<p style="margin-bottom:13px">তিন বছর আগে বিয়ে করলেও সেটা জানাজানি হয় গত বছরের শেষ দিকে। অবশেষে প্রকাশ্যে আসে নায়িকা আঁচল আঁখির বিয়ের ঘটনা।  ‘ও জান রে’ শিরোনামের একটি গানের ভিডিও চিত্রে অভিনয় করতে গিয়ে গায়ক সৈয়দ অমির সঙ্গে পরিচয়, পরে তাকেই বিয়ে করেন তিনি।</p> <p>এবার এই দম্পতি নিয়ে এলেন নতুন আরও একটি গান। তার স্বামী গায়ক সৈয়দ অমির গাওয়া ‘মাতাল’ শিরোনামের গানের মডেল হলেন আঁচল আঁখি। গানটিও নির্মাণও হয়েছেন ভিন্নভাবে। সালাহউদ্দিন সাগরের কথায় গানটির সুর করেছেন অমি নিজেই এবং সঙ্গীতায়োজন করেছেন এ এন ফরহাদ। কক্সবাজার শুটকি পল্লীতে গানটির ভিডিও নির্মাণ করেছেন শুভ্র মেহরাজ। কোরিওগ্রাফি করেছেন হাবিব রহমান। গানটিতে আরো ছিলেন চলচ্চিত্র অভিনেতা সীমান্ত। গানটি প্রকাশ পেয়েছে অমির নিজের ইউটিউব চ্যানেলে।</p> <p>স্বামীর গাওয়া গান প্রসঙ্গে আঁচল বলেন, দক্ষিণের আদলে মিউজিক ভিডিওটি নির্মিত হয়েছে। এই লোকেশনে প্রথমবারের মতো মিউজিক ভিডিও চিত্রায়ণ হয়েছে। এটি ভিন্ন ধাঁচের একটি মিউজিক ভিডিও। এতে দর্শক সিনেমার স্বাদ পাবে, সিনেমার আদলে ভিডিওটি তৈরি হয়েছে। এ রকম মিউজিক ভিডিও খুব কমই হয়। গানটি প্রকাশের পর অনেকেই তাদের ভালো লাগার কথা জানিয়েছেন।’</p> <p>এদিকে নতুন গানটি নিয়ে গায়ক অমি বলেন, ‘এটি আমার অনেক পছন্দের একটি গান। গানের সঙ্গে মিল রেখে অসাধারণ একটি গল্প তৈরি করে ভিডিওটি নির্মিত হয়েছে। গানটি প্রকাশ্যে আসতেই বেশ সাড়া পাচ্ছি। দর্শক গানটি শোনার পাশাপাশি ভিডিও দেখেও আরাম পাবে। আশা করি, গানটি সবার হৃদয় ছুঁয়ে যাবে।’</p> <p><br /> উল্লেখ্য, ‘ভুল’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় তার অভিষেক হয় আঁচল আঁখির। এরপর ‘জটিল প্রেম’ দিয়ে নজর কাড়েন এবং ‘সুলতানা বিবিয়ানা’র মাধ্যমে প্রশংসিত হন আঁচল। এরপর তার অভিনীত বেশ কিছু সিনেমা দর্শকপ্রিয় হয়েছে। বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে তার বেশ কয়েকটি সিনেমা। এগুলো হলো ‘কর্পোরেট’, ‘চিৎকার’, ‘আয়না’, ‘কাজের ছেলে’, ‘যমজ ভুতের গল্প’, ‘চাঁদনী’ ও ‘এক পশলা বৃষ্টি’ সিনেমাগুলো। চলতি বছরই সিনেমাগুলো মুক্তি পাওয়ার কথা রয়েছে।</p>