ঢাকা, রবিবার ২৩ মার্চ ২০২৫
৯ চৈত্র ১৪৩১, ২২ রমজান ১৪৪৬

ঢাকা, রবিবার ২৩ মার্চ ২০২৫
৯ চৈত্র ১৪৩১, ২২ রমজান ১৪৪৬

বাংলাদেশ-ভারতের সমস্যা নিয়ে যা বললেন অঞ্জন দত্ত

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
বাংলাদেশ-ভারতের সমস্যা নিয়ে যা বললেন অঞ্জন দত্ত
সংগৃহীত ছবি

বাংলাদেশ-ভারতের অশান্তির কারণে দুই দেশের শিল্পীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে মনে করছেন সংগীতশিল্পী, অভিনেতা ও নির্মাতা অঞ্জন দত্ত। তার কথায়, ‘কলকাতা এবং ঢাকার ফিল্ম ইন্ডাস্ট্রির স্বার্থে বাংলাদেশের সমস্যার দ্রুত সমাধান হওয়া প্রয়োজন। এই দুই দেশেরই খুব বড় একটা বাজার রয়েছে। এটি দুই দেশের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সোমবার পিটিআইকে (প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া) দেওয়া এক সাক্ষাৎকারে এমন কথাগুলো বলেন ভারতীয় এই শিল্পী। জানালেন, শিল্পক্ষেত্রে তিনি বরাবরই রাজনীতি বিরোধী। এরপর বলেন, ‘আমি বরাবরই শিল্পক্ষেত্রে রাজনীতির বিরোধী। রাজনীতি মানুষকে ভাগ করে, অথচ শিল্প মানুষকে একত্রিত করে।

আরো পড়ুন
‘পুতুলনাচের ইতিকথা’ নিয়ে কলকাতার সাহিত্য উৎসবে জয়া

‘পুতুলনাচের ইতিকথা’ নিয়ে কলকাতার সাহিত্য উৎসবে জয়া

 

এসময় তিনি আরো বলেন, ‘বাংলাদেশে অনেক সংবেদনশীল মানুষ রয়েছেন। তারা প্রত্যেকেই দারুণ সিনেমা নির্মাতা, থিয়েটার ব্যক্তিত্ব ও গায়ক। এত সমৃদ্ধ ঐতিহ্য এবং সংস্কৃতি শুধুমাত্র রাজনৈতিক কারণে বলি দেওয়া উচিত নয়। আমি চাই বর্তমান অচলাবস্থার দ্রুত সমাধান হোক।

শিল্প এবং সংস্কৃতির ক্ষেত্রে আমাদের একটা বড় বাজার রয়েছে। সেটা দুই দেশের জন্য খুলে যাওয়া প্রয়োজন। এতে দুই পক্ষেরই উপকার হবে।’

এদিকে, মুক্তির অপেক্ষায় রয়েছে অঞ্জন দত্ত অভিনীত ‘এই রাত তোমার আমার’ সিনেমাটি। পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনায় সিনেমাটিতে অঞ্জনের সহশিল্পী অপর্ণা সেন।

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

কোনো নায়িকার সঙ্গে প্রেম করতে চাইলে আমাকে সাইনিং করাবেন : মিষ্টি জান্নাত

    নানা কারণেই আলোচিত ও সংবাদের শিরোনাম হন মিষ্টি জান্নাত। ক্যারিয়ারে সিনেমা আর অভিনয় দিয়ে আলোচনার সৃষ্টি না করতে পারলেও ব্যক্তিজীবনের নানা মুখরোচক
বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
কোনো নায়িকার সঙ্গে প্রেম করতে চাইলে আমাকে সাইনিং করাবেন : মিষ্টি জান্নাত
মিষ্টি জান্নাত

