ঢাকা, মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫
৪ চৈত্র ১৪৩১, ১৭ রমজান ১৪৪৬

ঢাকা, মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫
৪ চৈত্র ১৪৩১, ১৭ রমজান ১৪৪৬

ঈদ যাত্রায় দুর্ঘটনা রোধে গতিরোধক চিহ্নিত করছে ছাত্রদল

ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও প্রতিনিধি
শেয়ার
ঈদ যাত্রায় দুর্ঘটনা রোধে গতিরোধক চিহ্নিত করছে ছাত্রদল
ছবি: কালের কণ্ঠ

পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে এবং দুর্ঘটনা এড়াতে ঠাকুরগাঁও জেলা ছাত্রদল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মুছে যাওয়া গতিরোধকের চিহ্নিতকরণ ও রং করার উদ্যোগ নিয়েছে।

রবিবার (১৬ মার্চ) রাতে শহরের প্রধান সড়কসহ ব্যস্ততম এলাকাগুলোতে দীর্ঘদিন ধরে গতিরোধকের চিহ্ন মুছে যাওয়ায় অনেক সময় পথচারী ও চালকেরা তা দেখতে পান না, ফলে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। এ অবস্থায় ছাত্রদল নিজ উদ্যোগে এ কাজ শুরু করেছে।

নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ

এ কার্যক্রমের নেতৃত্ব দেন ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের সভাপতি মো. কায়েস।

সংগঠনের নেতাকর্মীরা রং ও ব্রাশ হাতে সড়কে নেমে যান এবং একের পর এক মুছে যাওয়া গতিরোধকগুলো পুনরায় চিহ্নিত করেন।

জেলা ছাত্রদলের সভাপতি মো. কায়েস বলেন, ‘আমরা চাই ঈদ যাত্রা নিরাপদ হোক। অতীতে অনেক দুর্ঘটনা ঘটেছে শুধু গতিরোধক স্পষ্ট না থাকার কারণে। তাই মানবিক দিক বিবেচনা করে আমাদের এ উদ্যোগ।

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. সুমন বলেন, ‘আমরা সাধারণ মানুষের কথা ভেবে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছি।’

গতিরোধক চিহ্নিত করার কাজ দেখে স্থানীয়রা প্রশংসা করেছেন। ঠাকুরগাঁও শহরের মানিক নামের এক অটোরিকশাচালক বলেন, ‘অনেক সময় হঠাৎ গতিরোধকের সামনে পড়লে গাড়ি কন্ট্রোল করা কঠিন হয়ে যায়। ছাত্রদলের এই কাজ আমাদের জন্য খুবই উপকারী হয়েছে।

এক পথচারী বলেন, 'এমন উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার। ঈদের সময় সড়কে চাপ বেড়ে যায়, দুর্ঘটনাও বেশি হয়। আগে থেকে ব্যবস্থা নেওয়া ভালো।'

মন্তব্য

সম্পর্কিত খবর

আবর্জনার স্তূপে মিলল মুখ বাঁধা যুবকের মরদেহ

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা প্রতিনিধি
শেয়ার
আবর্জনার স্তূপে মিলল মুখ বাঁধা যুবকের মরদেহ
ছবি: কালের কণ্ঠ

গাইবান্ধার পলাশাবাড়ী উপজেলায় একটি আবর্জনার স্তূপ থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের (২৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার রংপুর-বগুড়া মহাসড়কের পাশে মহেশপুর নামকস্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, সকাল ৯টার দিকে আবর্জনার স্তূপে কাপড়ে মুখ বাঁধা অবস্থায় এক অজ্ঞাত পরিচয় যুবকের (২৮) মরদেহ পড়ে থাকতে দেখা যায়। এ খবর ছড়িয়ে পড়লে মুহূর্তে সেখানে উৎসুক মানুষের ভিড় জমে।

পরে পুলিশকে জানালে তারা মরদেহটি উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৮টার দিকে তারা মরদেহটি দেখেন। যুবকের মুখ বাঁধার পাশাপাশি মাথায় আঘাতের চিহ্ন ছিল।  

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী ভুট্টো বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এখন পর্যন্ত তার নাম-পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহটি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত বলা যাবে।  

মন্তব্য

এনজিওকর্মীকে নগ্ন করে নির্যাতন; ভিডিও দেখিয়ে অর্থ আদায়

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
শেয়ার
এনজিওকর্মীকে নগ্ন করে নির্যাতন; ভিডিও দেখিয়ে অর্থ আদায়
প্রতীকী ছবি

কুমিল্লার চান্দিনায় এনজিওর এক পুরুষ ও এক নারী কর্মীকে আটকে নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্জন বাগানে নিয়ে পুরুষ কর্মীকে গাছের সঙ্গে বেঁধে ও নারী কর্মীকে নগ্ন করে নির্যাতন করা হয়। মোবাইল ফোনে ধারণ করা ওই ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ আদায় করে অভিযুক্তরা। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।

