চট্টগ্রাম বন্দরে গার্মেন্টসকর্মী চাঁদনী খাতুনকে (২২) খুনের অভিযোগে সবুজ খন্দকার (২৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৬ এপ্রিল) ধুমপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে শনিবার বিকেলে প্রকাশ্যে দিবালোকে কর্মস্থল থেকে ফেরার পথে চাঁদনীকে ছুরিকাঘাত করে পালিয়ে যান সবুজ। ভুক্তভোগীর গলা, মাথা, ডান হাতের কব্জিরসহ বিভিন্ন জায়গায় ছুরিকাঘাত করেন তিনি।
স্থানীয়রা চাঁদনীকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত বলে ঘোষণা করেন।
আরো পড়ুন
স্ত্রীর ‘ডিভোর্স’, অভিনেতা স্বামী বললেন ‘মজা করেছে, আমরা একসঙ্গেই আছি’
তারা আরো জানায়, চাঁদনীর সঙ্গে সবুজের দাম্পত্য জীবনে কলহ চলছিল। এই কারণে চাঁদনী সিদ্ধান্ত নেন, সবুজের সঙ্গে আর সংসার করবেন না। তাই তিনি সবুজের বাসা ছেড়ে মামার বাসায় উঠেন।
চাঁদনী মামার বাসা থেকেই গার্মেন্টেসে কাজে যেতেন।
চট্টগ্রামের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান কালের কণ্ঠকে বলেন, ‘ঘটনার পরপরই বন্দর থানার একাধিক চৌকস টিম হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে মাঠে নামে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি ঘটনাস্থল থেকে জব্দ করে তারা।
তিনি আরো জানান, এই ঘটনায় রবিবার ভোরের দিকে বন্দর থানার ধুমপাড়া এলাকা থেকে সবুজকে গ্রেপ্তার করা হয়।
এই ঘটনায় সবুজকে একমাত্র আসামি করে মামলা করা হয়েছে।’
আরো পড়ুন
পুরনো বন্ধুত্ব ভাঙা কখন ইতিবাচক? কখন আবার বন্ধুত্বে ফিরবেন
ওসি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুবজ খুনের ঘটনার সত্যতা স্বীকার করেন।