বিপিএলের ড্রাফটে শাকিব খান, দলে ভেড়ালেন লিটনকে

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
বিপিএলের ড্রাফটে শাকিব খান, দলে ভেড়ালেন লিটনকে
বিপিএলের ড্রাফটে শাকিব খান

প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) ঢাকা ক্যাপিটালস’র হয়ে মালিকানা নিয়েছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। তাই প্লেয়ার্স ড্রাফটেও উপস্থিত হয়েছেন এই তারকা। সোমবার (১৪ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে সকাল থেকে শুরু হয়েছে বিপিএলের প্লেয়ার ড্রাফট। যেখানে নিজের ফ্র্যাঞ্চাইজির সঙ্গে হাজির হয়েছেন শাকিব খান নিজেও।

প্রথমবারের মতো ড্রাফট অনুষ্ঠানে থেকে দল গোছানোর ভূমিকায় দেখা যাবে এই নায়ককে। 

বিপিএলের ১১তম আসরের প্লেয়ার ড্রাফট চলছে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে। এখন পর্যন্ত তিন রাউন্ডে ৬ জন করেছে খেলোয়াড় দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজি গুলো। এরমধ্যে চারজন করে দেশি ক্রিকেটার ও দুজন বিদেশি ক্রিকেটার।

প্রথম রাউন্ডেই জাতীয় দলের ব্যাটসম্যান লিটন কুমার দাসকে বেছে নিয়েছে শাকিব খানের ঢাকা ক্যাপিটালস। তাসকিন আহমেদকে দলে ভিড়িয়েছে দুর্বার রাজশাহী। তবে ‘এ’ ক্যাটাগরিতে থাকা রিশাদ হোসেনকে এখনো কোনো দল ড্রাফট থেকে বেছে নেয়নি।

সদ্য সমাপ্ত ভারত সিরিজের শেষ টি-টোয়েন্টিতে বেদম মার খেয়েছেন রিশাদ।

ওই ম্যাচে মাত্র ২ ওভারেই ৪৬ রান দিয়েছিলেন বাংলাদেশি লেগস্পিনার। এর মধ্যে সাঞ্জু স্যামসন এক ওভারেই মেরেছিলেন ৫ ছক্কা। এখনো কোনো দল না টানলেও সামনে দল পাওয়ার সুযোগ আছে রিশাদের।

এদিকে, শাকিবের ঢাকা ক্যাপিটালস কোন খেলোয়াড়রা জায়গা পাবে সেটা নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। তবে এ জন্য বিকেল অবধি ভক্তদের অপেক্ষা করতে হবে।

এর আগে বিপিএলের সঙ্গে যুক্ত হওয়া প্রসঙ্গে শাকিব খান বলেন, আসন্ন বিপিএলে আমাদের টিমের নাম বাছাই করতে দেশ-বিদেশের অনেক ক্রিকেটপ্রেমী মানুষের সাড়া পেয়েছি। যা দেখে সত্যি উচ্ছ্বসিত হয়েছি। তাই সবার মতামতকে প্রাধান্য দিয়ে আমাদের টিমের নাম চূড়ান্ত করা হয়েছে ‘ঢাকা ক্যাপিটালস’। আপনাদের সকলের সর্বোচ্চ সমর্থন ও ভালোবাসায় ঢাকা ক্যাপিটালস কাঙ্খিত সাফল্য অর্জন করবে, এটাই আমার বিশ্বাস- যোগ করেন শাকিব। 

বিশ্বব্যাপী জনপ্রিয় ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল)-এ শাহরুখ খান, প্রীতি জিনতা, জুহি চাওলা, শিল্পা শেঠির মতো তারকারা বিভিন্ন দলের মালিকানায় ছিলেন। আসন্ন ১১তম বিপিএলের আসরের দেশের প্রথম নায়ক হিসেবে দল কিনে সেই যাত্রাই যেন শুরু করলেন শাকিব খান। 

