হবিগঞ্জে ২৮ বস্তা চিনিসহ গ্রেপ্তার ৩

হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জ প্রতিনিধি
শেয়ার
হবিগঞ্জে ২৮ বস্তা চিনিসহ গ্রেপ্তার ৩
ছবি: কালের কণ্ঠ

হবিগঞ্জ শহরের নসরতপুর বাইপাস সড়কের ২ নম্বর পুল এলাকায় অভিযান পরিচালনা করে ২৮ বস্তা চিনিসহ তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে হবিগঞ্জ গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করে। হবিগঞ্জের পুলিশ সুপার সাজেদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।

আরো পড়ুন
সরাইলে কৃষি জমি কাটার দায়ে যুবদল নেতাকে জরিমানা

সরাইলে কৃষি জমি কাটার দায়ে যুবদল নেতাকে জরিমানা

 

গ্রেপ্তারকৃতরা হলেন- লাখাই উপজেরার বুল্লা গ্রামের জিয়া উদ্দিনের ছেলে শিপন (৩০), হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া গ্রামের মৃত আজমান উল্লার ছেলে রাহাত মিয়া (২৫) ও পশ্চিম ভাদৈ গ্রামের আব্দুল বারীর ছেলে লায়েছ মিয়া (৩০)।

মন্তব্য

সম্পর্কিত খবর

মেসে থাকা উপদেষ্টারা চড়েন ৬ কোটির গাড়িতে, পরেন ৪০ লাখের ঘড়ি : বুলু

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী প্রতিনিধি
শেয়ার
মেসে থাকা উপদেষ্টারা চড়েন ৬ কোটির গাড়িতে, পরেন ৪০ লাখের ঘড়ি : বুলু
ছবি: কালের কণ্ঠ

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ বুলু বলেছেন, সরকারের কয়েকজন উপদেষ্টার মলিন চেহারা এখন রসালো হয়ে গেছে। তারা আগে হলে-মেসে থাকলেও এখন চড়েন ৬ কোটি টাকার গাড়িতে। গায়ে দেন ৩০ হাজার টাকার পাঞ্জাবি আর হাতে পরেন ৪০ লাখ টাকার ঘড়ি। তাদের তদবিরে প্রশাসন অতিষ্ঠ হয়ে উঠেছে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকালে নোয়াখালীর চৌমুহনীতে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নিহত উপজেলার সাত শহীদ পরিবারের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন
এসএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল শিক্ষা বোর্ড

এসএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল শিক্ষা বোর্ড

 

বরকত উল্যাহ বুলু বলেন, নতুন দলের (এনসিপি) এক নেতা বাড়ি যেতে একশর অধিক গাড়ি বহর নিয়ে গেছেন। ইন্টারকন্টিনেন্টালে ৫ কোটি টাকার ইফতার খাওয়ান। আগে ৫০০ টাকার পাঞ্জাবি পরলেও এখন পরেন ৩০ হাজার টাকার পাঞ্জাবি।

জুতা পরেন ৫০ হাজার টাকার। ব্যবসায়ী-প্রশাসন তাদের তদবির আর বদলি বাণিজ্যে অতিষ্ঠ। মব জাস্টিজের নামে মানুষের ঘরবাড়িতে হামলা-নৈরাজ্য করা হচ্ছে। এর থেকে মুক্তি পেতে হলে দেশে নির্বাচন ছাড়া অন্য কোনো বিকল্প নাই।

তিনি বলেন, যারা দেশে দ্বিতীয় রিপাবলিকের কথা বলে তারা জনগণের পক্ষে রাজনীতি করে বলে আমি মনে করি না। যারা ৩০ লাখ শহীদকে অস্বীকার করে, একাত্তর ও মহান মুক্তিযুদ্ধকে মানে না এবং এর বিপক্ষে অবস্থান নিয়ে রাজনীতি করে তারা আসলে দেশ গণতন্ত্র ও জনগণের শত্রু। তাদের ভোট চাওয়া, প্রার্থী হওয়া কিংবা এ দেশে রাজনীতি করার অধিকার নেই।

আরো পড়ুন
বিশ্ব সুন্দরী হওয়ার আগে যা খেতেন মানুষী

বিশ্ব সুন্দরী হওয়ার আগে যা খেতেন মানুষী

 

