২০২০ সালে ওটিটির পর্দায় মুক্তি পেয়েছিল ‘পাতাল লোক’ ওয়েব সিরিজের প্রথম সিজন। প্রথম সিজনেই একেবারে বাজিমাৎ করেছে এটি। সিরিজটি নিয়ে বেশ একটা উন্মাদনা রয়েছে দর্শক মহলে। দর্শকরা অপেক্ষায় ছিলেন এর দ্বিতীয় সিজনের।
শঙ্খনীল দেব
২০২০ সালে ওটিটির পর্দায় মুক্তি পেয়েছিল ‘পাতাল লোক’ ওয়েব সিরিজের প্রথম সিজন। প্রথম সিজনেই একেবারে বাজিমাৎ করেছে এটি। সিরিজটি নিয়ে বেশ একটা উন্মাদনা রয়েছে দর্শক মহলে। দর্শকরা অপেক্ষায় ছিলেন এর দ্বিতীয় সিজনের।
পাতাল লোকের দ্বিতীয় সিজনে প্রশান্ত তামাং তার অনবদ্য অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করেছেন। যদিও তিনি অভিনয়ে নতুন মুখ নন, এর আগেও কিছু প্রজেক্টে কাজ করেছেন। তবে এবার পাতাল লোকে তিনি যেভাবে নিজেকে মেলে ধরেছেন পর্দায় তা এককথায় অবিশ্বাস্য। সিরিজটিতে একজন ভয়ঙ্কর স্নাইপারের চরিত্রে অভিনয় করেছেন প্রশান্ত। তার চরিত্র এবং অভিনয় দক্ষতা তাকে বিশেষভাবে আলাদা করে তুলেছে সিরিজে। দর্শকদের মতে, দ্বিতীয় সিজনে জয়দীপ আহলাওয়াতের মতো প্রশান্ত তামাং তার চরিত্রের প্রতি দারুণভাবে সুবিচার করেছেন। তার অভিব্যক্তি, সংলাপ বলার ধরণ এবং শরীরী ভাষা এতটাই শক্তিশালী ছিল যে দর্শকদের তিনি পুরোপুরি নিজের সঙ্গে যুক্ত করতে পেরেছেন। প্রশান্তের চরিত্রটি সিরিজের গল্পের একটি গুরুত্বপূর্ণ দিক বলা চলে। সেই চরিত্রের আবেগ, মানসিক দ্বন্দ্ব এবং সংঘাতগুলোকে তিনি অত্যন্ত বাস্তবমুখী করে ফুটিয়ে তুলেছেন। বিশেষত, তার অভিনয় গল্পের গতি বাড়িয়েছে এবং চরিত্রটিকে মনে রাখার মতো করে তুলেছে।
পাতাল লোকের দ্বিতীয় সিজনে জয়দীপ ও প্রশান্তের মতো ইসয়াক সিংও ছিলেন নিজের চরিত্রে দারুণ। প্রথম কিস্তির মতো এবারও শান্ত চোখে চিরচেনা ভঙ্গিতে দর্শকদের মনে ছাপ ফেলে গেছেন তিনি। সেই সঙ্গে তিলোত্তমা সোমের উপস্থিতি ছিল বাড়তি পাওনা। বেশ নিখুঁতভাবে নিজেকে মেলে ধরেছেন এই গুণী অভিনেত্রী। পার্শ্বচরিত্রে গুল পনাগ, নাগেশ কুকুনুর এবং অন্যান্যরাও দুর্দান্ত অভিনয় করেছেন। ১৭ জানুয়ারি অ্যামাজন প্রাইমে মুক্তি পায় বহুল প্রত্যাশিত সিরিজটি।
প্রশান্ত তামাং পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ের বাসিন্দা। ছোটবেলায় বাবাকে হারানোর কারণে কঠিন পরিস্থিতির মুখোমুখি হন তিনি। এরপর স্কুল ছেড়ে দেন এবং কলকাতা পুলিশে যোগদান করেন। যেখানে তিনি পুলিশের অর্কেস্ট্রায়ও পারফর্ম করতেন। তার ‘ইন্ডিয়ান আইডল’ যাত্রা শুরু হয় কলকাতা থেকে। সুরেলা কণ্ঠের কারণে তিনি সেরা দশে জায়গা করে নেন। এরপর ফাইনালে অমিত পলকে হারিয়ে ইন্ডিয়ান আইডলের তৃতীয় সিজনের বিজয়ী হন।
