১৩ বছর পর খুলনা সার্কিট হাউসে বিএনপির সম্মেলন

খুলনা অফিস
খুলনা অফিস
শেয়ার
১৩ বছর পর খুলনা সার্কিট হাউসে বিএনপির সম্মেলন
ছবি: কালের কণ্ঠ

দীর্ঘ ১৩ বছর পর খুলনা সার্কিট হাউসে অনুষ্ঠিত হচ্ছে বিএনপির সম্মেলন। আজ সোমবার (২৫ ফেব্রুয়ারি) সকালে মহানগর বিএনপির দ্বিবার্ষিক এ সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমানউল্লাহ আমান।

এর আগে ২০১২ সালে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপস্থিতিতে খুলনা সার্কিট হাউেস সমাবেশ হয়। এদিকে নগর বিএনপির সম্মেলন হচ্ছে ১৬ বছর পর।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত রয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আরো পড়ুন
বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটির নাম পরিবর্তনের দাবিতে রেললাইন অবরোধ

বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটির নাম পরিবর্তনের দাবিতে রেললাইন অবরোধ

  

সরেজমিনে জানা যায়, নগর বিএনপির এ সম্মেলনকে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা জড়ো হচ্ছেন সম্মেলনস্থলে। প্রতিষ্ঠার ৪৭ বছর পর খুলনা বিএনপিতে সরাসরি ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের নজির এই প্রথম।

আজ সোমবার বিকেলে জেলা স্টেডিয়ামের জিমনেশিয়ামে ভোটের মাধ্যমে নির্ধারণ হবে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক। এ তিনটি পদে ১২ নেতা প্রার্থী হয়েছেন। নগরীর ৫টি থানার ৫০৫ জন কাউন্সিলর সরাসরি ভোট দিয়ে নেতা নির্বাচন করবেন।

আরো পড়ুন
এবার সাবেক এমপি শাহে আলমের বিরুদ্ধে দুদকের মামলা

এবার সাবেক এমপি শাহে আলমের বিরুদ্ধে দুদকের মামলা

 

নগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনার সভাপতিত্বে সম্মেলনে বক্তৃতা করেন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, গবেষণা সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, কেন্দ্রীয় নেতা জয়ন্ত কুমার কুণ্ডু, সাবেক এমপি সৈয়দা নার্গিস আলী, জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান, সদর থানা বিএনপির সভাপতি কে এম হুমায়ূন কবির, সোনাডাঙ্গা থানা সভাপতি হাফিজুর রহমান মনি, খালিশপুর থানা সভাপতি অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আলী বাবু, মুর্শিদ কামালসহ তৃণমূলের নেতৃবৃন্দ।

সাংগঠনিক রিপোর্ট উপস্থাপন করেন নগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন। জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে শোক প্রস্তাব পাঠ করেন সৈয়দা রেহেনা ঈসা।

মন্তব্য

সম্পর্কিত খবর

যশোরে ঈদের রাতে পটকা ফোটানো নিয়ে সংঘর্ষে কিশোর খুন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
যশোরে ঈদের রাতে পটকা ফোটানো নিয়ে সংঘর্ষে কিশোর খুন
প্রতীকী ছবি

যশোরে ঈদের রাতে পটকা ফোটানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অলিদ (১৯) নামে এক কিশোর খুন হয়েছে। আহত হয়েছে আরো ৪ কিশোর। সোমবার (৩১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার বিরামপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাতের অন্ধকারে বিরামপুর ব্রিজের ওপর আপন, রাশেদুল ও শামীম নামে তিনজন পটকা বাজি ফোটাচ্ছিল।

এ সময় সেখান দিয়ে যাচ্ছিল অলিদ, পিয়াল, আরিফ ও মেহেদী নামে কয়েকজন। তারা দাবি করে, পটকা তাদের গায়ে পড়েছে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিবাদ শুরু হয়। এ সময় অলিদসহ অন্যরা আপন, রাশেদুল ও শামীমকে মারপিট ও ছুরিকাঘাত করে।
খবর পেয়ে আপনের বাবা রিপন আলী সেখানে গেলে তাকেও ছুরি মেরে আহত করা হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে অলিদ গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা আহত আপন, তার বাবা রিপন আলী, শামীম, অলিদ ও রাশেদুলকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

চিকিৎসাধীন অবস্থায় মারা যায় অলিদ। আহতদের মধ্যে রাশেদুলকে খুলনা মেডিক্যালে স্থানান্তর করা হয়েছে। এ ছাড়া আপন, তার বাবা রিপন আলী ও শামীম যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত জানান, পটকা ফোটানোকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারিতে একজন নিহত ও কয়েকজন আহত হয়েছে। হত্যায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।

মন্তব্য

শহীদ ছাত্র বিশালের পরিবারে ঈদের দিনে বিষাদের ছায়া

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাট প্রতিনিধি
শেয়ার
শহীদ ছাত্র বিশালের পরিবারে ঈদের দিনে বিষাদের ছায়া

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জয়পুরহাটের ছাত্র শহীদ নজিবুল সরকার বিশালের পরিবারে নেই ঈদের আনন্দ। ছেলেকে হারিয়ে কান্না থামছে না পরিবারে। সকাল থেকেই বিশালের ছবির অ্যালবাম দেখছেন আর ডুকরে ডুকরে কাঁদছেন মা বুলবুলি খাতুন। বড় ছেলে বিশালকে হারিয়ে যেন ঈদের আনন্দও হারিয়ে গেছে পরিবারে।

 