নানা কারণেই আলোচিত ও সংবাদের শিরোনাম হন মিষ্টি জান্নাত। ক্যারিয়ারে সিনেমা আর অভিনয় দিয়ে আলোচনার সৃষ্টি না করতে পারলেও ব্যক্তিজীবনের নানা মুখরোচক গল্পে সংবাদের শিরোনাম হতে জুড়ি নেই তার। বিভিন্ন সময় নিজের বক্তব্যের জন্যও আলোচনায় আসেন এ নায়িকা। যেমনটা সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রযোজকদের সঙ্গে নায়িকাদের প্রেমের বিষয়ে মন্তব্য করেন তিনি।

সাক্ষাৎকারে এ নায়িকা তার নতুন ছবিসহ বেশ কিছু বিষয়ে কথা বলেছেন। সেখানেই তিনি জানান, প্রযোজকদের প্রেমের প্রস্তাব দিয়ে রেখেছেন তিনি। কারণ তাকে চুক্তিবদ্ধ করলেও পরে সিনেমার নায়িকা বদলে ফেলা হয়!

আরো পড়ুন
‘ট্যালেন্ট থাকলে ডাকবেই’, সিন্ডিকেট প্রসঙ্গে মিলা

‘ট্যালেন্ট থাকলে ডাকবেই’, সিন্ডিকেট প্রসঙ্গে মিলা

 

মিষ্টি জান্নাত বলেন, ‘বিগ বাজেটের দুইটি ছবি সাইনিং হতে যাচ্ছে। হয়েছে একটা অলরেডি।

আমার সিনেমার যখন নিউজ হবে। প্রযোজককে বলেছি যদি কোনো নায়িকার সঙ্গে প্রেম করতে ইচ্ছে করে আমাকে সাইনিং করাবেন।’

মিষ্টি জান্নাত আরো বলেন, ‘আমি যত ছবি সাইনিং করে দেশের বাইরে গিয়েছি এসে নায়িকা পরিবর্তন হয়ে গেছে, আমি থাকি সাথে আরেকজন নায়িকা থাকে। যেকোনো ভাবে দেখা যায়, আমি যে ছবিতে ছিলাম এতো বছর ধরে থাকি বিগ বাজেটের হলেই নায়িকারা দেখা যায় যে ওই প্রযোজকের সাথে প্রেম করা শুরু করে দেয়।

আরো পড়ুন
ওটিটির ‘ঈদ’ লড়াইয়ে তারা তিনজন

ওটিটির ‘ঈদ’ লড়াইয়ে তারা তিনজন

 

২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দার ক্যারিয়ার শুরু করেন মিষ্টি জান্নাত। এরপর নিয়মিত কাজ করেছেন সিনেমায়। নায়িকা পরিচয়ের পাশাপাশি তিনি একজন চিকিৎসকও। গত বছরে শাকিব খানের সঙ্গে বিয়ের গুঞ্জনে আলোচনায় এসেছিলেন এই অভিনেত্রী। পরে অবশ্য সংবাদ সম্মেলন ডেকে নিজেই বিষয়টি পরিষ্কার করেন তিনি।

জানান, পুরো বিষয়টিই আদতে গুজব। 

মন্তব্য

‘ট্যালেন্ট থাকলে ডাকবেই’, সিন্ডিকেট প্রসঙ্গে মিলা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
‘ট্যালেন্ট থাকলে ডাকবেই’, সিন্ডিকেট প্রসঙ্গে মিলা
মিলা ইসলাম

একসময়ের জনপ্রিয় সংগীতশিল্পী মিলা ইসলাম। ‘বাবুরাম সাপুড়ে’ গানটি দিয়ে ব্যাপক পরিচিতি পান। কনসার্ট মাতাতেন গানটি দিয়ে। কিন্তু ব্যক্তিজীবনের নানান সমস্যার কারণে শ্রোতাপ্রিয়তা থাকা সত্ত্বেও হঠাৎ নিজেকে আড়াল করে নেন এ সংগীতশিল্পী।

বিয়ে ও সংসার এবং পরবর্তীতে ডিভোর্স ও মামলা- এসব নিয়েই কেটেছে অনেক সময়। তাই দীর্ঘদিন তাকে সেভাবে অডিও গানে পাওয়া যায়নি। দেখা যায়নি প্লেব্যাকেও। অবশেষে বিরতি ভেঙে গত বছর থেকেই গানে ফিরেছেন তিনি।
অংশ নিয়েছেন স্টেজ শোতে। ফিরেছেন প্লেব্যাকেও।

