বিএনপি জনগণের শক্তিতে বলীয়ান : টুকু

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ প্রতিনিধি
শেয়ার
বিএনপি জনগণের শক্তিতে বলীয়ান : টুকু
ছবি : কালের কণ্ঠ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘জনগণের শক্তিই বড় শক্তি, বিএনপি জনগণের শক্তিতে বলীয়ান, কোনো ষড়যন্ত্র বিএনপিকে নিঃশেষ করতে পারেনি, আগামীতেও পারবে না।’
শনিবার (১৫ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ শহরের পৌর ভাসানী মিলনায়তনে জেলা বিএনপির সম্মেলন প্রস্ততি কমিটির আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন
অভিযোগ দিয়েও রেহাই পেল না স্কুলছাত্রী কুমকুম

অভিযোগ দিয়েও রেহাই পেল না স্কুলছাত্রী কুমকুম

 

ইকবাল হাসান মাহমুদ টুকু আরো বলেন, ‘ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন ১৭ বছর আন্দোলন-সংগ্রামে মিছিলে সামনে থাকা কর্মীকে আগে মূল্যায়ন করতে হবে, যারা ত্যাগ স্বীকার করেনি তাদের বিষয়ে পরে ভাবা হবে। ১৯৭১ সালের পর অনেকে যেমন ভুয়া মুক্তিযোদ্ধা সেজেছিল, ২৪-এর গণ-অভ্যুত্থানের পর তেমনি অনেক ভুয়া বিপ্লবধারী দেখা যাচ্ছে।

তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে।’ 

সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বলেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনার একটি মামলাও আদালতে তুলতে পারলেন না, সাত মাস হয়ে গেছে, কোনো সংস্কারই করতে পারলেন না, সংস্কার করা আপনাদের কাজ নয়, সংস্কার করা রাজনীতিবিদদের কাজ, সংস্কারের নামে কোনো টালবাহানা না করে তাড়াতাড়ি নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে সম্মানের সঙ্গে বিদায় নিন।’

আরো পড়ুন
জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠক, যা বললেন মির্জা ফখরুল

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠক, যা বললেন মির্জা ফখরুল

 

বিএনপি রাজশাহী বিভাগীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম খান আলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি রুমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান ও সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট প্রমুখ। সভায় জেলার ১৮টি সাংগঠনিক ইউনিটের বিএনপির প্রতিনিধিরা অংশ নেন।

মন্তব্য

সম্পর্কিত খবর

মসজিদের কার্নিশ ভেঙে যাওয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
শেয়ার
মসজিদের কার্নিশ ভেঙে যাওয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাসের ধাক্কায় মসজিদের কার্নিশ ভেঙে যাওয়াকে কেন্দ্র করে ওয়ার্ড বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের মধ্যে সংঘর্ষ হয়েছে। রবিবার (১৬ মার্চ) মৌচাক মুক্তা ঝিল আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। 

সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব পাপ্পু বলেন, 'মুক্তা ঝিল আবাসিক এলাকার একটি মসজিদের কার্নিশের দেয়াল নীলাচলের বাসের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়। এ নিয়ে এলাকাবাসী ও আমরা প্রতিবাদ জানাই এবং তাদেরকে বাস ডিপোটি সরিয়ে নিতে বলি।

বাস কর্তৃপক্ষ আমাদের সঙ্গে সমঝোতা করে দুই মাসের সময় নেয়।' 

তিনি আরো বলেন, 'বিএনপির বহিষ্কৃত নেতা ইকবাল (সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক) বাহিনীর ক্যাডার দুই নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মুক্তার হোসেন এবং সাংগঠনিক সম্পাদক পলাশের নেতৃত্বে ৫০-৬০ জন সন্ত্রাসী বাহিনী আমাদের ওপর অতর্কিত হামলা করে। এ সময় ফিরোজ নামের আমাদের এক নেতাকে কুপিয়ে জখম এবং ইসমাইল নামের আরেকজনকে তুলে নিয়ে মারধর করে তারা। দুজনই হাসপাতালে চিকিৎসাধীন।

'

হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, 'ইকবাল এই ডিপো থেকে মাসে ৭০ হাজার টাকা চাঁদা তোলেন। আমরা এই ডিপো সরাতে বলায় তিনি তার বাহিনী দিয়ে আমাদের ওপর হামলা করে। আমরা এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছি। স্বেচ্ছাসেবক দল সব সময় চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছি।

'

ইকবাল হোসেন বলেন, 'এ ঘটনার আমি কিছুই জানি না। আমি গতকাল থেকে অসুস্থ। তবে শুনেছি, স্বেচ্ছাসেবক দলের নেতারা নীলাচল বাসের কর্তৃপক্ষের কাছে মসজিদের ক্ষতিপূরণের জন্য টাকা চেয়েছে।' 

