দীর্ঘ ১৩ বছর পর খুলনা সার্কিট হাউসে অনুষ্ঠিত হচ্ছে বিএনপির সম্মেলন। আজ সোমবার (২৫ ফেব্রুয়ারি) সকালে মহানগর বিএনপির দ্বিবার্ষিক এ সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমানউল্লাহ আমান।
এর আগে ২০১২ সালে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপস্থিতিতে খুলনা সার্কিট হাউেস সমাবেশ হয়। এদিকে নগর বিএনপির সম্মেলন হচ্ছে ১৬ বছর পর।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত রয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আরো পড়ুন
বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটির নাম পরিবর্তনের দাবিতে রেললাইন অবরোধ
সরেজমিনে জানা যায়, নগর বিএনপির এ সম্মেলনকে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা জড়ো হচ্ছেন সম্মেলনস্থলে। প্রতিষ্ঠার ৪৭ বছর পর খুলনা বিএনপিতে সরাসরি ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের নজির এই প্রথম।
আজ সোমবার বিকেলে জেলা স্টেডিয়ামের জিমনেশিয়ামে ভোটের মাধ্যমে নির্ধারণ হবে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক। এ তিনটি পদে ১২ নেতা প্রার্থী হয়েছেন। নগরীর ৫টি থানার ৫০৫ জন কাউন্সিলর সরাসরি ভোট দিয়ে নেতা নির্বাচন করবেন।
আরো পড়ুন
এবার সাবেক এমপি শাহে আলমের বিরুদ্ধে দুদকের মামলা
নগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনার সভাপতিত্বে সম্মেলনে বক্তৃতা করেন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, গবেষণা সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, কেন্দ্রীয় নেতা জয়ন্ত কুমার কুণ্ডু, সাবেক এমপি সৈয়দা নার্গিস আলী, জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান, সদর থানা বিএনপির সভাপতি কে এম হুমায়ূন কবির, সোনাডাঙ্গা থানা সভাপতি হাফিজুর রহমান মনি, খালিশপুর থানা সভাপতি অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আলী বাবু, মুর্শিদ কামালসহ তৃণমূলের নেতৃবৃন্দ।
সাংগঠনিক রিপোর্ট উপস্থাপন করেন নগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন। জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে শোক প্রস্তাব পাঠ করেন সৈয়দা রেহেনা ঈসা।