আরো পড়ুন
ওটিটির ‘ঈদ’ লড়াইয়ে তারা তিনজন

ওটিটির ‘ঈদ’ লড়াইয়ে তারা তিনজন

 

এদিকে, শোবিজ অঙ্গনে প্রায়ই শোনা যায় সিন্ডিকেটের কথা। শিল্পীদের কারও কারও মতে, সিন্ডিকেটের কারণে তারা কাজ পান না।

মিলাও কি তার ক্যারিয়ারে সিন্ডিকেটের মুখোমুখি হয়েছেন? এই প্রশ্নের জবাবে মিলার উত্তর, ট্যালেন্ট থাকলে কাজ থাকবেই। সিন্ডিকেট বলতে কিছু নেই।

সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলের ভিডিও সাক্ষাৎকারে এমনটাই বলেন জনপ্রিয় এই গায়িকা। নতুন কাজের প্রসঙ্গে কথা বলতে গিয়ে মিলা জানান, এ বিষয়ের সঙ্গে তিনি কোনোভাবেই একমত নন। মিলা বলেন, ‘এখন কেউ যদি বলেন, সুযোগ পাচ্ছেন না সিন্ডিকেটের কারণে, এটা মোটেও বিশ্বাসযোগ্য কথা নয়।

আমি মনে করি, কোনো সিন্ডিকেট বলতে জীবনে কিছু নেই। কারও ট্যালেন্ট থাকলে তাকে নিতে সবাই বাধ্য এবং নেবেই। এটাই আসল কথা।’

আরো পড়ুন
আমি আর বুবলী দুজনই নাইন্টিজ কিড : সিয়াম

আমি আর বুবলী দুজনই নাইন্টিজ কিড : সিয়াম

 

এরপর এক সংবাদমাধ্যমের সঙ্গে কথোপকথনেও সিন্ডিকেট প্রসঙ্গে কথা বলেন মিলা। গায়িকা বলেন, ‘সিন্ডিকেট প্রসঙ্গ যাঁরা তোলেন, তাঁদের নিয়ে বলা যেতে পারে, সুখে থাকলে ভূতে কিলায়। আমি নিজে ভালো থাকলে, সবাই আমার সঙ্গে ভালো থাকবে, এটাই বিশ্বাস করি। এসব আমি আমার জীবন থেকে শিখেছি। আমি শিখেছি, কীভাবে ধৈর্য ধরতে হয়, কীভাবে কারও কাছে অভিযোগ না করে থাকতে হয়, কীভাবে খারাপ লাগলেও ছোটখাটো বিষয় হাসি দিয়ে এড়িয়ে যেতে হয়। আমি বিশ্বাস করি, শান্তিতে থাকার চেষ্টা করাটা বড় বিষয়। আফসোস না করে জীবনে যা প্রাপ্তি হয়েছে, তা নিয়ে সন্তুষ্ট থাকা উচিত। আরেকটা বিষয় আমি মনে করি, আমার ভাগ্যে যেটা নেই, সেটা আমার জন্য কখনোই ছিল না। যেটা আমার জন্য বরাদ্দ, শত বাধার পরও তা আমার কাছে আসবে।’

এবারের ঈদে মুক্তি প্রতিক্ষীত ‘ইনসাফ’ নামে একটি সিনেমায় গান গেয়েছেন মিলা। ‘প্রেম পুকুরে বড়শি ফেলে আনবোরে ধরে’, এমন কথামালায় সাজানো এ গানটি লিখেছেন সুদীপ কুমার দ্বীপ। সুর ও সংগীতায়োজন করেছেন শওকত আলী ইমন।

মন্তব্য

ওটিটির ‘ঈদ’ লড়াইয়ে তারা তিনজন

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
ওটিটির ‘ঈদ’ লড়াইয়ে তারা তিনজন
জয়া আহসান, তাসনিয়া ফারিণ ও রাফিয়াথ রশিদ মিথিলা