মন্তব্য

সম্পর্কিত খবর

শ্রীলীলার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন কার্তিক

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
শ্রীলীলার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন কার্তিক
সংগৃহীত ছবি

সারা আলি খান থেকে জাহ্নবী কাপুর, অনন্যা পাণ্ডের পর এবার দক্ষিণী নায়িকা শ্রীলীলার প্রেমে নাকি হাবুডুবু খাচ্ছেন কার্তিক আরিয়ান। এমনই গুঞ্জন বেশ অনেক দিন ধরে। যদিও অভিনেতা জানিয়েছেন তিনি ‘সিঙ্গেল’। 

কিছুদিন আগেই কার্তিকের বাড়িতে পার্টি করতে দেখা গিয়েছিল তার আসন্ন ছবির নায়িকাকে।

তাতেই কার্তিক আরিয়ান-শ্রীলীলার প্রেম ছাঁদনাতলা পর্যন্ত গড়াচ্ছে, এমনই গুঞ্জন বলিউডে। 

সম্প্রতি উত্তরবঙ্গে ও সিকিমে শ্রীলীলার সঙ্গে শুটিং করছেন কার্তিক। সেখানকার কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে শ্রীলীলা ও কার্তিকের ক্যামেরার পিছনের রসায়ন দেখে দুইয়ে-দুইয়ে চার করতে ব্যস্ত অনুরাগীর।

তবে সে সব জল্পনা উড়িয়ে দিয়েছেন অভিনেতা। 

Who is Sreeleela? Actress linked to Kartik Aaryan, created a sensation in  Pushpa 2's item number | PINKVILLA

কার্তিক সাফ জানান, আমার ব্যক্তিগত জীবন নিয়ে অনেক কথা হয়েছে। কিছুটা ঠিক, কিছুটা অসত্য। আমি এটা বলব যে আমি সিঙ্গেল।

অভিনেতার কথায়, ‘আমার ব্যক্তিগত জীবন নিয়ে এত চর্চা হয়েছে যে আজকাল কারও সঙ্গে আলাপ হলেও অদ্ভুত লাগে। আসলে বাইরে যে এত কথা হয় আমাকে নিয়ে, আমি ভাবি এত তথ্য তো আমি নিজেও জানি না নিজেকে নিয়ে। সময়ের সঙ্গে সঙ্গে আমি এটা বুঝতে পেরেছি যে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে আরও সচেতন থাকতে হবে।’

মন্তব্য

গায়েব আয়োজক, ঢাকায় গাওয়া হলো না পাকিস্তানি গায়কের

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
গায়েব আয়োজক, ঢাকায় গাওয়া হলো না পাকিস্তানি গায়কের
মুস্তাফা জাহিদ

পাকিস্তানি শিল্পী মুস্তাফা জাহিদ। বিশ্বজুড়ে যার ভক্ত-অনুরাগী রয়েছে। সদ্যই ঢাকায় এসেছেন তিনি। কথা ছিল, ‘মেলোডি আনলিশড’ শিরোনামের একটি কনসার্টে গান গাইবেন।

কিন্তু শেষ পর্যন্ত ঢাকায় এসেও আর গান গাওয়া হলো না তার। কনসার্টটি স্থগিত করেছে আয়োজক প্রতিষ্ঠান মেলোডি অ্যান্ড মাইন্ড কমিউনিকেশন।

কনসার্ট শুরু হওয়ার ঘণ্টাখানেক আগে আয়োজক প্রতিষ্ঠান ফেসবুকে জানিয়ে দেয়, কনসার্টটি স্থগিত করা হয়েছে। কারণ দর্শানো হয়েছে- নিরাপত্তাজনিত সমস্যাকে।

আরো পড়ুন
আগুনে পুড়ল ফ্যাসিস্টের মোটিফ, ফায়ার সার্ভিস বলছে ‘রহস্যজনক’

আগুনে পুড়ল ফ্যাসিস্টের মোটিফ, ফায়ার সার্ভিস বলছে ‘রহস্যজনক’

