নারায়ণগঞ্জে ব্রহ্মপুত্র নদ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ প্রতিনিধি
শেয়ার
নারায়ণগঞ্জে ব্রহ্মপুত্র নদ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের বন্দরে অজ্ঞাত পরিচয়ে এক যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে কলাগাছিয়া নৌ-পুলিশ ফাঁড়ি। আজ সোমবার (১৭ মার্চ) দুপুরে উপজেলার লাঙ্গলবন্দ এলাকায় ব্রহ্মপুত্র নদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

কলাগাছিয়া নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক সামসুল হক পাটোয়ারী জানান, হাত-পা বাঁধা মরদেহটি ব্রহ্মপুত্র নদের পানিতে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

আরো পড়ুন
আত্মহত্যা করতে চাইলেন সেই তরমুজ বিক্রেতা, যা বললেন শামীম

আত্মহত্যা করতে চাইলেন সেই তরমুজ বিক্রেতা, যা বললেন শামীম

 

তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা অন্য কোথাও তাকে হত্যা করে মরদেহটি ব্রহ্মপুত্র নদে ফেলে যায়। নিহতের নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে।

মন্তব্য

সম্পর্কিত খবর

রং-কেমিক্যাল দিয়ে শিশুখাদ্য তৈরি, অতঃপর...

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি
নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি
শেয়ার
রং-কেমিক্যাল দিয়ে শিশুখাদ্য তৈরি, অতঃপর...
ছবি: কালের কণ্ঠ

পিরোজপুরের নাজিরপুরে একটি বাড়িতে বসে বিভিন্ন রং এবং কেমিক্যাল দিয়ে শিশুদের খাবার তৈরি ও বিভিন্ন অনুমোদনবিহীন মোড়কে পণ্য তৈরি করে ডিলারশিপের মাধ্যমে বিক্রি করে আসছিল। এমন অপরাধে নামবিহীন এক প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ও প্রতিষ্ঠানটির দুই মালিককে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং কারখানাটি সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৯ মার্চ) সকালে শ্রীরামকাঠী ইউনিয়নের বন্দর বাজার পাশে একটি বাড়িতে পিরোজপুর জেলা জাতীয় গোয়েন্দা সংস্থা শাখা (এনএসআই) গোপন সংবাদের ভিত্তিতে ওই কারখানায় অভিযান চালায়।

অভিযানে সত্যতা পেয়ে উপজেলা প্রশাসনকে জানালে তারা একটি টিম নিয়ে ঘটনা স্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করেন।

এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলে রাব্বি।

এ সময় নামবিহীন ওই কারখানাকে সিলগালা করে ১ লাখ টাকা জরিমানা এবং দুই মালিক মো. মিরাজ হাওলাদার (৩৫) ও তার ভাই মো. রাব্বি হাওলাদারকে (২২) দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। আটকরা উপজেলার শ্রীরামকাঠী গ্রামের মো. জয়নাল হাওলাদারের ছেলে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলে রাব্বি জানান, মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর মালামাল তৈরির অপরাধে দুজনকে গ্রেপ্তার করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

সেইসঙ্গে ১ লাখ টাকা জরিমানাসহ অবৈধ কারখানাটি সিলগালা করা হয়েছে।
 

মন্তব্য

‘কিস্তিতে’ ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, এসআই প্রত্যাহার

সিলেট অফিস
সিলেট অফিস
শেয়ার
‘কিস্তিতে’ ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, এসআই প্রত্যাহার
এসআই মো. আলীম উদ্দিন।

সিলেটের বিশ্বনাথে লাখ টাকা ঘুষ বাণিজ্যের অভিযোগে এক উপপরিদর্শককে (এসআই) থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। মামলার আসামিকে গ্রেপ্তার না করতে কয়েক দফায় লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ আছে তার বিরুদ্ধে।

অভিযুক্ত এসআইয়ের নাম আলীম উদ্দিন। বর্তমানে তাকে সিলেট পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

গতকাল মঙ্গলবার রাতে তাকে বিশ্বনাথ থানা থেকে সিলেট পুলিশ লাইনসে প্রত্যাহার করা হয়।

