অবৈধ ঘেরের দখলে শীতলক্ষ্যা-বালু

  • রূপগঞ্জ
রাসেল আহমেদ, রূপগঞ্জ
রাসেল আহমেদ, রূপগঞ্জ
শেয়ার
অবৈধ ঘেরের দখলে শীতলক্ষ্যা-বালু
শীতলক্ষ্যার ইছাখালী এলাকায় মাছের ঘেরের কারণে নৌযান চলাচল ব্যাহত হচ্ছে। ছবি : কালের কণ্ঠ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা ও বালু নদে অবৈধভাবে মাছের ঘের করে শুকনা মৌসুমে নদ দখলের প্রতিযোগিতা চলছে। ঘেরের কারণে নৌযান চলাচলও ব্যাহত হচ্ছে। দখলদাররা বলছেন, উপজেলা ভূমি অফিস থেকে ইজারা নিয়েই তাঁরা ঘের করেছেন। কিন্তু উপজেলা ভূমি অফিসে নদী ইজারা দেওয়ার কোনো নথি নেই বলে জানায় কর্তৃপক্ষ।

স্থানীয় লোকজনের অভিযোগ, শীতলক্ষ্যা ও বালু নদের দুই তীরের রূপগঞ্জ অংশে ৩০০ ঘের ২০০ দখলদারের কবলে রয়েছে। এসব দখলদার এলাকার প্রভাবশালী ব্যক্তি। নদ-নদীর সীমানায় তাঁদের জায়গা-জমি না থাকলেও ক্ষমতার প্রভাবে তাঁরা নদ-নদীতে বাঁশ পুঁতে ঘের তৈরি করেন। একেকটি ঘের থেকে শুকনা মৌসুমে অন্তত দু-তিনবার মাছ ধরা হয়।

প্রতিবারে গড়ে প্রায় ৫০ হাজার টাকার মাছ বিক্রি হয়। একটি ঘেরে দুইবারে প্রায় এক লাখ টাকার মাছ বিক্রি করা হয়। সে হিসাবে ৩০০ ঘের থেকে বছরে প্রায় তিন কোটি টাকার মাছ বিক্রি করা হয়। ঘেরের পরিধি বাড়াতে বাড়াতে একসময় কৌশলে নদ-নদী ভরাট করে ফেলা হয়।
পরে নদ-নদীর আর কোনো চিহ্ন থাকে না। অভিযোগ রয়েছে, স্থানীয় প্রশাসন ও প্রভাবশালীদের ম্যানেজ করেই ছোঁপ ফেলার আয়োজন করা হয়।

জাল যার, জলা তার’—সরকারের এই উদার মৎস্য নীতি আইন লঙ্ঘন করে জেলে সম্প্রদায়ের লোকজনকে মাছ শিকারে বাধা দিচ্ছেন দখলদাররা। নদ-নদীর স্রোতমুখে ঘের দেওয়া, জাল পাতাসহ সব রকমের প্রতিবন্ধকতা তৈরি আইনত দণ্ডনীয় অপরাধ হলেও আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বছরের পর বছর ঘের তৈরি করে দখলের কাজটি করে যাচ্ছেন ওই প্রভাবশালীরা।

সরেজমিনে গিয়ে ঘুরে দেখা গেছে, শীতলক্ষ্যা নদীর তারাব থেকে দাউদপুরের খৈসাইর পর্যন্ত নদীর দুই তীরে প্রায় ২০০ ঘের।

আর বালু নদের ডেমরা থেকে তলনা পর্যন্ত দুই তীরে আরো ১০০ ঘের ফেলা হয়েছে। শীতলক্ষ্যা নদীর ইছাখালী এলাকার আধাকিলোমিটারের মধ্যেই রয়েছে ১৩টি ঘের। কথা হয় ইছাখালী এলাকার ঘেরের মালিক আবুল হোসেনের সঙ্গে। তিনি বলেন, আমার বাড়ি বরাবর, তাই ছোঁপ ফালাইছি। অনুমতি নিমু ক্যা আবার! বছরে দুইবার মাছ ধরবার পারি।

আরেক ঘের মালিক বদু মিয়া। তিনি বলেন, মৎস্য অফিস আর এলাকার নেতাগো টেকা আর মাছ দিই। গাঙে মাছ ধরমু, এইডার আবার অনুমতি লাগব ক্যান।

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, নদী দখল করে ঘের দেওয়ার কোনো বিধান নেই। কেউ যদি দিতে চায়, তাহলে অবশ্যই ভূমি অফিসের অনুমতি প্রয়োজন।  মৎস্য অফিস টাকা নেয়, এটা সঠিক নয়।