নীলাচল পরিবহনের কর্মকর্তা আবুল হাশেম বলেন, 'আমাদের গাড়ি আসার সময় মসজিদের লাইট ও কার্নিশ ভেঙে যায়। আমরা মিস্ত্রি এনে লাইট ঠিক করতে গেলে মসজিদ কমিটির সভাপতি মাহমুদ হাসান পাটোয়ারীর সঙ্গে কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে তার পক্ষ হয়ে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মমিনুর রহমান বাবুর লোকজন আমাদের ওপর অতর্কিত হামলা করে। এ সময় আমি সহ হাসান মাহমুদ, আবু সিদ্দিক, বিল্লাল হোসেন নামের চারজন আহত হই। এরপর আমরা ঘটনাস্থল থেকে চলে আসি।'

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, নীলাচল বাসের ধাক্কায় একটি মসজিদের কার্নিশ ভেঙে যাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। কিন্তু দুই গ্রুপের কাউকে আমরা চিহ্নিত করতে পারিনি। এক পক্ষ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

প্রথমবার তরমুজ চাষেই লাখপতি হওয়ার স্বপ্ন

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি
মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি
শেয়ার
প্রথমবার তরমুজ চাষেই লাখপতি হওয়ার স্বপ্ন
ছবি: কালের কণ্ঠ

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুণ্ডা উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী বহেরাতলী গ্রামে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে তরমুজ চাষ করে সাফল্য পেয়েছেন কৃষক মো. ছিদ্দিক মিয়া (৬০)। কৃষি বিভাগের সহায়তায় তিনি ৫ বিঘা জমিতে তরমুজ চাষ করে বাম্পার ফলন পেয়েছেন, যা দেখে এলাকার অন্যান্য কৃষকরাও তরমুজ চাষে আগ্রহী হচ্ছেন।

গতকাল শনিবার সরেজমিনে দেখা যায়, ছিদ্দিক মিয়ার জমিতে তরমুজের ফলন চোখে পড়ার মতো। তিনি জানান, ৫ বিঘা জমিতে তরমুজ চাষ করতে বীজ, সার ও নেটসহ মোট ১ লাখ ৬০ হাজার টাকা খরচ হয়েছে।

এ পর্যন্ত ৪০ হাজার টাকার তরমুজ বিক্রি করেছেন এবং সব মিলিয়ে আড়াই থেকে তিন লাখ টাকা লাভের আশা করছেন।

ছিদ্দিক মিয়া বলেন, আমাদের এলাকায় কয়েক বছর আগে কেউ কেউ তরমুজ চাষ করলেও সফল হননি। এবার কৃষি বিভাগের পরামর্শে আমি তরমুজ চাষ করেছি। ফলন ভালো হয়েছে, আশা করছি ভালো লাভ হবে।

জমির পরিচর্যা ও সেচের জন্য আমরা তিনজন নিয়মিত কাজ করছি।

উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে মধ্যনগর উপজেলার হাওরাঞ্চলের অনাবাদি ৬০ বিঘা জমিতে তরমুজের চাষ করা হয়েছে। হাওরের উর্বর মাটি এবং সঠিক সময়ে চাষাবাদের কারণে কৃষকরা লাভবান হচ্ছেন।

মধ্যনগর উপজেলার ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল-মাসুদ তুষার বলেন, হাওরের মাটি উর্বর হওয়ায় তরমুজ চাষ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

সঠিক সময়ে চাষাবাদ করায় কৃষকরা ভালো ফলন পাচ্ছেন। তরমুজ উৎপাদনে খরচ কম, তাই কৃষকরা আগ্রহী হচ্ছেন। মাঠ পর্যায়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের পরামর্শ ও সহযোগিতা দিয়ে যাচ্ছেন।

ছিদ্দিক মিয়ার সাফল্য দেখে এলাকার অন্যান্য কৃষকরাও তরমুজ চাষে উৎসাহিত হচ্ছেন। প্রথমবার চাষেই লাখপতি হওয়ার স্বপ্ন দেখছেন তারা।

প্রাসঙ্গিক
মন্তব্য

স্বীকারোক্তি দিয়েছেন হিটু শেখ, বাকিদের জিজ্ঞাসাবাদ চলছে : পুলিশ সুপার

মাগুরা প্রতিনিধি
মাগুরা প্রতিনিধি
শেয়ার
স্বীকারোক্তি দিয়েছেন হিটু শেখ, বাকিদের জিজ্ঞাসাবাদ চলছে : পুলিশ সুপার
ছবি: কালের কণ্ঠ