এর আগে মঙ্গলবার দুপুরে তার ঘুস গ্রহণের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। একই সঙ্গে এক ভুক্তভোগী তার বিরুদ্ধে সিলেটের পুলিশ সুপার বরাবর লিখিত আবেদনও করেন।

ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, থানার বৈঠকখানায় বসে গুনে দেওয়া ঘুষের কিস্তি হাসিমুখে পকেটে রাখছেন এসআই আলীম।

ভিডিওতে তিনি বলছেন, চার্জ শিটের জন্য লাগবে পুরো ২০ হাজারই। অন্য ভিডিওতে দেখা যায়, মামলার এমসির জন্য অন্য কিস্তির পুরো ২০ হাজারের জন্য দেন-দরবারও করছেন তিনি।

অভিযোগকারী জানান, এসআই আলীম উদ্দিন ঘুষ নিয়েও কথামতো কাজ করেননি। যে কারণে ঘুষের টাকা ফেরত চান তিনি।

কিন্তু বিষয়টি বারবার অস্বীকার করেন এসআই আলীম।

বিষয়টি নিশ্চিত করে সিলেট জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা মো. সম্রাট তালুকদার কালের কণ্ঠকে বলেন, ‘অভিযুক্ত পুলিশ উপপরিদর্শক (নিরস্ত্র) আলীম উদ্দিনকে মঙ্গলবার রাতেই ক্লোজ করা হয়েছে।’

মন্তব্য
হতাশ শুঁটকি পল্লীর জেলেরা

হঠাৎ উত্তাল সাগর, ৬ দিন ধরে মাছধরা বন্ধ

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
শেয়ার
হঠাৎ উত্তাল সাগর, ৬ দিন ধরে মাছধরা বন্ধ
বৈরী আবহাওয়ায় সাগরে মাছধরা বন্ধ রেখে নৌকা ও ট্রলার নিয় সুন্দরবনে আশ্রয় নিয়েছেন জেলেরা

মৌসুমের শেষ মুহুর্তে এসে দুর্যোগের কবলে পড়েছেন পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার চরের শুঁটকি পল্লীর জেলেরা। অসময়ে হঠাৎ করে উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর। 

গত শুক্রবার (১৪ মার্চ) থেকে সাগর অশান্ত থাকায় টানা ছয়দিন ধরে মাছধরা বন্ধ। শুঁটকি উৎপাদনকারী  কয়েক হাজার নৌকা ও ট্রলার শুঁটকি পল্লীর ঘাটে নিরাপদ আশ্রয়ে রয়েছে।

সাগরপানে তাকিয়ে অলস সময় পার করছেন হাজার হাজার জেলে। মাছ ধরা বন্ধ থাকায় চরম লোকসানের আশঙ্কা করছেন মহাজন ও আড়তদাররা।

আরো পড়ুন
রোজায় পেটে গ্যাস হলে কী করবেন

রোজায় পেটে গ্যাস হলে কী করবেন

 

বুধবার (১৯ মার্চ) দুপুরে রামপাল জেলে সমিতির সভাপতি মোতাসিন ফরাজী বলেন, ছয়দিন ধরে সাগরে  দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। পশ্চিমা বাতাসে বিশাল বিশাল ঢেউ আছড়ে পড়ছে।

সাগরে যেতে না পেরে জেলেরা সবাই নিজ নিজ মহাজনের ঘরে অলস সময় কাটাচ্ছেন। এসব জেলরা সবারই তাদের মহাজনদের কাছ থেকে হাজার হাজার টাকা অগ্রিম নেওয়া। মাছ ধরতে না পারলে সবই লোকসানের খাতায় চলে যাবে।

দুবলা ফিশারমেন গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দিন আহমেদ মোবাইল ফোনে বলেন, ৮ এপ্রিল শেষ হবে পাঁচ মাসের এই শুঁটকি মৌসুম।

শুরু থেকেই কয়েক দফা দুর্যোগ, ডাকাতের উৎপাত এবং জেলে অপহরণের ঘটনায় সাগরে নামতে পারেনি জেলেরা। ডাকাতের ভয়ে বহু ব্যবসায়ী বন্ধ করে চর ছেড়ে চলে গেছেন। অপহরণের ভয়ে পালিয়ে গেছেন শত শত জেলে। 

