ঢাকা, রবিবার ৩০ মার্চ ২০২৫
১৬ চৈত্র ১৪৩১, ২৯ রমজান ১৪৪৬

ঢাকা, রবিবার ৩০ মার্চ ২০২৫
১৬ চৈত্র ১৪৩১, ২৯ রমজান ১৪৪৬

দৌড় প্রতি‌যোগিতায় চ্যাম্পিয়ন কু‌ড়িগ্রা‌মের সুবর্ণা

আঞ্চ‌লিক প্রতি‌নি‌ধি, কু‌ড়িগ্রাম
আঞ্চ‌লিক প্রতি‌নি‌ধি, কু‌ড়িগ্রাম
শেয়ার
দৌড় প্রতি‌যোগিতায় চ্যাম্পিয়ন কু‌ড়িগ্রা‌মের সুবর্ণা
বাবা-মায়ের সঙ্গে সুবর্ণা খাতুন। ছবি : কালের কণ্ঠ

ব্রহ্মপুত্র ন‌দের তী‌রে গ‌ড়ে ওঠা এক‌টি বিদ্যাল‌য়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সুবর্ণা খাতুন। দরিদ্র প‌রিবা‌রে জন্ম নেওয়া এই শিক্ষার্থী পড়া‌লেখার পাশাপা‌শি ক্রীড়া‌ক্ষে‌ত্রেও চমক দে‌খি‌য়ে‌ছে। ৫৩তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতি‌যোগিতায় দীর্ঘ লাফ ও ৪০০ মিটার রিলে দৌড় প্রতিযোগিতায় জাতীয় পর্যা‌য়ে প্রথম স্থান অ‌ধিকার ক‌রে‌ছে।

গতকাল বৃহস্প‌তিবার (২৭ ফেব্রুয়া‌রি) এলাকায় মি‌ষ্টি বিতরণ ও আনন্দ শোভাযাত্রা ক‌রে‌ছে সুবর্ণার সহপাঠীরা।

সুবর্ণার বা‌ড়ি কু‌ড়িগ্রা‌মের চিলমারী উপ‌জেলার রা‌ণীগঞ্জ ইউনিয়‌নের ফ‌কি‌রেরহাট বাজার এলাকায়। সে ফ‌কি‌রেরহাট উচ্চ বিদ্যাল‌য়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। দরিদ্র প‌রিবা‌রে জন্ম নেওয়া সুবর্ণা আক্তারের বাবা বাচ্চা মিয়া একজন ভ‌্যানচালক ও মা রুপা‌লি বেগম গৃ‌হিণী। তিন বো‌নের ম‌ধ্যে সবার ছোট সে।

সুবর্ণা জানায়, আমি খেলাধুলা অ‌নেক পছন্দ ক‌রি। আমা‌দের স্কু‌লে খেলাধুলার প্রতি‌যোগিতা হ‌লে আমি অংশগ্রহণ ক‌রি। এবা‌রও শীতকালীন ক্রীড়া প্রতি‌যোগিতায় অংশ নিই। উপ‌জেলা, জেলা ও‌ বিভাগ পর্যা‌য়ে খে‌লে জাতীয় পর্যায়ে গে‌ছি।

সেখা‌নেও আমি দীর্ঘ লাফ (লং জাম্প) ও ৪০০ মিটার রিলে দৌড়ে প্রথম হ‌য়ে‌ছি। অ‌নেক ভা‌লো লাগ‌ছে, সরকা‌রিভা‌বে সহায়তা পে‌লে শুধু জাতীয় পর্যায় না আন্তর্জা‌তিকভা‌বে খেলে দা‌রিদ্র্যপী‌ড়িত জেলা কু‌ড়িগ্রাম তথা বাংলা‌দে‌শের সুনাম ছড়িয়ে দিতে চাই।

সুবর্ণার বাবা বাচ্চা মিয়া ব‌লেন, আমরা নদীভাঙা মানুষ। পড়া‌লেখা বু‌ঝি না। কিন্তু ছাওয়াটা পড়া‌লেখার পাশাপা‌শি খেলাধুলা‌তেও ভা‌লো।