 

ঢাকার শিল্পী এ কে রাহুল, ব্যান্ড লেভেল ফাইভ ও এনকোর– এই কনসার্টে অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু আয়োজকরা কারো সঙ্গেই যোগাযোগ রাখেননি বলে অভিযোগ করেছেন শিল্পীরা। বিষয়টি নিয়ে এ কে রাহুল বলেন, একজন আন্তর্জাতিক শিল্পী অতিথি হয়ে দেশে এসেছেন। প্র্যাকটিসও করেছেন।

অথচ আয়োজকরা একেবারে শেষ মুহূর্তে গায়েব হয়ে গেলেন। এটা শুধু লজ্জাজনক নয়, শিল্পীসমাজের জন্য অপমানজনকও।

ব্যান্ড লেভেল ফাইভের ম্যানেজার শাহরিয়ার নাফিস জানান, আয়োজকরা গতকাল যে পেমেন্ট দেওয়ার কথা বলেছিল, সেটিও দেয়নি। তখন থেকেই সন্দেহ হয়েছিল কিছু একটা হতে পারে।

আরো পড়ুন
ফিলিস্তিনিদের জন্য একঝাঁক শিল্পীর প্রতিবাদী গান

ফিলিস্তিনিদের জন্য একঝাঁক শিল্পীর প্রতিবাদী গান

 

অন্যদিকে, এই কনসার্টের জন্য তিন ক্যাটাগরির টিকিট বিক্রি হয়েছিল।

জেনারেল এক হাজার ৯৯৯ টাকা, মেলোডি জোন তিন হাজার ৪৯৯ এবং প্রিমিয়াম ১০ হাজার টাকা। কনসার্টটি হওয়ার কথা ছিল পূর্বাচলের বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে। তবে ভেন্যু কর্তৃপক্ষ জানায়, ‘মেলোডি অ্যান্ড মাইন্ড কমিউনিকেশন’  নামের কোনো প্রতিষ্ঠানের আজকের দিনের জন্য বুকিং ছিল না। তারা যোগাযোগ করেছিল ঠিকই, কিন্তু কোনো পেমেন্ট দেয়নি। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত অসংখ্য দর্শক ভেন্যুতে হাজির হন। কিন্তু সেখানে গিয়ে দেখেন গেট বন্ধ, নেই কোনো আয়োজনের চিহ্ন। দর্শকরা আয়োজকের নম্বরে ফোন করলেও সব নম্বর বন্ধ পাওয়া গেছে বলে জানা যায়।

মন্তব্য

ফিলিস্তিনিদের জন্য একঝাঁক শিল্পীর প্রতিবাদী গান

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
ফিলিস্তিনিদের জন্য একঝাঁক শিল্পীর প্রতিবাদী গান

ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরোচিত গণহত্যা নাড়িয়ে দিয়েছে গোটা বিশ্বকে। বাংলাদেশেও এই হামলার প্রতিবাদ জানাচ্ছে সর্বসাধারণ। শোবিজ তারকারাও শামিল হয়েছেন এই প্রতিবাদে। এবার ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে গান তৈরি করলেন জাহিদ নিরব।

‘আকাশে উড়ছে মৃত লাশ’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন একঝাঁক সংগীতশিল্পী। নতুন এই গানের কথা লিখেছেন তুষার রহমান। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব। 

আরো পড়ুন
কান উৎসবের মনোনয়ন ঘোষণা, কারা আছেন দৌড়ে?

কান উৎসবের মনোনয়ন ঘোষণা, কারা আছেন দৌড়ে?