বনবিভাগের শ্যালারচর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার দিলিপ মজুমদার বলেন, সাগর উত্তাল থাকায় জেলেরা মাছ ধরা বন্ধ রেখে নৌকা-ট্রলার নিয়ে শুঁটকি পল্লীর ঘাটে এবং বনের মধ্যে বিভিন্ন খালে নিরাপদ আশ্রয়ে রয়েছেন। আশ্রিত জেলেদের নিরাপত্তায় সার্বক্ষণিক নজরদারি করছেন বনরক্ষীরা।

আরো পড়ুন
থানা থেকে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, মহিলা দল নেত্রীর বিরুদ্ধে মামলা

থানা থেকে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, মহিলা দল নেত্রীর বিরুদ্ধে মামলা

 

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার বিশেষ টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ফরেস্ট রেঞ্জার) মো. খলিলুর রহমান বলেন, এ বছর শুরু থেকেই একের পর এক দুর্যোগে পড়ে সর্বস্বান্ত হচ্ছেন ব্যবসায়ীরা। মৌসুমের শেষেও সাগরে বৈরী আবহাওয়ার থাবা। জেলেরা মাছ ধরতে পারছেন না। ফলে এ মৌসুমে রাজস্ব ঘাটতির আশঙ্কা করা হচ্ছে। ৮ এপ্রিল শেষ হবে পাঁচ মাসের শুঁটকি উৎপাদন মৌসুম।

মন্তব্য

দোকানে ডেকে ‘পাগলীকে’ ধর্ষণের অভিযোগ

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
শেয়ার
দোকানে ডেকে ‘পাগলীকে’ ধর্ষণের অভিযোগ
প্রতীকী ছবি

নরসিংদীর রায়পুরা পৌর শহরে মানসিক ভারসাম্যহীন এক নারীকে খাবারের প্রলোভন দেখিয়ে দোকানে ডেকে ধর্ষণের অভিযোগ উঠেছে খালেক মিয়া নামে এক ব্যক্তির বিরুদ্ধে। খালেক উপজেলার সাহারখোলা এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে এবং পেশায় একজন মাংস ব্যবসায়ী।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার (১৭ মার্চ) রাত ১২টার দিকে পৌর শহরের হাসিমপুর মৌলভীবাজারে মাংস ব্যবসায়ী খালেক মিয়ার দোকান থেকে অজ্ঞাত এক নারীর চিৎকার ও অস্বাভাবিক শব্দ শোনা যায়। এতে বাজারের নৈশপ্রহরীসহ আরো কয়েকজনের সন্দেহ হলে দোকানের সামনে জড়ো হন তারা।

ওই সময় প্রমাণ হিসাবে সাটারের নিচ দিয়ে ধর্ষণের চিত্র মোবাইলে ধারণ করা হয়। পরে স্থানীয়দের চাপের মুখে সাটার খুলে দেন খালেক। তখন দোকানের ভেতর ভারসাম্যহীন ওই নারীকে দেখতে পাওয়া যায়।

আরো পড়ুন
রোজায় পেটে গ্যাস হলে কী করবেন

রোজায় পেটে গ্যাস হলে কী করবেন

 

ঘটনার পর মাংস ব্যবসায়ী খালেক মিয়াকে আটক করে স্থানীয়রা।

পরে ওই রাতে কৌশলে সেখান থেকে পালিয়ে যান তিনি। খবর পেয়ে রাতে পুলিশ অভিযুক্ত খালেক মিয়াকে ধরতে অভিযানে নামে।

কালের কণ্ঠের প্রতিবেদকের হাতে আসা এক মিনিট ২৯ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, একটি দোকানের ভেতর নির্যাতনের শিকার ভারসাম্যহীন ওই নারী ও অভিযুক্ত খালেক মিয়াকে একই রশি দিয়ে বেঁধে রাখা হয়। ভিডিওতে নিজেকে নির্দোষ দাবি করেন খালেক।

সেখানে থাকা এক ব্যক্তিতে বলতে শোনা যায়, ধর্ষণের সময় ভিডিও মোবাইলে ধারণ করেছেন তিনি।

রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার ঘোষ জানান, ‘ ঘটনার সত্যতা এখনও পাইনি। এনিয়ে তদন্ত চলছে। অভিযুক্ত ব্যক্তিকে ধরতে অভিযান অব্যাহত আছে বলে জানান তিনি।
 

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