ঈদ উপলক্ষে সিনেমাহলগুলোতে যেমন থাকে উৎসবের আমেজ, তেমনি ওটিটিও থাকে সরগরম। বর্তমানে দেশে সিনেমাহলের সংখ্যা কমে আসায় ওটিটিতেই ঝুঁকছে মানুষ। প্রতিবারের মতো এবারও ওটিটি প্লাটফরমগুলোতে মুক্তি পাচ্ছে বেশ কয়েকটি ওয়েব সিরিজ এবং ওয়েব ফিল্ম। দেশীয় এ কনটেন্টগুলোর মাঝে এবার তিন অভিনেত্রীকে ঘিরেই বেশি প্রত্যাশা রাখছেন দর্শকরা।

তাদের মধ্যে রয়েছেন জয়া আহসান, রাফিয়াথ রশীদ মিথিলা ও তাসনিয়া ফারিণ। 

আরো পড়ুন
আমি আর বুবলী দুজনই নাইন্টিজ কিড : সিয়াম

আমি আর বুবলী দুজনই নাইন্টিজ কিড : সিয়াম

 

এবারের ঈদে ওটিটিতে আসছে জয়া আহসানের ‘জিম্মি’ নামে একটি ওয়েব সিরিজ। এ সিরিজ দিয়ে ওটিটি প্ল্যাটফর্মে প্রথমবার কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে তাকে। এটি পরিচালনা করেছেন আশফাক নিপুন।

২৮ মার্চ হইচই নামে একটি প্ল্যাটফর্মে সিরিজটি মুক্তি পাবে। নির্মাতা সূত্রে জানা গেছে, লোভের কাছে যেন জিম্মি হয়ে পড়া এক নারীর গল্প নিয়ে নির্মিত হয়েছে সিরিজটি। যেখানে দেখা যাবে, ১০ বছর ধরে কোনো প্রমোশন পায় না সরকারের নিম্নপদস্থ এক কর্মচারী। স্বামীকে নিয়ে তার টানাপোড়েনের সংসার।
হঠাৎ একদিন অফিসের স্টোর রুমে বাক্সভর্তি টাকা পায় সে। এ টাকা নিয়ে শুরু হয় তার নতুন টানাপোড়েন। এতে আরো অভিনয় করেছেন ইরেশ যাকের, শাহরিয়ার নাজিম জয়, প্রান্তর দস্তিদার প্রমুখ।

আরো পড়ুন
মাঝরাতে রুমে গিয়ে প্রস্তাব, অক্ষয়কে ফিরিয়ে দেন আয়েশা

মাঝরাতে রুমে গিয়ে প্রস্তাব, অক্ষয়কে ফিরিয়ে দেন আয়েশা

 

গত ভালোবাসা দিবসে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রাফিয়াথ রশিদ মিথিলা অভিনীত সিনেমা ‘জলে জ্বলে তারা’। এবার ঈদেও থাকছেন।

তবে সিনেমা নয়, তিনি আসছেন তার অভিনীত আলোচিত্র সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’র দ্বিতীয় সিজন নিয়ে। ২০২৩ সালে মুক্তি পায় এর প্রথম সিজন। এটি নির্মাণ করেছেন শিহাব শাহীন। সিরিজটিতে অ্যালেন স্বপনের চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান। প্রথম সিজনের শেষ দৃশ্যে দেখা গিয়েছিল, মুখ ঢেকে রাখা এক ব্যক্তির সঙ্গে কথা বলছে স্বপন। কে সে? কেনইবা স্বপনকে খুঁজছে মানুষটি? আরও অনেক প্রশ্ন দেখা দিয়েছিল দর্শকের মনে। সেসব প্রশ্নের উত্তর মিলবে এ সিজনে। এটি ঈদ উপলক্ষ্যে একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে। তবে এখনো তারিখ এবং প্ল্যাটফর্ম চূড়ান্ত হয়নি। 