এরপর গানের জগত থেকে রীতিমতো হারিয়েই যান প্রশান্ত তামাং। ২০০৯ সালে নেপালি সিনেমায় তার অভিনয় ক্যারিয়ার শুরু করেন এবং ২০১০ সালে ‘গোর্খা পাল্টন’ সিনেমার মাধ্যমে তার অভিষেক ঘটে। এরপর তার দ্বিতীয় চলচ্চিত্র ‘আঙ্গালো ইয়ো মায়া কো’ মুক্তি পায়। তবে এবার তিনি ‘পাতাল লোক : সিজন ২’ দিয়ে নিজের ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করলেন। বলতে গেলে, পাতাল লোকের রহস্যপুরীতে নিজের অভিনয়গুণে মুগ্ধতা ছড়ালেন প্রশান্ত।
সম্পর্কিত খবর
রুসু বাউণ্ডুলে ও বন্ধুপ্রেমী একটা ছেলে। ভার্সিটিতে পড়লেও সারা দিন বাইকে চেপে ঘুরে বেড়ায় আর বাউণ্ডুলে জীবন কাটায়। এদিকে মারজান মাত্র কলেজ লাইফ শেষ করে ভার্সিটিতে পা দেওয়ার অপেক্ষায় আছে। একই ভার্সিটির সিনিয়র রুসু।
এভাবেই মজার ও ভয়ের একটি দৃশ্য দিয়ে শুরু হয় ‘মন দিওয়ানা’ নাটকের গল্প। এতে জুটি হয়ে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও তটিনী, নির্মাণ করেছেন হাসিব হোসাইন রাখি।
নির্মাতার ভাষ্যে, গল্পটা শুধু প্রেমের নয়, বন্ধুত্বেরও।
‘মন দিওয়ানা’ নাটকে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন নাদের চৌধুরী। প্রযোজক-পরিবেশক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, এবারের ঈদ উৎসবে অন্তত ২০টি বিশেষ নাটকের পসরা সাজাচ্ছে সিএমভি।
প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন শাহরুখ খান, একটা সময়ে বলিউডে কান পাতলেই শোনা যেত এমন খবর। অভিনেত্রীর বাড়ির নিচে ভোররাতে শাহরুখের গাড়ি থেকে শুরু করে একই ডেনিম জ্যাকেট গায়ে ভিন্ন অনুষ্ঠানে দুই তারকার গায়ে দেখা, তাদের ‘প্রেমের ইস্তেহার’ নিয়ে কম চর্চা হয়নি! মাসখানেক সেই গুঞ্জন চলার পর সেই জল গড়িয়েছে অনেক দূর!
এর পর বলিউডে সেভাবে কাজ না পাওয়ায় মুম্বাই ছেড়ে মার্কিন মুলুকে পাড়ি জমান ‘দেশি গার্ল’। অন্যদিকে, শাহরুখ নতুন করে বলিউডে ঝড়ো ব্যাটিং শুরু করেন। তবে সম্পর্ক-বিচ্ছেদের রটনার পর থেকে আর এ যাবৎকাল শাহরুখ-প্রিয়াঙ্কাকে মুখোমুখি হতে দেখা যায়নি।
তবে এবার শোনা যাচ্ছে, কলকাতাতে দুই দশক পর মুখোমুখি হতে যাচ্ছেন শাহরুখ আর প্রিয়াঙ্কা। আর সেই জল্পনা সত্যি হলে ঝড় উঠতে চলেছে!
গত বছর আম্বানিদের পার্টিতে যোগ দেওয়ার জন্য মার্কিন মুলুক থেকে উড়ে এসেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। আর বলিউড বাদশাহ সেই অনুষ্ঠানে গিয়েছিলেন চুপিসারে মধ্যরাতে, দেশি গার্ল বেরিয়ে যাওয়ার পর। সেই খবর নিয়েও বলিউডে কম কানাঘুষা হয়নি!
বলিউড অন্দরমহলের সূত্রে খবর, একে-অপরকে এড়িয়ে যাওয়ার জন্যই ভিন্ন সময়ে পার্টিতে যোগ দেন তারা।
মুখোমুখি কি হবেন তারা? কিংবা মায়ানগরী থেকে বহুদূরে এই কলকাতাতেই মিটবে শাহরুখ-প্রিয়াঙ্কার মান-অভিমান? এমন সব কৌতূহল অস্বাভাবিক নয়!
প্রতিবারের মতো এবারও জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে আইপিএল। আগামী ২২ মার্চ ইডেনে জাঁকজমকপূর্ণ সেই অনুষ্ঠানের অতিথি তালিকা রীতিমতো চমকে দেওয়ার মতো।সালমান খান থেকে শুরু করে শ্রদ্ধা কাপুর, বরুণ ধাওয়ান, কে নেই সেই অতিথি তালিকায়!