চান্দিনা থানার ওসি নাজমুল হুদা এসব তথ্য জানিয়েছেন। 

সোমবার (১৭ মার্চ) সন্ধ্যার পর থেকে রাত ১১টা পর্যন্ত চান্দিনা পৌরসভার তুলাতলী দক্ষিণপাড়া দিঘীরপারের একটি বাগানে এ ঘটনা ঘটে। তারা আইডিএফ নামে একটি এনজিওর চান্দিনা শাখায় কর্মরত। পরদিন মঙ্গলবার (১৮ মার্চ) চারজনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন এনজিওর পুরুষ কর্মী তারেক রহমান।

আরো পড়ুন
বাংলাদেশিদের ওমরাহ ভিসা বন্ধ হয়নি : ধর্ম উপদেষ্টা

বাংলাদেশিদের ওমরাহ ভিসা বন্ধ হয়নি : ধর্ম উপদেষ্টা

 

স্থানীয় সূত্রে জানা যায়, আইডিএফ নামে একটি এনজিওর এক পুরুষ ও এক নারী কর্মী তুলাতলী গ্রামে ঋণের কিস্তি আদায় করতে সন্ধ্যা গড়িয়ে যায়। এ সময় কয়েকজন যুবক তাদের আটক করে তুলাতলী গ্রামের শেষে এতবারপুর মালিবাড়িসংলগ্ন একটি মৎস্য প্রজেক্টের পারে নিয়ে তাদের আদায় করা কিস্তির টাকা ছিনিয়ে নেয়। এ সময় স্থানীয় রুহুল আমিন নামে এক লোক দেখে ফেলায় সেখান থেকে হাত ও চোখ বেঁধে তাদের তুলাতলী দক্ষিণপাড়া দিঘীরপারেনিয়ে আটক করে। এ সময় পুরুষ কর্মীকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে এবং বৈদ্যুতিক শক দেয়।

নারী কর্মীকে নগ্ন করে লাঞ্ছিত করে এবং মোবাইল ফোনে ভিডিও ধারণ করে। ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে আবার চাঁদা দাবি করে। এ সময় ওই নারী তার বোনকে ফোন করেন এবং তার বোন নির্যাতনকারীদের বিকাশ নম্বরে ২০ হাজার টাকা পাঠান। ওই টাকা পাওয়ার পরও নারীকে শারীরিক নির্যাতন করা শুরু করে। এক পর্যায়ে গ্রামের লোকজন টের পেয়ে ডাকাত বলে ধাওয়া করলে নির্যাতনকারীরা পালিয়ে যায়।

আরো পড়ুন
আছিয়ার শোকে ভারসাম্যহীন বাবার পাশে দাঁড়ালেন তারেক রহমান

আছিয়ার শোকে ভারসাম্যহীন বাবার পাশে দাঁড়ালেন তারেক রহমান

 

আইডিএফ এনজিওর ঋণ আদায়কারী তারেক রহমান বলেন, ‘আমরা কিস্তির টাকা আদায় শেষে ফেরার পথে এ ঘটনা ঘটে। আমাদের বাগানে নিয়ে আমাকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে এবং বৈদ্যুতিক শক দেয়। তারা নারীকে নগ্ন করে মোবাইলে ভিডিও ধারণ করে ২ লাখ টাকা দাবি করে। বিকাশে ২০ হাজার টাকা এনে দিই কিন্তু তারা বাকি টাকা পেলে ভিডিও ডিলেট করবে বলে জানায়। এদিকে ২০ হাজার টাকা নেওয়ার পরও তারা নারীর ওপর অত্যাচার শুরু করে। গ্রামবাসী টের পেয়ে ধাওয়া করে এবং আমাদের উদ্ধার করে পুলিশে খবর দেয়। পুলিশ আমাদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।’

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, ‘হাসপাতালে চিকিৎসা শেষে আমরা তাদের থানায় এনে বিস্তারিত শুনে মামলা নিই। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

প্রাসঙ্গিক
মন্তব্য

ফুটবলার হামজা চৌধুরীকে স্বাগত জানাতে যাওয়ার পথে তরুণের পা দ্বিখণ্ডিত

হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জ প্রতিনিধি
শেয়ার
ফুটবলার হামজা চৌধুরীকে স্বাগত জানাতে যাওয়ার পথে তরুণের পা দ্বিখণ্ডিত
জেলার মানচিত্র

হবিগঞ্জের বাহুবল উপজেলায় দ্রুতগতির ট্রাকচাপায় মুজিবুর রহমান (২৩) নামে এক তরুণের পা দ্বিখণ্ডিত হয়ে গেছে।

সোমবার (১৭ মার্চ) বিকেল ৩টার দিকে উপজেলার দিগাম্বর বাজারের কাছে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ওই তরুণ তারকা ফুটবলার হামজা চৌধুরীকে স্বাগত জানানোর শোডাউনে গিয়ে দুর্ঘটনা কবলিত হন বলে পুলিশ নিশ্চিত করেছে।

আহত মুজিবুর বাহুবলের ইজ্জতপুর গ্রামে ইদ্রিস আলীর ছেলে।

তার সাথে যাওয়া স্নানঘাটের আজমান আলীর ছেলে তারেক মিয়াও (২২) একই দুর্ঘটনায় আহত হন।

