সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, আটক ২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
শেয়ার
সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, আটক ২
সংগৃহীত ছবি

চট্টগ্রামের ইপিজেড থানা এলাকায় সমন্বয়ক পরিচয় দিয়ে চাঁদাবাজি করার সময় আবদুল কাদের ইমন (২৬) ও আসাদুজ্জামান রাফি (২৭) নামের দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। পরে ইপিজেড থানায় দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আখতারুজ্জামান কালের কণ্ঠকে বলেন, ইপিজেড এলাকায় সমন্বয়ক পরিচয় দিয়ে হকারদের কাছে চাঁদা দাবি করছিলেন ইমন ও রাফি।

পরে স্থানীয় হকাররা দুইজনকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ তাদের দুজনকে থানায় নিয়ে আসে। 

তিনি বলেন, তাদের বিরুদ্ধে ইপিজেড থানায় মামলা করা হয়েছে। এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

তবে সমন্বয়কের তালিকায় তাদের কোনো নাম ছিল না।

মন্তব্য

সম্পর্কিত খবর

সেনা সদস্যকে অপহরণ করে মারধর : বিএনপির ১১ নেতাকর্মীর পদ স্থগিত

নিজস্ব প্রতি‌বেদক, ব‌রিশাল
নিজস্ব প্রতি‌বেদক, ব‌রিশাল
শেয়ার
সেনা সদস্যকে অপহরণ করে মারধর : বিএনপির ১১ নেতাকর্মীর পদ স্থগিত
গ্রেপ্তারকৃত ৩ আসামি। সংগৃহীত ছবি

বালুমহালের ইজারা পেতে এক সেনা সদস্যকে মারধরের জেরে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের ১১জনের সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, অভিযুক্ত নেতাদের পদ তিন মাস স্থগিত থাকবে।

পদ স্থগিত থাকা নেতারা হলেন, মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মাকসুদুর রহমান মাসুদ রাঢ়ী, বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশিউর রহমান খান, বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. কামরুল আহসান, জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজুর আলম মিঠু, হিজলা উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট দেওয়ান মো. মনির হোসেন, মহানগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ফরিদা বেগম, জেলা ছাত্রদলের সহসভাপতি নুর হোসেন সুজন, হিজলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ইমরান খন্দকার, মহানগর যুবদলের সহসম্পাদক বেলায়েত হোসেন, রুবেল ও জাহিদ। 

আরো পড়ুন
দুষ্কৃতকারীদের কঠোর হস্তে দমনের বিকল্প নেই : মির্জা ফখরুল

দুষ্কৃতকারীদের কঠোর হস্তে দমনের বিকল্প নেই : মির্জা ফখরুল

 

এদিকে অভিযোগ তদন্তে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সহসভাপতি অ্যাডভোকেট গোলাম মোহাম্মদ চৌধুরী আলালকে একমাত্র সদস্য করে তদন্ত কমিটি গঠন করা হয়।

তাকে আগামী পাঁচ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। 

এ প্রসঙ্গে বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান জানিয়েছেন, অঙ্গ সংগঠনের নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নিজ নিজ সংগঠনকে নির্দেশ দেওয়া হয়েছে। 

উল্লেখ্য, সোমবার জেলায় ছয়টি বালুমহাল ইজারা দেওয়া হয়। হিজলা উপজেলাসংলগ্ন মেঘনার বালুমহালের ইজারা বাগাতে বিএনপি নেতারা ‘গুচ্ছ’ মিশনে নেমেছিলেন।

তাদের এড়িয়ে দরপত্র জমা দেন কাজী আব্দুল মতিন নামে এক ব্যক্তি। এতে ক্ষিপ্ত হয়ে বিএনপি নেতারা মতিনের ভাতিজা সেনা সদস্য জাফরকে জেলা প্রশাসকের দপ্তরের সামনে মারধর করেন।

কাজী জাফরের অভিযোগ, জাফরকে অপহরণ করে পোর্ট রোডে একটি বিলাসবহুল রেস্ট হাউজে আটকে নির্যাতন করা হয়। তাকে উদ্ধারে সেনাবাহিনী সন্ধ্যার পর সেখানে গিয়ে ৩১০ নম্বর কক্ষ থেকে দেওয়ান মনির হোসেন, নুর হোসেন সুজন ও ইমরান খন্দকারকে আটক করে।

যদিও ওই হোটেলে জাফরকে পাওয়া যায়নি। 

এ ঘটনায় কাজী মতিন বাদী হয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের ১২ জনের নাম উল্লেখ করে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। এদিকে মতিনের মামলায় গ্রেপ্তার দেখানো দেওয়ান মনির, সুজন ও ইমরান বৃহস্পতিবার আদালত থেকে জামিনে মুক্ত হয়েছেন।