 

গানটির শিরোনাম অনুপ্রাণিত হয়েছে গাজা থেকে ছড়িয়ে পড়া একটি ভাইরাল ভিডিও থেকে, যেখানে বিস্ফোরণের পর আকাশে ছিটকে পড়া মৃতদেহের করুণ দৃশ্য ধারণ করা হয়েছিল।

এই গানে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল, দিলশাদ নাহার কনা, আতিয়া আনিশা, মহাবী, নিবির, তুষার এবং নাইম। গানের প্রতিটি লাইনে ফুটে উঠেছে একটাই প্রশ্ন— আর কতকাল ফিলিস্তিনিদের এই যন্ত্রণা সহ্য করতে হবে?

গানটির সাউন্ড ডিজাইন করেছেন সুমন পারভেজ এবং এটি রেকর্ড করা হয়েছে সাউন্ড অব সাইলেন্স স্টুডিওতে। এটি একটি শান্ত কিন্তু গভীর আবেগময় প্রতিবাদী গান।

আরো পড়ুন
আমি খারাপ অভিনয়শিল্পী নই

আমি খারাপ অভিনয়শিল্পী নই

 

আকাশে উড়ছে মৃত লাশ গানটি নিয়ে জাহিদ নিরব বলেন, ‘আমি বিশ্বাস করি, প্রতিবাদের তিনটি ভাষা রয়েছে—নীরবতা, শব্দ আর রক্ত।

এই সময়ে আমি শব্দকেই বেছে নিয়েছি। গানে গানে প্রতিবাদ জানিয়েছি। এটি আমার জন্য শুধু একটি গান নয়, বরং একটি আর্তনাদ—নিষ্পাপ শিশুদের, মায়েদের আর নিঃস্ব মানুষদের হয়ে তোলা এক চিৎকার। প্রতিদিন যখন গাজার আকাশে লাশ উড়ে বেড়ায়, তখন চুপ করে থাকা যায় না। আমি যুদ্ধ চাই না, মৃত্যুও চাই না।
কিন্তু অন্যায়ের বিরুদ্ধে কণ্ঠ তো তুলতেই হয়। এই গান সেই সাহসিকতারই এক ছোট্ট প্রকাশ।’

মন্তব্য

কান উৎসবের মনোনয়ন ঘোষণা, কারা আছেন দৌড়ে?

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
কান উৎসবের মনোনয়ন ঘোষণা, কারা আছেন দৌড়ে?

বছর পেরিয়ে আবারও শুরু হচ্ছে কান চলচ্চিত্র উৎসব। এবার ৭৮তম আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৩ মে, ফ্রান্সের কান শহরের পালে দ্য ফেস্টিভ্যাল ভবনে। বৃহস্পতিবার রাতে উৎসবের নির্বাচিত ছবিগুলোর তালিকা প্রকাশ করা হয়েছে। সংবাদ সম্মেলনে হাজির হয়ে তালিকা প্রকাশ করেন উৎসবের প্রেসিডেন্ট আইরিস নোবলোখ ও জেনারেল ডেলিগেট থিয়েরি ফ্রেমো।

এবারের উৎসবে মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা পেয়েছে ১৯টি ছবি। তবে এবার কোনো কোরীয় ছবি জায়গা করে নিতে পারেনি। গত এক যুগে এই প্রথম এমনটা ঘটল।

আরো পড়ুন
হলসংখ্যা বেড়েছে ঈদের তিন ছবির

হলসংখ্যা বেড়েছে ঈদের তিন ছবির

 