তিনি আরো বলেন, সেনাবাহিনী আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের ভ্যানগার্ড, এ বাহিনী একাত্তরের মুক্তিযুদ্ধ, নব্বইয়ের গণঅভ্যুত্থান এবং চব্বিশের জুলাই-আগস্ট আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ৫ আগস্ট সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান যদি হাসিনাকে তার মাতৃভূমি ভারতে পাঠিয়ে না দিত তাহলে বাংলাদেশে আরেকটি ভয়াবহ ঘটনা ঘটতো।

জুলাই-আগস্টের আন্দোলনে দুই হাজার নিহত ও আহত হয়েছেন ২০ হাজার। এর মধ্যে ৮৬২ শহীদ বিএনপির নেতাকর্মী। সেদিন তারেক রহমানের ঐতিহাসিক নেতৃত্বের কারণে শেখ হাসিনার পতন হয়েছে। বিগত ১৭ বছর তিনি (তারেক রহমান) লন্ডনে থেকে পঞ্চাশটির অধিক রাজনৈতিক দলের ঐক্য গড়ে আন্দোলন বেগবান করেন। 

আরো পড়ুন
যশোরে বাসচাপায় বাবা-মেয়ে নিহত, আহত ৩

যশোরে বাসচাপায় বাবা-মেয়ে নিহত, আহত ৩

 

বিএনপির এ নেতা বলেন বলেন, বাংলাদেশের ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থার প্রেক্ষাপটে আমরা ড. ইউনূসের জন্য দোয়া করি। তিনি যেন দীর্ঘায়ু হন এবং দেশে দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করে বাংলাদেশকে এ অবস্থা থেকে উত্তরণ করেন।

বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাখ্যা চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সদস্য ও বরকত উল্যাহ বুলুর সহধর্মীনি শামীমা বরকত লাকী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুল হক আবেদ, চৌমুহনী পৌরসভা বিএনপির সভাপতি জহির উদ্দিন হারুন ও সাধারণ সম্পাদক মহসিন আলম প্রমুখ।

মন্তব্য

মা-ভাইকে কুপিয়ে জখম করলেন বড় ভাই

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
শেয়ার
মা-ভাইকে কুপিয়ে জখম করলেন বড় ভাই
সংগৃহীত ছবি

চট্টগ্রামের ফটিকছড়িতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে রক্তাক্ত হয়েছেন মা ও ছোট ভাই। আহতরা হলেন মো. মাসুম (৩৫) ও  জুলেখা খাতুন (৫৫)। 

বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার ভূজপুর ইউনিয়নের ফকিরা বন এলাকার ভোলা গাজীর বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে থানা পুলিশ যাওয়ার আগেই অভিযুক্ত ইয়াসিন পালিয়ে যান।

জানা যায়, বেশ কিছুদিন ধরে দুই ভাইয়ের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। ঘটনার দিন সকালে তুচ্ছ বিষয় নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে ধারালো রামদা দিয়ে আপন ছোট ভাই মো. মাসুম ও মা জুলেখাকে কুপিয়ে গুরুতর জখম করেন বড় ভাই ইয়াসিন। এ সময় প্রতিবেশীরা এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।

 

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

‘তারেক রহমানের নেতৃত্বে ছাত্র-জনতার আন্দোলনের ফসল অন্তর্বর্তী সরকার’

টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইল প্রতিনিধি
শেয়ার
‘তারেক রহমানের নেতৃত্বে ছাত্র-জনতার আন্দোলনের ফসল অন্তর্বর্তী সরকার’
ছবি : কালের কণ্ঠ

বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু বলেছেন, ‘বাংলাদেশের আপামর জনসাধারণের দাবি হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন। মানুষ ১৪, ১৮ এবং ২০২৪ সালে ভোট দিতে পারেনি। প্রায় তিন কোটি ৬০ লাখ তরুণ ভোটার হওয়া সত্ত্বেও তাদের নাগরিক অধিকার প্রতিষ্ঠা করতে পারেনি। কাজেই সেই ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করেছে এই দেশের মানুষ।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাব মিলনায়তনে ‘বিন্দুবাসিনী ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৫’ উপলক্ষে দুরন্ত ১৬ ব্যাচের আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আরো পড়ুন
প্রধান উপদেষ্টার সঙ্গে ছবি তুললেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী

প্রধান উপদেষ্টার সঙ্গে ছবি তুললেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী

 

