ঢাকা, সোমবার ০৭ এপ্রিল ২০২৫
২৩ চৈত্র ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৬

ঢাকা, সোমবার ০৭ এপ্রিল ২০২৫
২৩ চৈত্র ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৬

মোটরসাইকেল কিনে না দেওয়ায় তরুণের আত্মহনন

সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা প্রতিনিধি
শেয়ার
মোটরসাইকেল কিনে না দেওয়ায় তরুণের আত্মহনন
সংগৃহীত ছবি

সাতক্ষীরার কলারোয়ায় মোটরসাইকেল কিনে না দেওয়ায় মো. আবু সাঈদ (১৫) নামের এক তরুণ আত্মহত্যা করেছে। শনিবার ভোর রাতে উপজেলার জালালাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। 

মো. আবু সাঈদ পার্শ্ববর্তী আলায়পুর গ্রামের শিমুল গাজীর ছেলে ও ধানদিয়া ইউনিয়ন বহুমুখী ইন্সটিটিউট থেকে এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল।

নিহতের বাবা জানান, ছেলে আবু সাঈদ তার ফুফার বাড়ি জালালাবাদ ইউনিয়নের আহসাননগর গ্রামের মৃত বাশার সরদারের ছেলে কুদ্দুস হোসেনের (ফুফা) বাড়িতে থেকে লেখাপড়া করতো।

শুক্রবার দিবাগত রাত ১২ টার দিকে সে ঘুমিয়ে পড়ে। সকালে তার কোনো সাড়া না পেয়ে ফুফু দরজার পাশের ফাঁকা দিয়ে দেখতে পায় সাঈদ ঘরের আড়ার সঙ্গে ঝুলছে। 

তার ফুপার বাড়ির সদস্যরা জানান, আবু সাঈদ ফুপার বাড়িতে থেকে লেখাপড়া করত। বেশ কিছুদিন ধরে সাঈদ তার বাবার কাছে মোটরসাইকেল কেনার বায়না করে আসছিল।

কিন্তু মোটরসাইকেল কিনে না দেওয়ায় অভিমানে সে আত্মহত্যা করেছে।

কলারোয়া থানার ডিউটি অফিসার এসআই আ. রউফ জানান, লাশ ময়নাতদন্তের পর বিকালে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। 

মন্তব্য

সম্পর্কিত খবর

রাবনাবাদ নদীতীরের মাটি কেটে বাঁধ দিয়ে চলছে দখল

রফিকুল ইসলাম, বরিশাল
রফিকুল ইসলাম, বরিশাল
শেয়ার
রাবনাবাদ নদীতীরের মাটি কেটে বাঁধ দিয়ে চলছে দখল
ছবি: কালের কণ্ঠ

পটুয়াখালীর গলাচিপার মানুষের জীবন-জীবিকার সঙ্গে যেন মিশে রয়েছে রাবনাবাদ নদীটি। নদীটি উপজেলা শহরের পাশ দিয়ে বয়ে গিয়ে একপ্রান্ত পটুয়াখালীর সঙ্গে মিশেছে, অপর প্রান্ত বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে। সেই অনাদিকাল থেকে গলাচিপার মৎস্য বাণিজ্য আর কৃষি পণ্য পরিবহনের বেশিরভাগই রামনাবাদ দিয়েই হয়ে আসছে।

রাবনাবাদ তীরভূমির মাটি কেটে বাঁধ দিয়ে দখল চলছে।

আবার কেউ কেউ নদীর তীরে জেগে ওঠা নতুন চরের মাটি কেটে বাঁধ দিচ্ছেন। অনেকেই সেখানে চাষ করছেন তরমুজ। কেউ কেউ নির্মাণ সামগ্রী রেখে তীর দখল করে আছেন। এভাবে বেদখল হয়ে যাচ্ছে নদীর তীরভূমি।
ভূমি কার্যালয়ের কতিপয় কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে নদীর তীরভূমি দখল চলছে বলে অভিযোগ উঠেছে।

নদীর তীর ভরাট করে দখল করায় শীত মৌসুমে বড় নৌকাগুলো চলতে বাঁধাগ্রস্ত হচ্ছে। প্রাণ আর পরিবেশেরও ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। পরিবেশ কর্মীদের একটি প্রতিনিধি দল সম্প্রতি রাবনাবাদ নদী তীরভূমি দখলের স্থান সরেজমিন পরিদর্শন করে এমন মন্তব্য করেছেন।