মাগুরায় আট বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি হিটু শেখ শনিবার (১৫ মার্চ) আদালতে ১৬৪ ধারায় দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ ছাড়া মামলায় এ পর্যন্ত পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মিনা মাহমুদা।

রবিবার (১৬ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে মাগুরা সদর থানায় ওসির কক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

পুলিশ সুপার বলেন, ৮ বছরের শিশু ধর্ষণের মামলার অন্যতম আসামি হিটু শেখ ছাড়াও বাকি তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মামলার সংশ্লিষ্ট আলামত সংগ্রহ করে ফরেনসিকের জন্য সিআইডিকে পাঠানো হয়েছে। 

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মিরাজুল ইসলামসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বোনের বাড়িতে বেড়াতে এসে শহরের নিজনান্দুয়ালী এলাকায় ৫ মার্চ রাতে ৮ বছরের ওই শিশু ধর্ষিত হয়। সে শ্রীপুর উপজেলার সব্দালপুর এলাকায় বাড়ির নিকটবর্তি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।

রমজানের ছুটিতে শনিবার মায়ের সঙ্গে সে বোনের বাড়িতে বেড়াতে আসে। ঘটনার পর তাকে  প্রথমে মাগুরা ২৫০ শয্যা  সদর হাসপাতালে আনা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় ফদিরপুর মেডিক্যাল  কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে পাঠানো হয় ঢাকায়।
ঢাকার সম্মিলিত সামরিক হাপাতালে বৃহস্পতিবার সে মারা যায়। এ ঘটনায় হিটু শেখকে প্রধান করে মামলা করেছিলেন আছিয়ার মা আয়েশা আক্তার।

মন্তব্য

শেখ হাসিনা কোনো ধর্ষণের বিচার করেনি : আফরোজা আব্বাস

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
শেয়ার
শেখ হাসিনা কোনো ধর্ষণের বিচার করেনি : আফরোজা আব্বাস
ছবি: কালের কণ্ঠ

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, খুনী হাসিনা সরকার যতদিন ক্ষমতায় ছিল কোনো গণধর্ষণের বিচার করেনি। বরং যারা গণধর্ষণ করেছে তাদের পুরস্কৃত করেছিলেন তিনি। যার ফলে দেশে ধর্ষণসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে গেছে। 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আটিগ্রাম এলাকায় আট বছরের এক শিশু লম্পট সেলিমের ধর্ষণচেষ্টার ঘটনায় গুরুতর আহত হয়।

আজ রবিবার ভুক্তভোগী ওই শিশুর খোঁজ নিতে এসে আফরোজা আব্বাস এসব কথা বলেন।

আরো পড়ুন

মাটিরাঙ্গাতে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত সদস্য গ্রেপ্তার

মাটিরাঙ্গাতে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত সদস্য গ্রেপ্তার

 

এ সময় তিনি বলেন, 'ধর্ষণকারীদের জেলখানায় না নিয়ে, ফাঁসি না দিয়ে প্রকাশ্যে জনসম্মুখে পাথর ছুড়ে হত্যা করে ন্যায়বিচার নিশ্চত করা দরকার। যাতে এ ধরনের কর্মকাণ্ড করার কেও সাহস না পায়। বিএনপির আমলে শারমিন রিমার হত্যাকাণ্ডে ঘাতক মনিরের ফাঁসি বিএনপি সরকারের সময়ে হয়েছে।

'

তিনি আরো বলেন, 'বেশ কিছু দিন ধরে চকলেটের লোভ দেখিয়ে শেরপুর, ময়মনসিংহ ও কুমিল্লায় একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে। কুমিল্লায় একজন মারাও গেছে। ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে ধর্ষণ ঘটনার বিচার না হওয়ায় এর বিস্তার ঘটেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এখানে ছুটে এসেছি শিশুটিকে দেখতে।

'

আরো পড়ুন

মোহনপুরের বিলে পড়ে ছিল মস্তকবিহীন লাশ

মোহনপুরের বিলে পড়ে ছিল মস্তকবিহীন লাশ

 

আফরোজা আব্বাস শিশুটির বাসায় এসে আবেগ আপ্লুত হয়ে পড়েন। তিনি শিশুটির খোঁজ-খবর নেন এবং আর্থিক সহায়তা তার মায়ের হাতে তুলে দেন।

আরো পড়ুন

করমুক্ত আয়সীমা ৪ লাখে উন্নীত করার প্রস্তাব দিল সিপিডি

করমুক্ত আয়সীমা ৪ লাখে উন্নীত করার প্রস্তাব দিল সিপিডি

 

এ সময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়া, মাশুকুল ইসলাম রাজীব, সদস্য ও সাবেক সংসদ সদস্য মুহাম্মাদ গিয়াস উদ্দিনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

মন্তব্য

সর্বশেষ সংবাদ