এবারের নির্বাচিত ছবিগুলো হলো ‘আলফা’ (ফ্রান্স, বেলজিয়াম), ‘দোসিয়ে ১৩৭’ (ফ্রান্স), ‘ঈগলস অব দ্য রিপাবলিক’ (সুইডেন, ফ্রান্স, ডেনমার্ক ও ফিনল্যান্ড), ফুয়োরি’ (ইতালি, ফ্রান্স), ‘এডিংটন’ (যুক্তরাষ্ট্র), ‘নুভেল ভাগ’ (ফ্রান্স), ‘দ্য ফিন্যান্সিয়াল স্কিম’ (যুক্তরাষ্ট্র, জার্মানি), ‘দ্য হিস্টোরি অব সাউন্ড’ (যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র), ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’ (ইরান, ফ্রান্স), ‘দ্য লিটল সিস্টার’ (ফ্রান্স, জার্মানি), ‘দ্য মাস্টারমাইন্ড’ (যুক্তরাষ্ট্র, জার্মানি), ‘রেনোয়ার’ (জাপান, ফ্রান্স, সিঙ্গাপুর, ফিলিপাইন ও ইন্দোনেশিয়া), ‘রোমেরিয়া’ (স্পেন, জার্মানি), ‘দ্য সিক্রেট এজেন্ট’ (ব্রাজিল, ফ্রান্স), ‘সেনটিমেন্টাল ভ্যালু’ (নরওয়ে, ফ্রান্স, জার্মানি, ডেনমার্ক, সুইডেন, যুক্তরাজ্য), ‘সিরাত’ (স্পেন, ফ্রান্স), ‘সাউন্ড অব ফলিং’ (জার্মানি), ‘টু প্রসিকিউটরস’ (লাটভিয়া, ফ্রান্স, নেদারল্যান্ডস, রোমানিয়া, লিথুয়ানিয়া) এবং ‘দ্য ইয়ং মাদার্স হোম’ (বেলজিয়াম)।

 

আরো পড়ুন
আমি খারাপ অভিনয়শিল্পী নই

আমি খারাপ অভিনয়শিল্পী নই

 

উৎসবের অন্যতম প্রতিযোগিতা বিভাগ আঁ সার্তে রিগায় এবার লড়বে ১৬টি ছবি—‘দ্য মিস্টিরিয়াস গেজ অব দ্য ফ্লেমিঙ্গো’, ‘মেতেওরস’, ‘মাই ফাদারস শ্যাডো’, ‘আর্চিন’,  ‘এলিয়ানোর দ্য গ্রেট’, ‘ওয়ান্স আপন আ টাইম ইন গাজা’, ‘আইশা ক্যান্ট ফ্লাই অ্যাওয়ে’, ‘হেডস অর টেইল?’, ‘পিলোন’, ‘ল্যাঁকোনু দ্য লা গ্রঁদ আর্শ’, ‘আ পালে ভিউ অব দ্য হিলস’, ‘দ্য লাস্ট ওয়ান ফর দ্য রোড’, ‘হোমবাউন্ড’, ‘কারাভান’, ‘দ্য প্লেগ’ ও ‘প্রমিজড স্কাই’।

এবারের কান উৎসব হলিউড অভিনেত্রী স্কারলেট জোহানসনের জন্য বিশেষ বটে। কেননা নির্বাচিত দুটি ছবির সঙ্গে তিনি জড়িত। মূল প্রতিযোগিতায় জায়গা করে নেওয়া ওয়েস অ্যান্ডারসনের ‘দ্য ফিন্যানশিয়াল স্কিম’-এ অভিনয় করেছেন স্কারলেট।

আবার প্রথমবার ছবি নির্মাণ করেও দেখালেন চমক। তাঁর ‘এলিয়ানোর দ্য গ্রেট’ নির্বাচিত হয়েছে আঁ সার্তে রিগা বিভাগে।

এদিকে জাহ্নবী কাপুরের ক্যারিয়ারেও নতুন প্রাপ্তি যুক্ত হলো। বলিউড অভিনেত্রী অভিনীত ‘হোমবাউন্ড’ নির্বাচিত হয়েছে আঁ সার্তে রিগায়। বানিয়েছেন নিরাজ ঘেওয়ান।

এবার উদ্বোধনী ছবি হিসেবে প্রদর্শিত হবে আমেলি বোনাঁর ‘লিভ ওয়ান ডে’। এটি নির্মাতার প্রথম ছবি।

উৎসবের প্রধান জুরি অভিনেত্রী জুলিয়েট বিনোশ। এবার আজীবন সম্মাননা হিসেবে সম্মানসূচক স্বর্ণপাম দেওয়া হবে অভিনেতা রবার্ট ডি নিরোকে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