তারা বলছেন, নদীর তীরভূমি দখল এভাবে দখল আইনসঙ্গত নয়।

আরো পড়ুন
ঈদের ছুটি শেষে চেনা রূপে রাজধানী

ঈদের ছুটি শেষে চেনা রূপে রাজধানী

 

সম্প্রতি পরিবেশকর্মীরা সরেজমিন গিয়ে দেখতে পান, গলাচিপা শহরের লঞ্চঘাট সংলগ্ন রাবনাবাদ নদীর তীরভূমি ঘেঁসে এক্সকেভেটর দিয়ে মাটি কেটে বাঁধ দেওয়া হয়েছে। এভাবে লঞ্চঘাট সংলগ্ন পূর্ব দিকে রাবনাবাদ নদীর তীরভূমি অধিকাংশ বেদখল হয়ে গেছে। সেখানে তরমুজ চাষ করা হয়েছে। প্রকাশ্যে নদীর তীরভূমির মাটি কেটে এভাবে নদীর চর দখল করলেও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের বাঁধা দেওয়া হয়নি।

 

চরের মাটি কেটে নদীর তীরভূমিতে বাঁধ দিয়ে তরমুজের আবাদ করেছেন সাঈদ তালুকদার। জানতে চাইলে তরমুজ চাষী সাঈদ জানান, গোলখালী ইউপি সদস্য তাসমিন আক্তার ঝুমুর তার স্ত্রী। উপজেলা প্রশাসন থেকে নদীতীরের তিন একর জমি এ বছর তার স্ত্রী বন্দোবস্ত নিয়ে তরমুজ চাষ করেছেন। তীরভূমির মাটি কেটে বাঁধ দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘বাঁধ না দিলে জোয়ারের পানিতে খেত নষ্ট হবে, এ কারণে বাঁধ দিয়েছি।’

আরো পড়ুন
ঈদের ছুটি শেষে খুলল সরকারি অফিস

ঈদের ছুটি শেষে খুলল সরকারি অফিস

 

নদীতীরের বাসিন্দারা জানান একসময়ের খরস্রোতা রাবনাবাদ নদীটি এখন অনেকটা শুকিয়ে যাচ্ছে। নদীতীর ভরাট হয়ে যাওয়ায় স্থানীয়রা এখন তীরভূমি ঘেঁষে বাঁধ দিয়ে তরমুজ চাষসহ নির্মাণ সামগ্রীর মালামাল রাখছেন। এতে করে নদীর স্বাভাবিক পানি প্রবাহ বাঁধাগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে নদী তীরে চর পড়ে ছোট হচ্ছে রাবনাবাদ নদী। 

উপজেলা ভূমি কার্যালয়ের সার্ভেয়ার হারুন-অর-রশিদ জানান, চলতি বছরের গত ৩ ফেব্রুয়ারি এক নোটিশে গলাচিপা খেয়াঘাট ও লঞ্চঘাট সংলগ্ন ১০৯ নম্বর জেএলভুক্ত বদরপুর মৌজার ১ নম্বর খাস খতিয়ানের জমির বিপরীতে খাস (রাজস্ব) আদায় সাপেক্ষে খাসজমি ব্যবহারের অনুমতি দেওয়া হয়।  তবে ভূমি কার্যালয় থেকে মো. আব্বাস হাওলাদার, দিপঙ্কর ও সোহেল শাহ কামাল গাজী, মো. বাহাদুর শাহ গংদের অনুকূলে প্রদানকৃত খাসজমি ব্যবহারের অনুমতিপত্র বাতিল করা হয়েছে। কিন্তু বন্দোবস্ত বাতিল করলেও নদীর তীরভূমির বাঁধ এখনো অপসারণ করা হয়নি। ইতিমধ্যে এই জমিতে আবাদ করা তরমুজ উঠে গেছে।

বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মো. রফিকুল আলম বলেন, ‘নদীতীর সীমানা (ফোরসোর) বিশেষ করে বন্দর এলাকায় বাইরে থাকাকে ৫ ফুট এবং ভেতরে থাকবে ৩০ ফুট। এ ছাড়াও উঁচু জোয়ারকালীন পানির সর্বশেষ যে সীমানা থাকবে তার পর থেকে ৫০ ফুটের মধ্যে কেউ প্রবেশ করলে তাকে অনুপ্রবেশকারী বলা হবে। ফোরসোর আইন অনুযায়ী এই সীমানার মধ্যে সরকার বন্দোবস্ত দিতে পারে না।’

