বিএনপি জনগণের শক্তিতে বলীয়ান : টুকু

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ প্রতিনিধি
শেয়ার
বিএনপি জনগণের শক্তিতে বলীয়ান : টুকু
ছবি : কালের কণ্ঠ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘জনগণের শক্তিই বড় শক্তি, বিএনপি জনগণের শক্তিতে বলীয়ান, কোনো ষড়যন্ত্র বিএনপিকে নিঃশেষ করতে পারেনি, আগামীতেও পারবে না।’
শনিবার (১৫ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ শহরের পৌর ভাসানী মিলনায়তনে জেলা বিএনপির সম্মেলন প্রস্ততি কমিটির আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন
অভিযোগ দিয়েও রেহাই পেল না স্কুলছাত্রী কুমকুম

অভিযোগ দিয়েও রেহাই পেল না স্কুলছাত্রী কুমকুম

 

ইকবাল হাসান মাহমুদ টুকু আরো বলেন, ‘ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন ১৭ বছর আন্দোলন-সংগ্রামে মিছিলে সামনে থাকা কর্মীকে আগে মূল্যায়ন করতে হবে, যারা ত্যাগ স্বীকার করেনি তাদের বিষয়ে পরে ভাবা হবে। ১৯৭১ সালের পর অনেকে যেমন ভুয়া মুক্তিযোদ্ধা সেজেছিল, ২৪-এর গণ-অভ্যুত্থানের পর তেমনি অনেক ভুয়া বিপ্লবধারী দেখা যাচ্ছে।

তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে।’ 

সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বলেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনার একটি মামলাও আদালতে তুলতে পারলেন না, সাত মাস হয়ে গেছে, কোনো সংস্কারই করতে পারলেন না, সংস্কার করা আপনাদের কাজ নয়, সংস্কার করা রাজনীতিবিদদের কাজ, সংস্কারের নামে কোনো টালবাহানা না করে তাড়াতাড়ি নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে সম্মানের সঙ্গে বিদায় নিন।’

আরো পড়ুন
জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠক, যা বললেন মির্জা ফখরুল

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠক, যা বললেন মির্জা ফখরুল

 

বিএনপি রাজশাহী বিভাগীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম খান আলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি রুমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান ও সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট প্রমুখ। সভায় জেলার ১৮টি সাংগঠনিক ইউনিটের বিএনপির প্রতিনিধিরা অংশ নেন।

মন্তব্য

সম্পর্কিত খবর

জুয়া খেলাকে কেন্দ্র করে হোটেল কর্মচারীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
শেয়ার
জুয়া খেলাকে কেন্দ্র করে হোটেল কর্মচারীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ
সংগৃহীত ছবি

জামালপুরের সরিষাবাড়ীতে জুয়া খেলাকে কেন্দ্র করে রাসেল মিয়া (৩৫) নামে এক হোটেল কর্মচারীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে।

আজ বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে সরিষাবাড়ী পৌরসভার আরামনগর বাজার (চা পট্টি) গণশৌচাগার সংলগ্ন দোকান থেকে তার হাত-পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

আরো পড়ুন
বিশ্ব চড়ুই পাখি দিবস আজ

বিশ্ব চড়ুই পাখি দিবস আজ

 

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, পৌরসভার আরামনগর বাজারের চা বিক্রেতা অহিদুল ইসলামের ছেলে রাসেল মিয়া। রাসেল তার বন্ধুদের পাল্লায় পড়ে জুয়া খেলায় আসক্ত হয়ে পড়েন।

এতে তিনি ঋণগ্রস্ত হয়ে পড়েন। জুয়া খেলার পাওনা টাকা টাকার জন্য কয়েকদিন আগে পাওনাদাররা তাকে টাকার জন্য চাপ দেন। এদিকে গতকাল বুধবার দুপুরে কয়েকজন তাকে বাড়ি থেকে ডেকে নেওয়ার পর আর বাড়ি ফিরে আসেননি।