স্কু‌লের শিক্ষকরা তা‌কে নি‌য়ে জাতীয় পর্যায়ে খে‌লে না‌কি প্রথম হ‌য়ে‌ছে। খুব খু‌শি হইছি, কী যে ভালো লাগ‌ছে।

ফ‌কি‌রেরহাট উচ্চ বিদ্যাল‌য়ের শারী‌রিক শিক্ষক শ‌ফিয়ল এলেম ব‌লেন, প্রতিবছর শীতকালীন ও গ্রীষ্মকালীন খেলাধুলায় আমা‌দের স্কু‌লের শিক্ষার্থীরা উপ‌জেলা ও জেলা পর্যায় ব্যাপক পুরস্কর অর্জন ক‌রে। এবা‌রে দুজন শিক্ষার্থী সুবর্ণা আক্তার ও ইয়া‌মিন সা‌রিকা স‌ম্মিত জাতীয় পর্যা‌য়ে অংশ নেয়। গত ২৪ ফেব্রুয়া‌রি জাতীয় পর্যা‌য়ে সুবর্ণা লং জাম্প ও রি‌লে দৌঁড়ে প্রথম স্থান অ‌ধিকার ক‌রে এবং দশম শ্রেণির শিক্ষার্থী ইয়া‌মিন সা‌রিকা স‌ম্মিত চাক‌তি নি‌ক্ষেপে চতুর্থ হয়।

ফ‌কি‌রেরহাট উচ্চ বিদ্যাল‌য়ের প্রধান শিক্ষক রুহুল আমিন ব‌লেন, আমা‌দের স্কুল‌টির সুনাম র‌য়ে‌ছে। ‌চিলমারী উপ‌জেলায় এটি শ্রেষ্ঠ প্রতিষ্ঠান এবং গত আট বছর ধ‌রে আমি উপ‌জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হি‌সে‌বে বি‌বে‌চিত হ‌য়ে‌ছি। সরকারি-বেসরকা‌রিভা‌বে বি‌ভিন্ন ক্রীড়া, সাংস্কৃ‌তিক অনুষ্ঠান ও বিতর্ক প্রতি‌যোগিতায় আমা‌দের স্কু‌লের শিক্ষার্থীরা অংশগ্রহণ ক‌রে। সেখা‌নে সফলতার স্বাক্ষর রা‌খে। সবচে‌য়ে এবার আমি বে‌শি খু‌শি হ‌য়ে‌ছি, আমা‌দের দুজন শিক্ষার্থী সবর্ণা এবং স‌ম্মিত জাতীয় পর্যা‌য়ে অংশগ্রহণ ক‌রে‌ছে। সবির্ণা দীর্ঘ জা‌ম্প ও ৪০০ মিটার দৌড়ে দেশসেরা হ‌য়ে‌ছে। স‌ম্মিত ও সেখা‌নে অংশগ্রহণ ক‌রে‌ছিল। এই ধারাবা‌হিকতা অব্যাহত থাক‌বে, তারা আমা‌দের শিক্ষার্থীদর অনু‌প্রেরণা, শুধু জাতীয় পর্যায় নয়, তাদের‌কে যেন আমরা আন্তর্জা‌তিক পর্যা‌য়ের ক্রীড়া‌বিদ হি‌সে‌বে তৈ‌রি কর‌তে পা‌রি।

এ বিষ‌য়ে চিলমারী উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপ‌জেলা ক্রীড়া সংস্থার সভাপ‌তি সবুজ কুমার বসাক ব‌লেন, প্রত্যন্ত অঞ্চল থে‌কে ওই স্কু‌লের দুজন শিক্ষার্থী অংশগ্রহণ ক‌রে। এর ম‌ধ্যে সূবর্ণা দেশ‌সেরা হ‌য়ে‌ছে। যা অত্যন্ত খু‌শির খবর, আমরা তা‌দের‌কে অ‌ভিনন্দন জা‌নি‌য়ে‌ছি। সা‌র্বিক সহ‌যো‌গিতার পাশাপা‌শি আনুষ্ঠা‌নিভো‌বে উপ‌জেলা প্রশাস‌নের পক্ষ থে‌কে সংবর্ধনা দেওয়া হবে।