বেলা’র বরিশাল বিভাগীয় সমন্বয়কারী লিংকন বায়েন বলেন, ‘প্রবাহমান নদী কিংবা খালের তীর ভূমি থেকে মাটি কেটে এভাবে বাঁধ নির্মাণ কেউ করতে পারে না। এটা আইনগতভাবে অবৈধ। বন্দোবস্তের মাধ্যমে নদী তীরভূমিতে কিছু বাঁধ দেওয়া হয়েছে। তবে পরবর্তীতে ভূমি কার্যালয় থেকে বাঁধের বিষয়টি নিশ্চিত হয়ে বেশ কিছু বন্দোবস্ত বাতিল করেছে। বাতিলকৃত ওই জমির এখন বাঁধ কেটে নদীর তীরভূমি পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে হবে।’

আরো পড়ুন
আরাফাত রহমানের শাশুড়ির মৃত্যুতে তারেক রহমানের শোক

আরাফাত রহমানের শাশুড়ির মৃত্যুতে তারেক রহমানের শোক

 

গলাচিপা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাছিম রেজা জানান, নদীর তীরভূমির মাটি কেটে বাঁধ দেওয়ার খবর তারা জানতেন না। তবে বিষয়টি জানার পর নদীর তীরভূমি থেকে মাটি কাটা বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ভূমি কর্মকর্তাদের বিষয়টি খোঁজ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। বাঁধ দেওয়ার ঘটনার সত্যতা পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, ‘কৃষি অর্থনীতি সচল রাখার স্বার্থে স্থানীয় কৃষকদের অস্থায়ীভাবে তরমুজ চাষের জন্য নদীচরের কিছু জমি লিজ দেওয়া হয়েছিল। তারা তরমুজ চাষের সুবিধার জন্য নদীর তীরে বাঁধ দিয়েছেন। তরমুজ ফলন সংগ্রহ শেষে ওই বাঁধ অপসারণের কথা। নদীতীরে বাঁধ দেওয়ার আইনগত অধিকার তাদের নেই। তাই বেশ কয়েকজনের লিজ বাতিল করা হয়েছে।’

মন্তব্য

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
শেয়ার
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের
ছবি : কালের কণ্ঠ

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর এশিয়া পাম্প এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় অরুণ কুমার মল্লিক (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

আজ রবিবার (৬ এপ্রিল) সকাল ৯টা ৫০ মিনিটে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর এশিয়া পাম্পর সামনে এ ঘটনা ঘটে। অরুণ কুমার টঙ্গীর বড় দেওড়া এলাকার যোগেন্দ্র কুমার মল্লিকের ছেলে।

আরো পড়ুন
ঈদের ছুটি শেষে খুলল সরকারি অফিস

ঈদের ছুটি শেষে খুলল সরকারি অফিস

 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাস্তা পারাপারের সময় একটি অজ্ঞাত গাড়ি অরুণকে ধাক্কা দিয়ে চলে যায়।

এতে তিনি রাস্তায় পড়ে গেলে স্থানীয়রা তাকে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় ঘাতক গাড়ি বা গাড়ির কাউকে এখনো আটক করতে পারেনি পুলিশ।

টঙ্গী পশ্চিম থানার ওসি ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, ‘এশিয়া পাম্প এলাকায় মহাসড়কে সড়ক দুর্ঘটনায় একজন মারা গেছেন।

দুর্ঘটনার পর গাড়িটি নিয়ে চালক পালিয়ে গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

মন্তব্য

বানারীপাড়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
শেয়ার
বানারীপাড়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ
অভিযুক্ত শোভন মিস্ত্রি। ছবি : সংগৃহীত

বরিশালের বানারীপাড়ায় নবম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে উপজেলার সদর ইউনিয়নের আলতা গ্রামের বাবুল মিস্ত্রির ছেলে শোভন মিস্ত্রির (২২) বিরুদ্ধে।