আজ বৃহস্পতিবার সকালে আরামনগর বাজারের হাফিজুরের চায়ের দোকানে হাত-পা বাঁধা অবস্থায় ফাঁসিতে ঝোলানো মরদেহ দেখতে পান দোকানদার হাফিজুর।

পরে তার ডাক চিৎকারে আশপাশের লোকজন এসে পুলিশকে খবর দেয়। মোবাইলে জুয়া খেলার পাঁচ হাজার টাকা পাওনাকে কেন্দ্র করে রাসেলের বন্ধুরা এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সরিষাবাড়ী থানার ওসি চাঁদ মিয়া কালের কণ্ঠকে বলেন, ‘হাত-পা বাঁধা ঝুলন্ত অবস্থায় রাসেল মিয়ার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এ কর্মকর্তা।’

মন্তব্য

ট্রাক চাপায় প্রাণ হারালেন পটিয়ার পীর সাহেবের বড় ছেলে

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
শেয়ার
ট্রাক চাপায় প্রাণ হারালেন পটিয়ার পীর সাহেবের বড় ছেলে
সংগৃহীত ছবি

চট্টগ্রামের পটিয়ায় দ্রুতগতির মিনি ট্রাক চাপায় মাওলানা মুফতি হাফেজ আমিন মোজাদ্দেদী (৮৫) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ১০.৪৫ মিনিটে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া পৌরসদরের শাহচান্দ আউলিয়া মাজার গেইট এলাকায় এ দূর্ঘটনা ঘটে।  

নিহত মুফতি হাফেজ আমিন মোজাদ্দেদী পটিয়া পৌরসভার ৭ নং বাহুলী এলাকার পীর মরহুম মাওলানা মুছা মোজাদ্দেদীর (রঃ) বড় সন্তান। 

আরো পড়ুন

কারো ধর্মীয় বিশ্বাস ও সংস্কৃতি নিয়ে আর বিভাজন নয় : ফারুকী

কারো ধর্মীয় বিশ্বাস ও সংস্কৃতি নিয়ে আর বিভাজন নয় : ফারুকী

 

এদিকে, রাস্তা পার হওয়ার সময় ঘাতক ট্রাকটি চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।

নিহত আমিন মুজাদ্দেদী চন্দনাইশ উপজেলার পশ্চিম এলাহাবাদ সুন্নিয়া মাদ্রাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছিলেন। 

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মাওলানা মুফতি আমিন মুজাদ্দেদী মাজার গেইট এলাকায় একটি সেলুনে সেইভ করে সড়ক পার হচ্ছিলেন। এ সময় চন্দনাইশ অভিমুখী দ্রুতগতির একটি মিনি ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। এসময় স্থানীয়া তার মরদেহ উদ্ধার করে তার বাড়িতে নিয়ে যায়।

আরো পড়ুন

বিশ্ব চড়ুই পাখি দিবস আজ

বিশ্ব চড়ুই পাখি দিবস আজ

 

অন্যদিকে, মাওলানা মুফতি হাফেজ আমিন মুজাদ্দেদী নিহত হওয়ার খবর দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়। বিষয়টি পটিয়া থানা পুলিশের নজরে আসে। খবর পেয়ে নিহতের বাড়িতে যান পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূর ও সেকেন্ড অফিসার উপপরিদর্শক আসাদ। তারা সেখানে গিয়ে নিহতের স্বজনদের সঙ্গে কথা বলেন।

পরিবারের কোনো অভিযোগ না থাকায় তিনি যেহেতু একজন আলেম সেহেতু প্রশাসনিক ভাবে বিনা ময়নাতদন্তে সব ধরনের সহযোগীতার আশ্বাস দেন ওসি।

আরো পড়ুন

ঘুষ গ্রহণের মামলায় তারেক রহমানসহ সব আসামি খালাস

ঘুষ গ্রহণের মামলায় তারেক রহমানসহ সব আসামি খালাস

 

ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, 'তিনি পটিয়ার পীর সাহেব আল্লামা মুছা মুজাদ্দেদীর বড় সন্তান। তিনিও একজন আলেম। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় আমরা তার লাশ বিনা ময়নাতদন্তে দাফন করার জন্য আইনীভাবে সহযোগীতা করছি। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে।