তিনি বলেন, ‘এই অন্তর্বর্তী সরকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের ফসল। কাজেই গণতন্ত্রের যে আকাঙ্ক্ষা জনগণের, সেই আকাঙ্ক্ষা সরকার দ্রুত পূরণ করবে—এটাই স্বাভাবিক বিষয়। আমরা দলের পক্ষ থেকে এই দাবি সব সময় জানিয়ে যাচ্ছি।

যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা করা। এ কারণে আমরা এই সরকারকে সহযোগিতাও করে যাচ্ছি। যেহেতু এই সরকার ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। কাজেই এই সরকার ব্যর্থ হলে শহীদের রক্ত কিন্তু বৃথা যাবে।
তাই ভোটের অধিকার প্রতিষ্ঠার যে দাবি, সেটি পূরণ করতে যৌক্তিক সময়ে সরকার পদক্ষেপ নেবে।’

ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি টুকু আরো বলেন, ‘দ্রুত সময়ের মধ্যেই আমাদের নেতা তারেক রহমান এবং দেশনেত্রী খালেদা জিয়া দেশে ফিরে দলের সঙ্গে কাজ করবেন।’

আরো পড়ুন
যশোরে বাসচাপায় বাবা-মেয়ে নিহত, আহত ৩

যশোরে বাসচাপায় বাবা-মেয়ে নিহত, আহত ৩

 

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি আলী ইমাম তপন, সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু ও টাঙ্গাইল ক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান খান প্রমুখ।

মন্তব্য

যশোরে বাসচাপায় বাবা-মেয়ে নিহত, আহত ৩

যশোর প্রতিনিধি
যশোর প্রতিনিধি
শেয়ার
যশোরে বাসচাপায় বাবা-মেয়ে নিহত, আহত ৩
ছবি : কালের কণ্ঠ

যশোর শহরতলীর পুলেরহাটে বাসচাপায় মোটরসাইকেল আরোহী বাবা-মেয়ে নিহত হয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহতের স্ত্রী, ছোট মেয়ে ও এক পথচারী।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা বাসে আগুন ধরিয়ে দেয়।

এর মধ্যে ঘাতক বাসচালক পালিয়ে গেছেন। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

আরো পড়ুন
রমজানের বাইরে যেসব সময়ে রোজা রাখা সুন্নত

রমজানের বাইরে যেসব সময়ে রোজা রাখা সুন্নত

 

নিহতরা হলেন খুলনার মুজগুন্নি এলাকার রুবেল হোসেন (৩২) ও তার মেয়ে ঐশি (১০)। আহতরা হলো রুবেল হোসেনের স্ত্রী জেসমিন (২৮), ছোট মেয়ে তায়েবা (৪) ও পথচারী ওসমান (১৯)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রুবেল তার স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে শার্শার বহিলাপোতা গ্রামে শ্বশুরবাড়ি থেকে মোটরসাইকেলে খুলনার মজগুন্নীতে ফিরছিলেন। পথে যশোরের পুলেরহাট এলাকায় পৌঁছলে পেছন থেকে আসা এস কে ট্রাভেলসের একটি বাস তাদের ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে রুবেল ও তার মেয়ে ঐশি বাসের চাকার নিচে পিষ্ট হন। ঘটনাস্থলেই মারা যান তারা দুজন।

গুরুতর আহত হন জেসমিন ও ছোট মেয়ে তায়েবা।

আরো পড়ুন
আ. লীগ নিষিদ্ধ করা আমাদের দায়িত্ব নয়, নির্বাচন চাই : খায়ের ভূঁইয়া

আ. লীগ নিষিদ্ধ করা আমাদের দায়িত্ব নয়, নির্বাচন চাই : খায়ের ভূঁইয়া

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, বাসটি দুর্ঘটনার পর পালানোর সময় পথচারী ওসমান (১৯)-কে ধাক্কা দিলে তিনিও গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় উত্তেজিত জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

হাসপাতালের চিকিৎসক এ কে এম সুজায়েত হোসেন জানান, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে শিশু তায়েবার অবস্থা আশঙ্কাজনক।

আরো পড়ুন
প্রধান উপদেষ্টার সঙ্গে ছবি তুললেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী

প্রধান উপদেষ্টার সঙ্গে ছবি তুললেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী

 

যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত দুর্ঘটনায় বাবা-মেয়ের মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, ঘাতক বাসটির চালক পালিয়ে গেছেন।

মন্তব্য

সর্বশেষ সংবাদ