প্রাসঙ্গিক
মন্তব্য

রাজবাড়ীতে ট্রাকচাপায় বেদেপল্লীর শিশু নিহত

রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ী প্রতিনিধি
শেয়ার
রাজবাড়ীতে ট্রাকচাপায় বেদেপল্লীর শিশু নিহত
ছবি : কালের কণ্ঠ

রাজবাড়ীতে ট্রাকচাপায় তফসিরুল হোসেন (১২)  নামের এক বেদেপল্লীর শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজবাড়ী-ফরিদপুর সড়কের সদর উপজেলার পাসপোর্ট অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত তফসিরুল হোসেন সদর উপজেলার কামালদিয়া গ্রামের বেদেপল্লীর বাসিন্দা সাদ্দাম হোসেনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলার গোয়ালন্দ মোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ।

ওসি শামীম শেখ জানান, সড়কে বাইসাইকেল চালাচ্ছিল শিশু তফসিরুল। এ সময় গোয়ালন্দ মোড় থেকে রাজবাড়ীগামী একটি ট্রাক পেছন থেকে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। পরে ঘাতক ট্রাক পালিয়ে যায়।

মন্তব্য

নাতনিকে বাঁচাতে ট্রেনের ইঞ্জিনের সামনে নানা, অতঃপর...

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
শেয়ার
নাতনিকে বাঁচাতে ট্রেনের ইঞ্জিনের সামনে নানা, অতঃপর...
প্রতীকী ছবি

পাবনার ঈশ্বরদীতে নাতনিকে বাঁচাতে গিয়ে ট্রেনের ইঞ্জিনে কাটা পড়ে নানা ও নাতনি নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার পাকশী ইউনিয়নের উত্তর বাঘইল এলাকার মৃত রহমত সরদারের ছেলে বাবুল সরদার (৫৫) ও চর-মিরকামারী এলাকার ইসমাইল হোসেনের মেয়ে মুনতাহার (৫)। বাবুল ও মুনতাহার সম্পর্কে নানা ও নাতনি।

আরো পড়ুন
ট্রাম্প আমদানি শুল্ক বাড়ালে ‘খরচ বাড়বে’ মার্কিন ভোক্তাদেরই

ট্রাম্প আমদানি শুল্ক বাড়ালে ‘খরচ বাড়বে’ মার্কিন ভোক্তাদেরই

 

নিহতের পারিবারিক ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, ঈদ করার জন্য মুনতাহার নানার বাড়িতে বেড়াতে এসেছিল। ইফতারের কিছু সময় আগে বাড়ির নিকটবর্তী রেল লাইন দেখতে যান নানা ও নাতনি। এসময় ঈশ্বরদী জংশন স্টেশনের দিক থেকে ট্রেনের ইঞ্জিন আসতে দেখে নাতনি দৌড়ে রেল লাইনের উপর উঠে যায়। এই অবস্থায় নাতনিকে বাঁচাতে গিয়ে উভয়ে কাটা পড়েন।

মোড়ের লোকজন ছুটে গিয়ে নানাকে মৃত অবস্থায় দেখতে পান। আহত শিশুকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। পরে রেলওয়ে থানা পুলিশকে খবর দেওয়া হয়।

আরো পড়ুন
আ. লীগ দেশের মানুষের সঙ্গে বারবার প্রতারণা করেছে : রিজভী

আ. লীগ দেশের মানুষের সঙ্গে বারবার প্রতারণা করেছে : রিজভী

 

ঈশ্বরদী রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউর রহমান জানান, নিহতদের পরিবারের লিখিত আবেদনে মরদেহ স্বজনদের নিকট  হস্তান্তর করা হয়েছে।

এই ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

প্রাসঙ্গিক
মন্তব্য

বোনের বাড়ি যাওয়ার পথে প্রাণ গেল ভাইয়ের

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা
শেয়ার
বোনের বাড়ি যাওয়ার পথে প্রাণ গেল ভাইয়ের
ছবি: কালের কণ্ঠ

ঝিনাইদহের মহেশপুরে বোনের বাড়ি বেড়াতে এসে গাছের সঙ্গে ধাক্কা লেগে ইউসুফ আলী (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকালে উপজেলার আজমপুর গ্রামের আনোখালি মাঠে এ ঘটনা ঘটে।

নিহত ইউনুস আলী উপজেলার পান্তাপাড়া ইউনিয়নের ঘুগরী গ্রামের আব্দুর সোবহান পটুয়ারির ছেলে। 

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বিকাল ৩ টার দিকে ঘুগরী পান্তাপাড়া গ্রামের সোহবান পাটুয়ারীর ছেলে ইউসুফ আলী আজমপুর ইউনিয়নের আলামপুর গ্রামে বোনের বাড়ি বেড়াতে যাচ্ছিল।

সেসময় আজমপুর গ্রামের আনুখালির মাঠের একটি খেজুর গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ঘটনাস্থলে নিহত হন।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়েজ উদ্দিন মৃধা জানান, সড়ক দুর্ঘটনায় ইউসুফ আলী নামের একজন মোটরসাইকেল চালক নিহতের খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
 

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