পরবর্তীতে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহন করব।'

মন্তব্য

আরসার একমাত্র বাংলাদেশি সদস্য মনিরের বাড়ি ঈশ্বরগঞ্জের প্রত্যন্ত গ্রামে

আলম ফরাজী, ঈশ্বরগঞ্জের চরআলগী থেকে
আলম ফরাজী, ঈশ্বরগঞ্জের চরআলগী থেকে
শেয়ার
আরসার একমাত্র বাংলাদেশি সদস্য মনিরের বাড়ি ঈশ্বরগঞ্জের প্রত্যন্ত গ্রামে
ছবি: কালের কণ্ঠ, ইনসেটে মনির

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার প্রত্যন্ত চরাঞ্চল উচাখিলা ইউনিয়নের চরআলগী গ্রামের বাসিন্দা মনিরুজ্জামান (মনির)। গত মঙ্গলবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও ময়মনসিংহে অভিযান চালিয়ে র‌্যাব যে ১০ জন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সদস্যকে গ্রেপ্তার করেছে, তাদের মধ্যে একমাত্র বাংলাদেশি তিনি। মনিরের পরিবার ও প্রতিবেশীরা এই ঘটনায় হতবাক।

মনিরের বাড়ি চরআলগী গ্রামে একটি টিনশেড বাড়িতে।

বৃহস্পতিবার দুপুরে বাড়িতে গেলে দেখা যায়, পরিবারের সদস্যরা শোকে কাতর। মা চম্পা আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, মনির খুব সরল মনের ছেলে। হয়তো না বুঝে এই কাজে জড়িয়েছে। আমাদের সংসার খুব অভাবের।
সে হয়তো সঙ্গীদের ফাঁদে পড়েছে।

মনিরের বাবা মো. আতিকুল ইসলাম স্থানীয় একটি কওমি মাদ্রাসায় শিক্ষকতা করেন। তিনি বলেন, মনির মাদ্রাসায় পড়াশোনা করত। গত চার মাস আগে সে বলেছিল, মাদ্রাসায় চাকরি ছেড়ে নতুন চাকরি পেয়েছে।

কিন্তু কী চাকরি, তা বলেনি। এখন কীভাবে আরসার সঙ্গে জড়াল, তা বুঝতে পারছি না।

মনিরের ছোট ভাই মুত্তাকীন হাসান বলেন, ভাই মাঝেমধ্যে বাড়িতে আসতেন। রোজার আগে একবার এসেছিলেন। টঙ্গীতে মাদ্রাসায় চাকরি করতেন বলে জানতাম।

কয়েক মাস আগে বিদেশে যাওয়ার জন্য পাসপোর্ট করলেও স্বাস্থ্য পরীক্ষায় অসুস্থতা ধরা পড়ায় যাওয়া হয়নি।

প্রতিবেশী রতন মিয়া বলেন, মনির খুব শান্ত ও সরল প্রকৃতির ছিলেন। তিনি কারও সঙ্গে মিশতেন না। এই ঘটনা আমাদের জন্য অবিশ্বাস্য। তবে যদি সত্যিই তিনি কোনো ভুল কাজে জড়িয়ে থাকেন, তাহলে তাঁর বিচার হওয়া উচিত।

জানা গেছে, ময়মনসিংহ নগরের নতুন বাজার মোড়ের গার্ডেন সিটি ভবনে আরসা সদস্যরা যে ফ্ল্যাটে থাকতেন, সেটি মনিরের নামে ভাড়া নেওয়া হয়েছিল। সেখানে তাঁর জাতীয় পরিচয়পত্রের ফটোকপিও পাওয়া গেছে।

ময়মনসিংহ কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, মনিরসহ গ্রেপ্তারকৃত ১০ জন নারায়ণগঞ্জ কারাগারে আছেন। মামলার প্রয়োজনে তাদের আদালতে হাজির করা হবে।