স্থানীয়রা জানায়, সোমবার ফুটবলার দেওয়ান হামজা চৌধুরী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সড়কপথে বাহুবলে আসেন। মোটরসাইকেল আরোহী ওই দুই তরুণ তাকে স্বাগত জানানোর শোডাউনে গিয়েছিলেন। দিগাম্বর বাজারের পাশে কালিবাড়ি নামক স্থানে যাওয়ার পর দ্রুতগতির একটি ট্রাকের সাথে তাদের মোটরসাইকেলের ধাক্কা লাগলে উভয়ে আহত হন।

এর মধ্যে মুজিবুরের ডান পা দ্বিখণ্ডিত হয়ে গেছে। পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মুজিবুরকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। তারেককে বাহুবলেই চিকিৎসা দেওয়া হচ্ছে।

ফুটবলার হামজা চৌধুরীকে স্বাগত জানানোর শোডাউনে গিয়ে দুজন আহত হওয়ার সত্যতা নিশ্চিত করে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুর রহমান জানান, দুর্ঘটনার পর ট্রাক নিয়ে চালক পালিয়ে গেছেন।

পরে পুলিশ ওই দুই যুবকের ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করে।

প্রাসঙ্গিক
মন্তব্য
কুড়িগ্রাম

ঈদকে সামনে রেখে সুই-সুতা নিয়ে ব্যস্ত ‘টুপি’ তৈরির কারিগররা

কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রাম প্রতিনিধি
শেয়ার
ঈদকে সামনে রেখে সুই-সুতা নিয়ে ব্যস্ত ‘টুপি’ তৈরির কারিগররা
ছবি: কালের কণ্ঠ

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার প্রত্যন্ত গ্রামগুলোতে ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন টুপি শিল্পের সঙ্গে যুক্ত নারীরা। সুই-সুতোর নিপুণ ছোঁয়ায় তৈরি নকশাদার টুপি দেশের গণ্ডি পেরিয়ে এখন জায়গা করে নিচ্ছে আন্তর্জাতিক বাজারে। বিশেষ করে ইউরোপের দেশ রোমানিয়ায় যাচ্ছে নারীদের তৈরি এসব টুপি।

এ শিল্পের মাধ্যমে ফুলবাড়ীর অনেক নারী স্বাবলম্বী হচ্ছেন।

ঘরে বসেই টুপি তৈরি করে তারা অর্থ উপার্জন করছেন। যা তাদের পরিবারে এনে দিয়েছে সচ্ছলতা। ফলে শুধু অর্থনৈতিক উন্নতিই নয়, নারীদের আত্মবিশ্বাসও বৃদ্ধি পাচ্ছে।

ফুলবাড়ী উপজেলার বালাটারী গ্রামের মায়া বেগমের বাড়িতে গেলে দেখা যায়, কয়েকজন নারী সুই-সুতা হাতে নিয়ে মনোযোগ দিয়ে টুপি তৈরিতে ব্যস্ত।

এখানকার নারীরা প্রশিক্ষণ নিয়ে এ কাজে দক্ষতা অর্জন করেছেন এবং নিয়মিত কাজ করছেন। প্রায় ৪০ জন নারী বিভিন্ন নকশার টুপি তৈরি করছেন, যা দেশীয় বাজার ছাড়িয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে।

টুপি তৈরির মূল্য নির্ভর করে এর সূচিকর্ম ও নকশার ওপর। দীর্ঘদিন ধরে এই শিল্পের সঙ্গে যুক্ত মায়া বেগম জানান, প্রতিটি টুপি তৈরি করলে ৮০০ থেকে ১ হাজার ৫০০ টাকা পর্যন্ত মজুরি পাওয়া যায়।

দুই বছর ধরে এই কাজে যুক্ত খাদিজা বেগম বলেন, ‘আগে সংসারের খরচ চালানো খুব কষ্টকর ছিল। কিন্তু টুপি তৈরির কাজ শেখার পর এখন নিজেই আয় করতে পারছি। মাসে দুই থেকে তিনটি টুপি তৈরি করে ২ হাজার থেকে ৩ হাজার টাকা আয় হয়। যা সংসার চালাতে অনেক সহায়তা করছে।’

আরেক নারী উদ্যোক্তা আদরী বেগম জানান, ‘অভাবের কারণে অনেক দুশ্চিন্তায় থাকতে হতো।

কিন্তু এখন ঘরে বসেই কাজ করতে পারছি, সংসারে সচ্ছলতা এসেছে।’

নারীদের এই কর্মসংস্থানের সুযোগ তৈরিতে তালুক শিমুলবাড়ী ফকিরপাড়া গ্রামের বাবলু খন্দকার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তার সহায়তায় অনেক নারী এখন নিজেদের পায়ে দাঁড়ানোর সুযোগ পাচ্ছেন।

বাবলু খন্দকার বলেন, ‘আমি রোমানিয়া টুপি তৈরির উপকরণ সরবরাহ করি এবং তৈরি শেষে নির্ধারিত মজুরি দিয়ে টুপি সংগ্রহ করি। বর্তমানে আমার উদ্যোগের আওতায় ৮০০ নারী কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন।’

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