মীর মোশারফ হোসেন উঁচু মাচায় গড়ে তুলেছেন চীনের পেকিন জাতের হাঁসের খামার। ছবি : কালের কণ্ঠ
কুড়িগ্রামে দিন দিন চীনের বেইজিং বা পেকিন জাতের হাঁস পালন জনপ্রিয় হয়ে উঠছে। মাংস উৎপাদনের পাশাপাশি গ্রামীণ বেকার অনেকের ভাগ্য বদলে দিচ্ছে এই পেকিন হাঁস। সৃষ্টি হয়েছে নারী-পুরুষের নতুন কর্মসংস্থান।
জেলা প্রাণীসম্পদ বিভাগ সূত্রে জানা যায়, কুড়িগ্রামের ৯টি উপজেলায় প্রায় ছয় হাজার হাঁসের খামার রয়েছে।
এরমধ্যে ছয় শতাধিক খামারি পেকিন জাতের হাঁস পালন করছেন।
২৫-৩০ জন নারী শ্রমিক কাজ করছেন খামারটিতে। ছবি : কালের কণ্ঠ
রাজারহাট উপজেলার টগরাইহাট মাধাই গ্রামের মীর মোশারফ হোসেন পেশায় একজন খামারি। আধুনিক পদ্ধতি অনুসরণ করে উঁচু মাচায় গড়ে তুলেছেন চীনের পেকিন জাতের হাঁসের খামার।
এই জাতের হাঁস মূলত মাংস উৎপাদনের জন্য পালন করা হয়। পেকিন হাঁস দেখতে আকর্ষণীয় এবং অত্যন্ত দ্রুত বর্ধনশীল। সঠিক পরিচর্যা এবং সুষম খাবারের মাধ্যমে মাত্র ৩০ থেকে ৪৫ দিনের মধ্যেই প্রতিটি হাঁস গড়ে তিন থেকে চার কেজি ওজনের হয়। বর্তমানে তার খামারে রয়েছে এক হাজার পেকিন হাঁস।
আরো পড়ুন
সিম কার্ডের এক কোনা কাটা থাকে কেন
দেশজুড়ে এই হাঁসের চাহিদা থাকায় অনলাইনের মাধ্যমে ঢাকা, কুমিল্লা, বগুড়া, সিরাজগঞ্জসহ বিভিন্ন প্রান্তে বাজারজাত করছেন। দ্রুত বর্ধনশীল হাঁস পালন করে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ায় এই হাঁস পালনে অনেকেই আগ্রহী হয়ে উঠেছেন। নিজের ভাগ্যের পরিবর্তনের সঙ্গে এলাকার অর্ধশতাধিক বেকার নারী-পুরুষের কর্মসংস্থানের সৃষ্টি করেছেন তিনি।
মোশাররফ হোসেন বলেন, ‘ব্যাংক লোন নিয়ে ২০২২ সালে ১০ হাজার ব্রয়লার মুরগি পালন শুরু করি। এরমধ্যে বার্ড ফ্লু রোগে আক্রান্ত হয়ে সব মুরগি মারা যায়।
খামারের ব্যবসায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে ক্ষোভে খামারটি বন্ধ ফেলি। পরে বেসরকারি সংস্থা আরডিআরএস বাংলাদেশের পেকিন হাঁসের একটি সাইনবোর্ড দেখে আবারও উদ্বুদ্ধ হই। এরপর ওই সংস্থার সহায়তায় পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের অর্থায়নে ১০০ হাঁস দিয়ে শুরু করি আবারও খামারের ব্যবসা। এখন আলহামদুল্লিাহ ব্যবসায় অনেক লাভ হয়।’
মোশারফের খামারে কাজ করা নারী শ্রমিক রহিমা বেগম, মোসলেমা খাতুন, খাদিজা বেগম বলেন, সাংসারিক কাজের ফাঁকে গ্রামের ২৫-৩০ জন নারী শ্রমিক খামারে কাজ করছি। প্রতি সপ্তাহে ২-৩ দিন করে কাজ করা যায়। খামারে দিন মজুরি হিসেবে ৩০০ টাকা এবং চুক্তিভিত্তিক জবাইকৃত হাঁস প্রসেসিং করলে প্রতি পিস হাঁস ২৫-২৭ টাকা পাওয়া যায়।
রাজারহাট উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রহমত আলী বলেন, ‘দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়নে সরকারের পাশাপাশি স্থানীয় বেসরকারি বিভিন্ন উন্নয়ন সংস্থাও ভূমিকা রেখে চলেছে। খামারিদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে কারিগরি সহযোগিতা দিচ্ছে প্রাণিসম্পদ বিভাগ।’
জানখুর-দশলাল মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (২৯ মার্চ) গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের জানখুর পাড়ায় ৫০ পরিবারের মাঝে এসব ঈদসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় ফাউন্ডেশনের সভাপতি নাজমুস সাকিব খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজিব সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাখাহার ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মিসেস মৌলুদা মন্ডল মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী আব্দুর রশিদ ।