ঈশ্বরগঞ্জ থানার ওসি ওবায়দুর রহমান বলেন, তদন্ত কর্মকর্তাদের চাহিদা অনুযায়ী আমরা সহযোগিতা করব।

মনিরের গ্রেপ্তারের খবরে এলাকায় আলোড়ন সৃষ্টি হয়েছে। পরিবার ও প্রতিবেশীরা এখনও এই ঘটনা মেনে নিতে পারছেন না।

প্রাসঙ্গিক
মন্তব্য
গুরুদাসপুর

লিচুর বাগানে মৌ চাষ, উভয় পক্ষই লাভবান

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
শেয়ার
লিচুর বাগানে মৌ চাষ, উভয় পক্ষই লাভবান
ছবি: কালের কণ্ঠ

নাটোরের গুরুদাসপুর উপজেলায় লিচুর বাগানে মৌমাছি চাষ করে লাভবান হচ্ছেন মৌ খামারি ও লিচুচাষিরা। উপজেলাজুড়ে লিচুর মুকুলে মৌমাছির আনাগোনা বাড়ায় পরাগায়ন ভালো হচ্ছে, ফলে লিচুর ফলনও বাড়ছে।

গুরুদাসপুর উপজেলার নাজিরপুর, বিয়াঘাট, চাপিলা, ধারাবারিষা ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় বাণিজ্যিকভাবে মোজাফ্ফর, বেদেনা, বোম্বাই, মাদ্রাজি ও চায়না-থ্রি জাতের লিচুর চাষ হচ্ছে। গাছে গাছে মুকুলের মিষ্টি সুগন্ধে মৌমাছিরা ছুটে আসছে।

লিচুচাষিরা তাদের বাগানে মৌমাছির বাক্স স্থাপন করেছেন, যা থেকে মৌমাছিরা মুকুল থেকে মধু সংগ্রহ করছে।

মৌ চাষি সাইদুল ইসলাম, আব্দুল করিম, শাহিন আলম ও সোহেল সরকার বলেন, প্রতিটি বাক্সে একটি রানি মৌমাছি, একটি পুরুষ মৌমাছি ও অসংখ্য কর্মী মৌমাছি রয়েছে। কর্মী মৌমাছিরা মুকুল থেকে মধু সংগ্রহ করে বাক্সে জমা করে। লিচুর মধু আমাদের বাড়তি আয়ের উৎস।

স্থানীয় চাষিদের পাশাপাশি সাতক্ষীরা, সিরাজগঞ্জ, ময়মনসিংহ ও পাবনা থেকে মৌ চাষিরা এসে মধু সংগ্রহ করছেন। ছোটবড় নানা আকৃতির মৌ বাক্স বসিয়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে মধু সংগ্রহ করা হচ্ছে।

নাজিরপুর ইউনিয়নের পুরস্কারপ্রাপ্ত লিচুচাষি মো. সাখাওয়াত হোসেন বলেন, ২০০০ সালের দিকে নাজিরপুরে স্বল্প পরিসরে লিচুর আবাদ শুরু হয়েছিল। এখন উপজেলাজুড়ে বাণিজ্যিকভাবে লিচু চাষ হচ্ছে।

কৃষি বিভাগের পরামর্শে আমরা সফলতা পাচ্ছি।

গুরুদাসপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুনর রশিদ বলেন, লিচুর মুকুলে মৌমাছি বসলে পরাগায়ন ভালো হয়, ফলে ফলন বাড়ে। উপজেলায় ৪১০ হেক্টর জমিতে ৩০০ বাগানে ১০০ জন মৌ চাষি ৭ হাজার মৌ বাক্স স্থাপন করেছেন। এ বছর ৩০ মেট্রিক টন লিচু উৎপাদনের সম্ভাবনা রয়েছে, যার বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা।

মৌ চাষ ও লিচুর আবাদে গুরুদাসপুরের কৃষকরা এখন উভয় দিক থেকেই লাভবান হচ্ছেন।

এ পদ্ধতি কৃষি অর্থনীতিতে নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