উপজেলা সহকারী কমিশনার ভূমি (এসি ল্যান্ড) তারিকুল আলম বলেন, মৎস্য কর্মকর্তাকে সঙ্গে নিয়ে বিষয়টি দেখব।

 

 

মন্তব্য

সম্পর্কিত খবর

আবহাওয়া পূর্বাভাস

শেয়ার
আবহাওয়া পূর্বাভাস

গতকালের তাপমাত্রা সর্বোচ্চ : ঢাকা ৩৭.৮ ডিগ্রি সে.। চট্টগ্রাম ৩২.৯ ডিগ্রি সে.। রাজশাহী ৩৮.৪ ডিগ্রি সে.। রংপুর ৩৩.৮ ডিগ্রি সে.।

খুলনা ৩৮.৪ ডিগ্রি সে.। বরিশাল ৩৬.৫ ডিগ্রি সে.। ময়মনসিংহ ৩৫.৬ ডিগ্রি সে.। সিলেট ৩৫.০ ডিগ্রি সে.

গতকালের তাপমাত্রা সর্বনিম্ন : ঢাকা ২৫.৪ ডিগ্রি সে.।

চট্টগ্রাম ২৫.০ ডিগ্রি সে.। রাজশাহী ১৯.৬ ডিগ্রি সে.। রংপুর ২৪.০ ডিগ্রি সে.। খুলনা ২৫.৫ ডিগ্রি সে.।
বরিশাল ২৫.৪ ডিগ্রি সে.। ময়মনসিংহ ২৩.০ ডিগ্রি সে.। সিলেট ২৪.৮ ডিগ্রি সে.

অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মৌলভীবাজার, রাঙামাটি, বরিশাল ও পটুয়াখালী জেলাসহ ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

সূত্র : আবহাওয়া অধিদপ্তর

মন্তব্য

চীন সফর শেষে ড. মুহাম্মদ ইউনূস দেশে ফেরেন

শেয়ার
চীন সফর শেষে ড. মুহাম্মদ ইউনূস দেশে ফেরেন
চীন সফর শেষে গত রাতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশে ফেরেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তোলা। ছবি : পিআইডি
মন্তব্য

নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে মাইন বিস্ফোরণে বাংলাদেশির পা বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
শেয়ার
নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে মাইন বিস্ফোরণে বাংলাদেশির পা বিচ্ছিন্ন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির সীমান্তে মায়ানমারের ভেতর স্থলমাইন বিস্ফোরণে মোহাম্মদ সালাম (৪২) নামে এক বাংলাদেশির পা বিচ্ছিন্নের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে চাকঢালা সীমান্তের ৪৪ নম্বর পিলারের শূন্য লাইনে পণ্য চোরাচালানের সময় ঘটনাটি ঘটে। আহত ব্যক্তি হচ্ছেন চাকঢালা সদর ইউনিয়নের চেরারমাঠ এলাকার মৃত আফজালের ছেলে মোহাম্মদ সালাম (৪২)। স্থানীয় লোকজন জানায়, দীর্ঘদিন ধরে মায়ানমার সীমান্তে বাংলাদেশের পণ্য পাচারকাজে জড়িত ছিলেন তিনি।

প্রতিদিনের মতো এদিন দুপুরে বাংলাদেশের চোরাই পণ্য নিয়ে মায়ানমার অভ্যন্তরে যান সালাম। ফেরার পথে চাকঢালা সীমান্তের ৪৪ নম্বর পিলারের শূন্য লাইনে আরাকান আর্মির পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে বাঁ পায়ের হাঁটুর নিচের অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে পাঠায়। সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, বিষয়টি তিনি শুনেছেন।
আহত সালামকে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মন্তব্য
সংক্ষিপ্ত

ড. ইউনূসকে ৫ বছরের জন্য প্রধানমন্ত্রী দেখতে চাই : সারজিস আলম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
ড. ইউনূসকে ৫ বছরের জন্য প্রধানমন্ত্রী দেখতে চাই : সারজিস আলম

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে পাঁচ বছরের জন্য প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। গতকাল শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান। ফেসবুক পোস্টে সারজিস আলম বলেন, প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের মতো একজন স্টেটসম্যানকে পাঁচ বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা আমার আজীবন থাকবে। সারজিস আরো বলেন, চীনের পিকিং বিশ্ববিদ্যালয় থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে আজ (শনিবার) সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়েছে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