উল্লেখ্য, ৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি আয়োজিত এবারের আসরে সারা দেশকে চারটি অঞ্চলে (চাঁপা, বকুল, গোলাপ, পদ্ম) ভাগ করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের শারীরিক শিক্ষা বিভাগের আয়োজনে হকি, ক্রিকেট, বাস্কেটবল, ভলিবল, ব্যাডমিন্টন একক ও দ্বৈত, টেবিল টেনিস একক ও দ্বৈত, সাইক্লিং, অ্যাথলেটিকস ডিসিপ্লিনে চট্টগ্রা‌মে এ ক্রীড়া প্রতিযোগিতা অনু‌ষ্ঠিত হয়।
 

মন্তব্য

সম্পর্কিত খবর

পাবনায় শিশু ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার

পাবনা প্রতিনিধি
পাবনা প্রতিনিধি
শেয়ার
পাবনায় শিশু ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার
অভিযুক্ত গোলজার হোসেন। ছবি : কালের কণ্ঠ

পাবনার বেড়া পৌর এলাকার শেখপাড়া মহল্লার গোলজার হোসেন (৫০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে প্রতিবেশী ৭ বছর বয়সী এক শিশুকে টাকার লোভ দেখিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তের বাড়িঘর ভাংচুর ও আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।

জানা গেছে, গতকাল শনিবার (২৯ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত ব্যক্তি বেড়ার শেখ পাড়া মহল্লার মৃত সুলতান শেখের ছেলে।

এলাকাবাসী তাকে আটক করে বেড়া মডেল থানায় হস্তান্তর করেছেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরো পড়ুন
চট্টগ্রামে দুর্বৃত্তের গুলিতে ২ জন নিহত

চট্টগ্রামে দুর্বৃত্তের গুলিতে ২ জন নিহত

 

এলাকাবাসী সূত্রে জানা গেছে, শিশুটি ইফতারের আগ মুহূর্তে অভিযুক্তের বাড়ির পাশ দিয়ে বাড়ি ফিরছিল। এ সময় আশপাশে কোনো লোকজন না থাকায় শিশুটিকে ১০ টাকার লোভ দেখিয়ে তার বাড়ির একটি রুমে নিয়ে ধর্ষণ করে।

এ সময় তিনি শিশুটির শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেন। একপর্যায়ে শিশুটিকে পাশবিক নির্যাতন করেন। পরে শিশুটি রক্তাক্ত অবস্থায় বাড়ি গিয়ে তার মায়ের কাছে ঘটনা বললে পরিবারের লোকজন শিশুটিকে দ্রুত বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে  তার অবস্থার অবনতি হলে পাবনা সদর হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।

বেড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তাহমিনা সুলতানা নীলা বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আহত অবস্থায় শিশুটিকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক দেখতে পান শিশুটির যৌনাঙ্গ ও পায়ুপথ দিয়ে ধর্ষণের চেষ্টা করা হয়েছিল।

এতে প্রচুর রক্তক্ষরণ হওয়াতে উন্নত চিকিৎসার জন্য তাকে পাবনা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আরো পড়ুন
আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

 

বেড়া মডেল থানার ওসি মো. ওলিউর রহমান জানান, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এলাকাবাসীর সহায়তায় অভিযুক্ত গোলজার হোসেনকে আটক করা হয়। তবে পুলিশ পৌঁছনোর আগেই বিক্ষুব্ধ জনতা তার বাড়িঘর ভাংচুর ও আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এখন এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

অভিযুক্তকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের বিষয়টি স্বীকার করেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রাসঙ্গিক
মন্তব্য