এ বিষয়ে ভুক্তভোগী ওই ছাত্রীর মা বাদী হয়ে শুক্রবার (৪ এপ্রিল) রাতে বানারীপাড়া থানায় শোভনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।

আরো পড়ুন
আরাফাত রহমানের শাশুড়ির মৃত্যুতে তারেক রহমানের শোক

আরাফাত রহমানের শাশুড়ির মৃত্যুতে তারেক রহমানের শোক

 

মামলা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুর ১২টার দিকে ওই ছাত্রীকে তার ভাড়াটিয়া বাসার সামনের পাকা রাস্তা থেকে বিয়ের প্রলোভন দেখিয়ে ঘুরতে যাওয়ার কথা বলে শোভন ইজিবাইকে তুলে তার বাড়িতে নিয়ে যায়। সেখানে তাকে নেশাজাতীয় দ্রব্য সেবন করিয়ে দুপুর ১২টার পর থেকে ৪ এপ্রিল (শুক্রবার) বিকেল ৩টার আগ পর্যন্ত ধর্ষণ করে।

পরে শুক্রবার বিকেল ৩টার দিকে ভুক্তভোগীকে তার বাসার সামনে ফেলে রেখে যায়।

মামলায় বাদী উল্লেখ করেন, শোভন স্কুলে যাওয়া-আসার পথে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করাসহ কুপ্রস্তাব দিত। বৃহস্পতিবার সকাল ৯টায় তিনি তার ছেলে ও মেয়েকে পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের ভাড়া বাসায় রেখে কর্মস্থলে যান। বিকেল ৩টার দিকে মেয়েকে মুঠোফোনে কল দিলে জানায়, সে এক বান্ধবীর বাসায় রয়েছে।

আরো পড়ুন
আশুলিয়ায় চলন্ত বাসে আগুন

আশুলিয়ায় চলন্ত বাসে আগুন

 

বানারীপাড়া থানার ওসি মো. মোস্তফা বলেন, ‘স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা নিয়ে ডাক্তারি পরীক্ষার জন্য ভুক্তভোগীকে বরিশাল শেবাচিম হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে। মামলার আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

মন্তব্য

সখীপুরে মোটরসাইকেলের বেপরোয়া গতিতে প্রাণ গেল তরুণের

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
শেয়ার
সখীপুরে মোটরসাইকেলের বেপরোয়া গতিতে প্রাণ গেল তরুণের
সংগৃহীত ছবি

টাঙ্গাইলের সখীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় বাবুল আহমেদ (১৮) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা-সখীপুর আঞ্চলিক মহাসড়কের দেওদীঘি বাজারে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত জামালপুরের ইসলামপুর উপজেলার দক্ষিণ দরিয়াবাদ এলাকার মন্তাজ শেখের ছেলে। তিনি টিকটকার ছিলেন।

সখীপুরে অপর টিকটকার বন্ধু রবিউলের বাড়িতে বেড়াতে এসেছিলেন তিনি।

আরো পড়ুন
মুসলমানের জীবনযাপনে শালীনতা

মুসলমানের জীবনযাপনে শালীনতা

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, অনলাইনে টিকটক ভিডিও করার সুবাদে সখীপুরের রবিউল নামের এক যুবকের সঙ্গে বাবুলের বন্ধুত্ব হয়। গতকাল শনিবার বাবুল ইসলামপুর থেকে সখীপুরে ঘুরতে আসেন। তারা কয়েকজন বন্ধু মিলে পাঁচটি মোটরসাইকেল নিয়ে উপজেলার হাতীবান্ধা তালিম ঘরে বেড়াতে যান।

সেখান থেকে সন্ধ্যায় তারা বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে সখীপুরে ফিরছিলেন।

পরে দেওদীঘি বাজারে এলে বাবুলের মোটরসাইকেলটি প্রথমে একজন পথচারীকে ও পরে ব্যাটারিচালিত অটোরিকশায় ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন বাবুল। এ ঘটনায় পথচারী ও এক অটোরিকশাযাত্রী গুরুতর আহত হন।

তাদের টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরো পড়ুন
টেলি সামাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

টেলি সামাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

 

থানার ওসি মো. জাকির হোসেন বলেন, ‘নিহতের মরদেহ থানা হেফাজতে রাখা হয়েছে। তার পরিবারকে খবর পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’

মন্তব্য

সর্বশেষ সংবাদ