এ ছাড়া ফাউন্ডেশনের উপদেষ্টা ফরিদুল ইসলাম তারা মন্ডল, উপদেষ্টামণ্ডলীর সদস্য মাহবুবুর রহমান সাজু মন্ডল ও মফিদুল ইসলাম পারভেজ মন্ডল উপস্থিত ছিলেন।
ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি গোলাপ মন্ডল, সহ-সভাপতি মাসুম পারভেজ সরকার, সহ-সভাপতি মেহেরুল ইসলাম, সহ-সভাপতি আবদুল্লাহ আল মামুন, সহ-সভাপতি রিমন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক আরশাদ রহমান শাকিল, যুগ্ম সাধারণ সম্পাদক আমানুর রহমান আমান, যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন সাগর, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রাব্বি।
সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক আলম সরকার, সহ-সাংগঠনিক সম্পাদক মোজাইদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক শহিদ হাসান, অর্থ বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, সহ অর্থ বিষয়ক সম্পাদক শাফিউল ইসলামসহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
চুরি-ছিনতাই অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান বলেন, ঈদে ঘরমুখো মানুষ যাতে নিরাপদে বাড়ি ফিরতে পারে সেই জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ বিভিন্ন এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে র্যাব।
শনিবার (২৯ মার্চ) দিবাগত রাত ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাদ্দাম মার্কেট এলাকায় চেকপোস্ট ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি কার্যক্রম পর্যবেক্ষণ শেষে এসব তথ্য জানান তিনি।
আরো পড়ুন
জয়পুরহাটে বিএনপি নেতাদের বিরুদ্ধে ইফতার মাহফিল পণ্ডের অভিযোগ
তিনি বলেন, পুরো রমজান মাস জুড়েই র্যাব তৎপর ছিল, এই কার্যক্রম ও চেকপোস্ট ঈদ পরবর্তী সময়ে অব্যাহত থাকবে। বিশেষ করে ঈদের পর বিনোদন কেন্দ্রগুলোতে নারী ও শিশুদের একটা ভিড় থাকে সেই সময়ও যেন অপরাধীরা কোনো অপরাধ তৎপরতা পরিচালনা করতে না পারে, প্রতিটি বিনোদন কেন্দ্রে সজাগ দৃষ্টি রাখছে র্যাব।
র্যাব মহাপরিচালক বলেন, ঈদসহ যেকোনো উৎসবে এলেই অপরাধীরা তৎপর হয়ে ওঠে। অপরাধ তৎপরতা রোধে এলিট ফোর্স র্যাব সবসময়ই কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় র্যাব ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়ক দেশের বিভিন্ন জায়গায় সড়ক মহাসড়কে টহল ও চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম করে আসছে।
র্যাব মহাপরিচালক আরো বলেন, পুরো রমজান মাসজুড়ে অনেক অপরাধীকে র্যাব আইনের আওতায় নিয়ে এসেছে।
যে কারণে এবার ঈদ মৌসুমে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কসহ তেমন ছিনতাই চুরি ডাকাতির ঘটনা ঘটেনি। ঈদের আগে এবং পরে একইভাবে র্যাব ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও ঢাকা সিলেট মহাসড়কসহ সব জায়গায় তাদেরই তল্লাশি কার্যক্রম অব্যাহত রাখবে।
আরো পড়ুন
কুমিল্লায় ছাত্র-জনতার ওপর গুলির অভিযোগে গ্রেপ্তার ২
এ সময় র্যাব ১১-এর অধিনায়ক (সিও) লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জয়পুরহাটে বিএনপি নেতাদের বিরুদ্ধে ইফতার মাহফিল পণ্ডের অভিযোগ
জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাট প্রতিনিধি
শেয়ার