খুলনায় সন্ত্রাসীদের আস্তানায় রাতভর অভিযান, অস্ত্রসহ গ্রেপ্তার ১১

খুলনা অফিস
খুলনা অফিস
শেয়ার
খুলনায় সন্ত্রাসীদের আস্তানায় রাতভর অভিযান, অস্ত্রসহ গ্রেপ্তার ১১
ছবি: কালের কণ্ঠ

খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন আরামবাগ এলাকায় সন্ত্রাসী আস্তানায় শনিবার রাতভর অভিযান চালিয়েছে পুলিশ ও যৌথবাহিনী। এ সময় আইন-শৃংখলা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গুলি বিনিময় হয়েছে। ঘটনার সময় আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী ও দুষ্কৃতকারীদের প্রায় ১৫ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। 

ঘটনাস্থল থেকে প্রাথমিকভাবে ১১ জনকে গ্রেপ্তারসহ বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও সাতটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

শনিবার (২৯ মার্চ) দিবাগত রাত ১২টা থেকে রবিবার (৩০ মার্চ) ভোররাত পর্যন্ত অভিযান পরিচালিত হয়। 

ঘটনাস্থল থেকে কেএমপির সোনাডাঙ্গা জোনের সহকারী পুলিশ কমিশনার আজম খান বলেন, নগরীর সোনাডাঙ্গার আরামবাগ এলাকায় সন্ত্রাসীদের মিটিং হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে রাত ১২টার পর অভিযান শুরু হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলিবর্ষণ করে। পুলিশও সম্ভাব্য বাড়িকে টার্গেট পুরো এলাকা ঘিরে ফেলে পাল্টা গুলি ছোড়ে।

প্রায় আড়াই থেকে তিন ঘণ্টা অভিযান চলে। এক পর্যায়ে পার্শ্ববর্তী পুকুরে ঝাপিয়ে পড়েও আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীকে
লক্ষ্য করে গুলি করে সন্ত্রাসীরা। 

এতে কয়েকজন পুলিশ ও যৌথ বাহিনীর সদস্যরা আহত হন। আহতদের তাৎক্ষণিক খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও নৌবাহিনীর উপশম হাসপাতালে পাঠানো হয়।

ঘটনাস্থল থেকে ১১ জন সন্ত্রাসীকে আটক করা হয়। তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

এদিকে, ঠিক কি পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়েছে তা জানাতে পারেননি ওই পুলিশ কর্মকর্তা। তবে ঘটনাস্থল থেকে প্রাথমিকভাবে জানা গেছে, তিনটি পিস্তল, একটি একনলা শটগান, একটি কাটা বন্ধুক, একটি চাইনিজ কুড়াল, একটি চাপাতি, কয়েক রাউন্ড শটগানের গুলি এবং সাতটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

দুষ্কৃতকারীদের মধ্যে যাদেরকে পুলিশী প্রহরায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে তারা হলেন, নগরীর সদর থানাধীন মিস্ত্রিপাড়ার বাসিন্দা আব্দুল হান্নান শেখের ছেলে শেখ পলাশ (৩৩), বটিয়াঘাটা উপজেলার সুরখালী এলাকার আহমদ খার ছেলে মো. আরিফুল (২৭),
সোনাডাঙ্গা থানাধীন গোবরচাকা এলাকার সাত্তার মিয়ার ছেলে কালা লাভলু ওরফে রুবেল ইসলাম (৩৫), রূপসা উপজেলার বাগমারা এলাকার ইজাজ শেখের ছেলে ফজলে রাব্বি রাজন (২৬), সদর থানাধীন মুসলমানপাড়া ক্রস রোডের বাসিন্দা মৃত. শরীফ মো. আলমগীর হোসেনের ছেলে মোহাম্মদ লিয়ন শরীফ (৩৩), সদর থানাধীন বাগমারা মেইন রোডের বাসিন্দা মাসুদ আলম জয়নালের ছেলে ইমরানুজ্জামান (৩৩), নিরালা পার্শ্ববর্তী মো. আলমগীর হোসেনের ছেলে ইমরান (৩৫), সোনাডাঙ্গা থানাধীন পশ্চিম বানিয়াখামার এলাকার বাসিন্দা আ. রাজ্জাকের ছেলে রিপন (৩৮), বানরগাতী এলাকার বাসিন্দা মো. আব্দুর রহমান গাজীর ছেলে সৈকত রহমান (২৭), একই এলাকার আশরাফ আলী সরদারের ছেলে মহিদুল ইসলাম (৩৫) ও মো. রমিজুল হাওলাদারের ছেলে গোলাম রব্বানী (২৬)।


