<p>মা শ্রীদেবীর পথ ধরে অভিনেত্রী হিসেবে বলিউডে নিজের পোক্ত জায়গা করে নিয়েছেন জাহ্নবী কাপুর। চ্যালেঞ্জিং সব চরিত্রে হাজির হয়ে প্রশংসা কুড়াচ্ছেন সবার। চরিত্রের জন্য হাড়ভাঙা শ্রম দিতেও আপত্তি নেই তার। আপত্তি শুধু এক জায়গায়, সেটা হলো চুল!</p> <p>হ্যাঁ, চুল নিয়ে কোনো আপস করতে রাজি নন জাহ্নবী। কোনো চরিত্র যতই গুরুত্বপূর্ণ হোক না কেন, তার জন্য নিজের চুল বিসর্জন দেবেন না তিনি। জাহ্নবী বলেন, ‘কেউ যদি আমাকে ন্যাড়া চরিত্রে নিতে চায়, তাহলে ন্যাড়া ক্যাপ অথবা ভিএফএক্সের ব্যবহার করতে পারে। চরিত্রের জন্য আমার কাঁধ নড়ে গেছে, রক্তাক্ত হয়েছি, হাড় ভেঙেছি, কত ধরনের যন্ত্রণার মধ্য দিয়ে গেছি। কিন্তু ন্যাড়া হওয়া আমার পক্ষে সম্ভব নয়।’</p> <p><img alt="5" height="667" src="https://filmfare.wwmindia.com/content/2023/jul/janhvikapoor21688711319.jpg" width="500" /></p> <p>এই শক্ত আপত্তির মূলে রয়েছে মায়ের প্রতি ভালোবাসা। জাহ্নবী বলেন, “আমার মনে আছে, ‘ধড়ক’ সিনেমার সময় আমি চুল কাটিয়েছিলাম। তখন মা সাফ বলে দিয়েছিলেন, চরিত্রের জন্য যেন চুল না কাটাই। প্রতি তিন-চার দিন পরই তিনি আমার চুলে তেল দিয়ে দিতেন। আমার চুল নিয়ে তাঁর গর্ব হতো। তাই এই চুল আমি কখনো কাটাব না।’<br /> আজ মুক্তি পেয়েছে জাহ্নবী অভিনীত নতুন সিনেমা ‘উলাঝ’।</p> <p>এই সিনেমার জন্যও চুল কাটানো প্রয়োজন ছিল। তবে পরিচালক সুধাংশু সারিয়ার সঙ্গে একপ্রকার লড়াই করে চুল অক্ষত রেখেছেন অভিনেত্রী। সিনেমাটিতে জাহ্নবীর সঙ্গে আছেন গুলশান দেবাইয়া, রোশান ম্যাথিউ, আদিল হুসেন, রাজেশ তাইলাং প্রমুখ।</p>