সোমবার (৩১ মার্চ) ঈদের দিন বিকেলে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের নিহত কলেজছাত্র বিশালদের বাড়িতে গিয়ে দেখা গেছে বিষন্ন মনে বসে আছেন বাবা মজিদুল সরকার। আর মা বুলবুলি খাতুন চেয়ারে বসে নিহত ছেলে বিশালের ছবির অ্যালবাম দেখছেন আর ছেলের জন্য বিলাপ করছেন। ঈদের দিন হলেও শোকের কারণে রান্না হয়নি তাদের। বিশাল না থাকায় ছোট ছেলে মোমিন ঈদের নামাজ আদায় করলেও ভাইয়ের শোকে না খেয়ে ঈদ পালন করেন ঘুমিয়ে।

 
সান্ত্বনা দিতে কেউ খোঁজ না নেওয়ার অভিযোগ করেন মা বুলবুলি খাতুন। অথচ বিশাল নিহতের পর হাজার বিশাল পাশে থাকার আশ্বাস পেয়েছিলেন তিনি। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, চারজনের সংসারে বড় ছেলে বিশাল ছিলেন স্থানীয় বিএম কলেজের শিক্ষার্থী। গত বছরও তারা একসঙ্গে ঈদ করেছেন।
কিন্তু এবার বিশাল না থাকায় তাদের পরিবারে ঈদের আনন্দ শেষ হয়ে গেছে। তিনি ছেলে হত্যার বিচার দাবি করেন। আর বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ও নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং খুনি হাসিনাসহ প্রকৃত দোষীদের বিচার দাবি করেন বাবা মজিদুল সরকার। 

গেল ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জয়পুরহাট শহরের পাঁচুর মোড়ে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন পাঁচবিবির নাকুরগাছি বিএম কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী বিশাল। তার বাবা মজিদুল সরকার শ্যালো ও পাওয়ার টিলার মেকানিক।

মা বুলবুলি খাতুন গৃহিণী। তাদের ছোট ছেলে মোমিন সরকার দশম শ্রেণির শিক্ষার্থী।

মন্তব্য

ঈদের দিন কুমিল্লায় পৃথক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

কুমিল্লা (উত্তর) প্রতিনিধি
কুমিল্লা (উত্তর) প্রতিনিধি
শেয়ার
ঈদের দিন কুমিল্লায় পৃথক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

সোমবার (৩১ মার্চ) ঈদের দিন রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর দক্ষিণ উপজেলা লালবাগ এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় সিয়াম নামে ২০ বছরের এক যুবক এবং সকালে চান্দিনা এলাকার কাঠের পুলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সাইফুল ইসলাম নামে ৩৫ বছর বয়সী ওপর এক যুবক মারা যান।

মিয়াবাজার হাইওয়ে ক্রসিং থানা ও ময়নামতি হাইওয়ে ক্রসিং থানা পুলিশ মরদেহ এবং দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলগুলো উদ্ধার করেন।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, সদর দক্ষিণ এলাকায় নিহত সিয়াম মুরাদনগর উপজেলার মিজানুর রহমানের সন্তান এবং সাইফুল ইসলাম ভোলা জেলার চরফ্যাশনের উত্তর চর মাদ্রাজের আবেদ আলীর সন্তান।

 

মিয়াবাজার হাইওয়ে ক্রসিং থানার ওসি শাহাবুদ্দিন জানান, সোমবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর দক্ষিণ এলাকার লালবাগ রাস্তার মাথায় একটি দ্রুতগামী অজ্ঞাত গাড়ি সিয়ামের মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময়ে সিয়ামের মোটরসাইকেলে থাকা আরোহী বেঁচে গেলেও ঘটনাস্থলে প্রাণ হারান সিয়াম। খবর পেয়ে হাইওয়ে পুলিশ সিয়ামকে উদ্ধার করে এবং তার মরদহ চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
  
তিনি আরো বলেন, সিয়ামের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।

আইনানুগ প্রক্রিয়া শেষ করে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
 
এদিকে ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ওসি ইকবাল বাহার জানান, ঈদের দিন সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার কাঠেরপুল এলাকায় একটি দ্রুতগামী মোটরসাইকেল সামনে থাকা ট্রাকের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। এ সময়ে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক সাইফুল ইসলাম নিহত হন। তার পরিবারের সদস্যদেরকে খবর দেওয়া হয়েছে।

ওসি ইকবাল বাহার বলেন, মোটরসাইকেলটি দ্রুতগামী ছিল যে কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

মন্তব্য

‘দেশের মানুষ এখন ভোট চায়’

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
শেয়ার
‘দেশের মানুষ এখন ভোট চায়’
ছবি: কালের কণ্ঠ

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক সাবেক সাংসদ আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন, অস্বাভাবিক অবস্থার মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। দেশের মানুষ এখন ভোট চায়। আমরা জনগণের মাঝে গিয়ে এই অভাবটা বুঝতে পেরেছি। নির্বাচন বিলম্ব হলে দেশ অনেক পিছিয়ে যাবে।

আমি কাজের মাধ্যমে বেঁচে থাকতে চাই।

সোমবার (৩১ মার্চ) সন্ধ্যায় মির্জাপুর প্রেস ক্লাব মিলনায়তনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মির্জাপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল মোহসীন শিপনের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, জেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কাদের শিকদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মহসীন, প্রেস ক্লাবের সহসভাপতি জহিরুল ইসলাম শেলী, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সাবেক সভাপতি নিরঞ্জন পাল, শামছুল ইসলাম সহিদ, সাবেক সাধারণ সম্পাদক মো. এরশাদ মিঞা প্রমুখ বক্তৃতা করেন। 

মন্তব্য

সর্বশেষ সংবাদ