 

প্রাসঙ্গিক
মন্তব্য

চট্টগ্রামে দুর্বৃত্তের গুলিতে ২ জন নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
শেয়ার
চট্টগ্রামে দুর্বৃত্তের গুলিতে ২ জন নিহত

চট্টগ্রামের বাকলিয়ার এক্সেসেস রোডে দুর্বৃত্তের গুলিতে দুইজন নিহত হয়েছেন। শনিবার দিনগত রাত ২টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এতে একজন গুলিবিদ্ধ হয়েছেন। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

নিহতরা হলেন-  মনির ও মো. আবদুল্লাহ। আহত ব্যক্তির নাম জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ২টা ২০ মিনিটের দিকে নতুন ব্রিজ এলাকা থেকে একটি প্রাইভেট কার আসে। অপরদিকে বাকলিয়া থেকে মোটরসাইকেলযোগে আরেক পক্ষ এসে প্রাইভেট কারকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

এ সময় প্রাইভেট কার থেকেও পাল্টা গুলি ছোড়া হয়।
 
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) শাকিলা সোলতানা কালের কণ্ঠকে বলেন, রবিবার রাতে বাকলিয়া এক্সেসেস রোড সংলগ্ন এলাকায় দুর্বৃত্তের গুলিতে দুইজন আহত হন। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গুলিবিদ্ধ একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 

তিনি বলেন, কারা কেন গুলি করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। অপরাধীদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে।
 

প্রাসঙ্গিক
মন্তব্য

জানখুর-দশলাল মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ঈদসামগ্রী বিতরণ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
জানখুর-দশলাল মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ঈদসামগ্রী বিতরণ
সংগৃহীত ছবি

জানখুর-দশলাল মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (২৯ মার্চ) গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের জানখুর পাড়ায় ৫০ পরিবারের মাঝে এসব ঈদসামগ্রী বিতরণ করা হয়।

এ সময় ফাউন্ডেশনের সভাপতি নাজমুস সাকিব খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজিব সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাখাহার ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মিসেস মৌলুদা মন্ডল মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী আব্দুর রশিদ ।

এ ছাড়া ফাউন্ডেশনের উপদেষ্টা ফরিদুল ইসলাম তারা মন্ডল, উপদেষ্টামণ্ডলীর সদস্য মাহবুবুর রহমান সাজু মন্ডল ও মফিদুল ইসলাম পারভেজ মন্ডল উপস্থিত ছিলেন।

ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি গোলাপ মন্ডল, সহ-সভাপতি মাসুম পারভেজ সরকার, সহ-সভাপতি মেহেরুল ইসলাম, সহ-সভাপতি আবদুল্লাহ আল মামুন, সহ-সভাপতি রিমন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক আরশাদ রহমান শাকিল, যুগ্ম সাধারণ সম্পাদক আমানুর রহমান আমান, যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন সাগর, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রাব্বি।

সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক আলম সরকার, সহ-সাংগঠনিক সম্পাদক মোজাইদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক শহিদ হাসান, অর্থ বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, সহ অর্থ বিষয়ক সম্পাদক শাফিউল ইসলামসহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

মন্তব্য

সর্বশেষ সংবাদ