<p>আপাতত অভিনয়ই ধ্যানজ্ঞান খায়রুল বাসারের। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী থাকার সময় থেকে নানা সাংস্কৃতিক কর্মকান্ডেই জড়িত ছিলেন। টুকটাক কবিতা লিখতেন, মাইম করতেন- আরও কত কি! এখন থিতু হয়েছেন অভিনয়ে। অভিনয় দিয়ে জনপ্রিয়তার তুঙ্গেও রয়েছেন তিনি। কিন্তু সেই পুরনো অভ্যাস থেকে কি বের হতে পেরেছেন? এর উত্তর ‘না’। সুযোগ পেলেই আর মাথায় কবিতার লাইন ভর করলেই খাতা কলম হাতে নেন। সেটা না পেলে হাতে থাকা মুঠোফোনের নোটস অ্যাপটাই হয়ে যায় খাতা-কলম। সেরকম করেই লেখা একটি কবিতার ঠাঁই হলো এই শারদীয় দূর্ঘগাপূজা উপলক্ষে প্রকাশিত একটি ম্যাগাজিনে। ঢাকার কেরানিগঞ্জ থেকে প্রকাশিত ‘জ্যোতিময়ী;’ নামে একটি ম্যাগাজিনের পূজো বার্ষিকীতে ঠাঁই হয়েছে খায়রুল বাসারের একটি কবিতা। কবিতার শিরোনাম ‘ঠিক একা বলা যায় না’।</p> <p>কবিতা প্রকাশের ঘটনায় স্বাভাবিকভাবে উচ্ছসিত বাসার। ম্যাগাজিনের সম্পাদক স্বপ্নীল চক্রবর্তীকে ধন্যবাদ জানিয়ে কবিতার পাতাটি ফেসবুকে পোস্ট করেছেন তিনি। লিখেছেন, ‘ধন্যবাদ সম্পাদক সাহেব স্বপ্নীল চক্রবর্ত্তী, আমার ছোট্ট লেখাটাকে কবিতা হিসেবে গ্রহণ করার জন্য। আপনি আমার ভীষণ পছন্দের কবি, আপনার মাধ্যমে কোন লেখা কবিতা হিসেবে স্বীকৃতি পেল বলা চলে, তা আনন্দের। আমাকে পাশে রাখার জন্য ভালোবাসা আপনাদের।’</p> <p>পোস্টের নিচে বাসারের ভক্তরা কমেন্ট করে শুভ কামনা জানিয়েছেন। প্রকাশ করেছেন উচ্ছাস। কবিতা প্রকাশের বিষয় নিয়ে কালের কন্ঠকে বাসার বলেন, ‘মাঝেমধ্যে লেখা চলে আসে। লিখে ফেলি। কিন্তু সেগুলো আদৌ কবিতা হয় কিনা জানিনা। যেহুতু এবার এই ম্যাগাজিনে কবিতা হিসেবে প্রকাশ  পেলো, তাহলে হয়তো কবিতা হিসেবে স্বীকৃতি পেলো আমার লেখাগুলো। আর পত্রিকাটির সম্পাদক আমার খুব পছন্দের মানুষ ও লেখক। তার চাওয়াতেই সম্ভব হয়েছে।’</p> <p>নিয়মিত লিখবেন কিনা জানতে চাইলে বাসার প্রতিবেদকের আগের লেখা দু-তিনটি কবিতার কথা উল্লেখ্য করে বলেন, ‘চেষ্টা করি মাঝেমধ্যে। মন চাইলে লিখে ফেলি।’</p> <p>তিনি জানান ২০১৫ সালের দিকে একটি জাতীয় দৈনিকের পাঠক সংগঠনের পাতায় ভালোবাসা দিবস উপলক্ষে একটা কবিতা প্রকাশিত হয়েছিল। তখন অবশ্য বাসার পুরোদস্তুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। অভিনয়ের সঙ্গে সেভাবে যুক্ত হননি। তারপর এবারই প্রকাশ পেলো বাসারের কবিতা। </p>