প্রাথমিকভাবে সূত্র মারফত খবর, আগামী ২২ মার্চ ইডেনে একসঙ্গে উপস্থিত থাকতে চলেছেন বলিউড বাদশাহ শাহরুখ এবং ‘ভাইজান’ সালমান।
জানা গেছে, অনুষ্ঠানে বলিউড তারকাদের মধ্যে পারফরম করতে দেখা যাবে শ্রদ্ধা কাপুর, বরুণ ধাওয়ান, দিশা পাটানি, করণ আহুজা, অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষালদের। এছাড়া আমেরিকার পপ ব্যান্ড ওয়ান রিপাবলিককেও আমন্ত্রণ জানানো হয়েছে। সব মিলিয়ে শনিবারের ইডেনে চাঁদের হাত বসতে চলেছে।
অতিথি তালিকায় রয়েছেন সঞ্জয় দত্ত, সাইফ আলী খান, ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশল, মাধুরী দীক্ষিত করিনা কাপুর, উর্বশী রাউতেলা, আয়ুষ্মান খুরানারা। তবে সকলেই উপস্থিত থাকছেন কি না, সেটা এখনই বলা যাচ্ছে না! কিন্তু শাহরুখ-প্রিয়াঙ্কা একমাঠে থাকলে যে দুই তারকার অনুরাগী শিবিরের উন্মাদনার পারদ চড়বে, তা বলাই বাহুল্য।
অভিনয়ের বাইরে সামাজিক যোগাযগ মাধ্যমেও সরব তাসনিয়া ফারিণ। কাজের খবরের পাশাপাশি মাঝেমধ্যেই নিজের ভাল লাগার নানান খবরও অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন তিনি।
সম্প্রতি নিজের ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। সেই ছবিতে ফারিণকে দেখা গেছে খোলা চুলে মিষ্টি হাসিতে।
অভিনেত্রীর মিষ্টি হাসির প্রশংসার পাশাপাশি ক্যাপশনের জন্য নানারকম হাস্যরসাত্মক মন্তব্যও পাচ্ছেন তিনি। একজন লিখেছেন, অসাধারণ হয়েছে হাসিটা। আরেকজন লিখেন, পিকআপ তো লাগবেই, কিন্তু সেটা বউ নিতে যাওয়ার জন্য! এটাই তো আসল প্ল্যান, বুঝলেন কিনা? এর পর সেই মন্তব্যে প্রতিক্রিয়াও দেন ফারিণ।
সদ্যই উন্মুক্ত হয়েছে ফারিণের নাটক ‘পিকআপ লাগবে’। রাফাত মজুমদার রিংকুর পরিচালনায় এতে অভিনেত্রীর বিপরীতে ছিলেন ইয়াশ রোহান।
সাম্প্রতিক সময়ে বেশ আলোচনায় পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। ভারতেও তার অনুরাগীর সংখ্যা কম নয়। তারা নিয়মিত তার সমাজমাধ্যমে নজর রাখেন। এবার ভারতীয় অনুরাগীদের সেই ভালবাসা ফিরিয়ে দিতে গিয়েই বিপাকে পড়লেন হানিয়া।
কিছু দিন আগেই হলি উপলক্ষে ভারতীয় অনুরাগীদের শুভেচ্ছা জানিয়েছিলেন হানিয়া। নিজের বেশ কিছু ছবিও শেয়ার করেছিলেন তিনি। কয়েকটি ছবিতে দেখা যায়, ইংল্যান্ডের রাস্তায় বান্ধবীদের সঙ্গে সুসময় কাটাচ্ছেন তিনি।
এই পোস্ট দেখে হানিয়াকেও শুভেচ্ছা জানান তার ভারতীয় অনুরাগীরা।
হানিয়ার এই ছবিতে এক নিন্দুককে মন্তব্য করেন, “আপনি বরং হিন্দু ধর্ম গ্রহণ করুন। তা হলে বলিউডে আপনি যথেষ্ট ভালোবাসা পাবেন।” আর এক নিন্দুকের কথায়, “লজ্জা হওয়া উচিত।
তবে পাকিস্তানের একনিষ্ঠ অনুরাগীরা পাশে দাঁড়িয়েছেন হানিয়ার। এক অনুরাগী লিখেছেন, “এমন অশিক্ষিতের মতো কথাবার্তা দেখলে সত্যিই বিরক্ত লাগে। কিছু কিছু বিষয় ধর্মের ঊর্ধ্বে। মানবতা বলেও কিছু বিষয় থাকে।”
প্রসঙ্গত, হানিয়া আমিরকে সর্বশেষ দেখা গেছে পাকিস্তানি নাটক ‘কাভি ম্যায় কাভি তুম’-এ।