ছবি: কালের কণ্ঠ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা চেয়ারম্যান সাবেকুন নাহার শিখার আয়োজিত ইফতার মাহফিল পণ্ড করার অভিযোগে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। শনিবার (২৯ মার্চ) পাঁচবিবি পৌর শহরের দানেজপুর মহল্লার সোহেল রানা বাদী হয়ে এই মামলা করেন।
আসামিরা হলেন পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি মো. ডালিম হোসেন (৫৫), জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন (৩৭) ও পাঁচবিবি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল আপেলকে (৩৬) আসামি করা হয়। এ ছাড়া ১৫০-২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
আরো পড়ুন
সুনামগঞ্জে নৌকা ডুবে ৫ জনের মৃত্যু
শিখা বলেন, ‘আমার সংগঠন ‘শিখা ট্রাস্ট ফাউন্ডেশনের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে শনিবার খুব বড় পরিসরে একটি ইফতার মাহফিলের আয়োজন করতে চেয়েছিলাম। শুক্রবার দানেজপুর ডিগ্রি কলেজ মাঠে ডেকোরেশন করে রান্নার আয়োজন চলছিল। রাত সাড়ে ১০টার দিকে ডালিমের নেতৃত্বে শামীম, উপজেলা ছাত্রদলের ফয়সালসহ বিপুল সংখ্যক লোকজন অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে দেখভালের দায়িত্বে থাকা ফারুক হোসেনকে মারধর করেন। পরে ডেকোরেটরের জিনিসপত্র ভাঙচুর করে তাতে আগুন ধরে দেন তারা।
তিনি আরো বলেন, এ সময় পাঁচটি গরু, একটি জবাই করা গরুর মাংস, তেল ও মসলা লুট করে নিয়ে যায় হামলাকারীরা। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
ডালিম হোসেন বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনে পাঁচবিবির নিহত ছাত্র বিশাল হত্যা মামলার আসামি শিখা গোপনে ইফতার পার্টি করতে চেয়েছিলেন। এটি জানার পর বিক্ষুব্ধ লোকজন মিছিল নিয়ে শুক্রবার রাতে ইফতার মাহফিলের আয়োজন পণ্ড করে দিয়েছে।
এ সময় আমি ছিলাম না। তারপরও আমাকেসহ বিএনপির নেতাদের আসামি করা হয়েছে।'
আরো পড়ুন
কুমিল্লায় ছাত্র-জনতার ওপর গুলির অভিযোগে গ্রেপ্তার ২
শামীম বলেন, শিখা বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাসহ দুটি মামলার আসামি। তিনি গোপনে ইফতার মাহফিলের মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীদের পুনর্বাসন করছিলেন।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম বলেন, এ ঘটনায় বিএনপির তিন নেতাসহ অজ্ঞাত ১৫০-২০০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
কুমিল্লায় ছাত্র-জনতার ওপর গুলির অভিযোগে গ্রেপ্তার ২
জেলা প্রতিনিধি, কুমিল্লা
জেলা প্রতিনিধি, কুমিল্লা
শেয়ার
সংগৃহীত ছবি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণের অভিযোগে দুই যুবককে আটক করেছে যৌথ বাহিনী। শনিবার (২৯ মার্চ) কুমিল্লা সদর উপজেলার টিপরা বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন কুমিল্লা আদর্শ সদর উপজেলার আলেখারচর এলাকার মাছুম বিল্লাহর ছেলে সাইদুল বাশার অমিক (২৩) এবং বুড়িচং উপজেলার ফরিজপুর গ্রামের মৃত সার্জেন্ট (অব.) মীর ইউনুসের ছেলে মীর সাজ্জাদ (২১)।
আরো পড়ুন
বুড়িচংয়ে ১৪ দোকান পুড়ে ছাই, নিঃস্ব ব্যবসায়ীরা
কুমিল্লা কোতোয়ালি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টিপরা বাজার এলাকায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়।
তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণের অভিযোগ রয়েছে।
তিনি আরো জানান, তাদের বিরুদ্ধে দুটি অস্ত্র মামলাসহ মোট চারটি মামলা রয়েছে।