আনন্দ

সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা প্রতিনিধি
শেয়ার
বাঁধ ভেঙে ভেসে গেল ৭ গ্রামের ঈদ আনন্দ
সংগৃহীত ছবি

সাতক্ষীরার আশাশুনিয়ায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধ ভেঙে সাত গ্রামের কয়েক হাজার বিঘা মাছের ঘের ও বোরো ধানের ক্ষেত ভেসে গেছে। সোমবার (৩১ মার্চ) সকালের এই ঘটনায় এলাকাবাসীর ঈদের আনন্দ নিরানন্দে পরিণত হয়েছে।

বাঁধ ভেঙে নদী গর্ভে বিলীন হয়ে যাওযায় গ্রামবাসীর মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। স্থানীয়রা স্বেচ্ছাশ্রমে ভাঙন এলাকায় বিকল্প রিংবাধ নির্মাণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে।

সাত ঘণ্টা পেরিয়ে গেলেও পানি উন্নয়ন বোর্ডের কোনো কর্মকর্তা না আসায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। 

বিছট গ্রামের অবসরপ্রাপ্ত মাদরাসার শিক্ষক আব্দুর রশিদ ও তার ভাই রুহুল কুদ্দুস জানান, ৪৩ লাখ টাকা ব্যয়ে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধের বিছট সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে গাজীবাড়ী পর্যন্ত ডিপিএম প্রকল্পের আওতায় সংস্কারের কাজ করছিলেন স্থানীয় ঠিকাদার শওকত হোসেন। 

সোমবার সকাল পৌনে ৯টার দিকে ঈদের নামাজ শেষে তারা জানতে পারেন, আব্দুর রহিম সরদারের চিংড়িঘেরের বাসার কাছ থেকে বিছট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দিকে দেড় শত ফুটের মতো বেড়িবাঁধ ভেঙে খোলপেটুয়া নদীগর্ভে বিলীন হয়ে গেছে। 
বিষয়টি মসজিদের মাইকে প্রচার করলে এলাকাবাসী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে রিংবাঁধ নির্মাণের চেষ্টা চালালেও জোয়ারের পানির তোড়ে তা সম্ভব হয়নি।

বিকেল ৪টার দিকে ভাঙন ২০০ ফুটেরও বেশি ছাড়িয়ে যায়।
 
জোয়োরের পানিতে বিছট, বল্লভপুর, আনুলিয়া, কাকবসিয়া, বাসুদেবপুর,নয়াখালী ও চেঁচুয়া গ্রামে ঢুকে কয়েক হাজার বিঘার চিংড়িঘের ও বোরো ধানের ক্ষেত তলিয়ে গেছে। সন্ধ্যার আগে বাঁধ সংস্কার সম্ভব না হলে পানি ভাঙনকবলিত বেড়িবাঁধের পার্শ্ববর্তী পিচের রাস্তা পার হয়ে খাজরা ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হতে পারে।

সাতক্ষীরা পাউবো বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন জানান, বেড়িবাঁধ ভাঙনের খবর পেয়ে আশাশুনির সেকশন অফিসারকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

স্থানীয়রা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সেখানে কাজ করছে। পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জিও ব্যাগের ব্যবস্থা করা হয়েছে। নদীতে ভাটা শুরু হলে বাঁধ সংস্কার সম্ভব হবে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