আরো পড়ুন
ট্রেনে ডাকাতি, টয়লেটে লুকিয়ে বিয়ের প্রস্তাব পান অভিনেত্রী

ট্রেনে ডাকাতি, টয়লেটে লুকিয়ে বিয়ের প্রস্তাব পান অভিনেত্রী

 

এদিকে একাধিক নাটক ও সিনেমার পাশাপাশি ঈদে ওটিটি প্ল্যাটফর্মেও হাজির থাকছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ঈদে তিনি আসছেন ‘হাউ সুইট’ নামে একটি ওয়েবফিল্ম নিয়ে। এটি পরিচালনা করেছেন কাজল আরেফিন অমি। এতে ফারিণ জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর সঙ্গে জুটি বেঁধেছেন। সম্প্রতি এর ট্রেলার প্রকাশ হয়েছে। যেখানে দেখা যায়, বিয়ের সাজে পালিয়ে আসা তরুণী সুইটির ধাক্কায় শখের ফটোগ্রাফার আদনানের ক্যামেরা পড়ে যায় নদীতে। ক্ষতিপূরণের জন্য সুইটির পেছনে ছোটে সে। একের পর এক অপ্রত্যাশিত ঘটনা সামনে আসে তাদের। সমান্তরালে উঁকি দেয় আদনান-সুইটির প্রেমও। এটি ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাবে। তবে তারিখ এখনো চূড়ান্ত হয়নি।

মন্তব্য

আমি আর বুবলী দুজনই নাইন্টিজ কিড : সিয়াম

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
আমি আর বুবলী দুজনই নাইন্টিজ কিড : সিয়াম
‘বন্ধু গো শোনো’ গানে সিয়াম ও বুবলী

ঈদের ছবি ‘জংলি’র নতুন গান প্রকাশিত হয়েছে গতকাল। ‘বন্ধু গো শোনো’ গানটি লিখেছেন ও সুর করেছেন প্রিন্স মাহমুদ। যিনি গত শতকের নব্বইয়ের দশক থেকে শ্রোতাদের মুগ্ধতায় ডুবিয়ে রেখেছেন। নতুন গানেও সেই আবহ তুলে ধরা হয়েছে।

এটি গেয়েছেন ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার কনা। গানের দৃশ্যে সিয়াম আহমেদ ও শবনম বুবলীর প্রেমময় রসায়নও ফুটিয়ে তোলা হয়েছে দৃষ্টিনন্দন কায়দায়।

আরো পড়ুন
হবু বরের সঙ্গে নতুন অ্যালবাম সেলেনার

হবু বরের সঙ্গে নতুন অ্যালবাম সেলেনার

 

এ গানের সূত্র ধরে কিঞ্চিৎ নস্টালজিয়া অনুভব করছেন সিয়াম। ফেসবুকে তিনি লিখেছেন, “আমি আর বুবলী দুজনই নাইন্টিজ কিড।

আবার ‘জংলি’ সিনেমায় কাজ করা বেশির ভাগ মানুষই নাইন্টিজ কিড। নাইন্টিজের ওই সময়টা আমরা চাইলেও ভুলতে পারি না। সে সময়ের সিনেমা, সে সময়ের গান, সে সময়ের সরলতা সব কিছু এখনো খুব আপন লাগে। সে সময়কে যিনি ধারণ করেন, সে সময়কে যিনি রিপ্রেজেন্ট করেন, সেই প্রিন্স মাহমুদকে যখন আমরা আমাদের সিনেমার গানের জন্য পাই, তখন আমরাই তাকে আবদার করি, নাইন্টিজের মতো সহজিয়া কথা ও সরল সুরের একটা ভালোবাসার গান আমরা করতে চাই।
সেখান থেকেই প্রিন্স ভাই আমাদের উপহার দিলেন ‘বন্ধুগো শোনো’ গানটি।” 

আরো পড়ুন
মাঝরাতে রুমে গিয়ে প্রস্তাব, অক্ষয়কে ফিরিয়ে দেন আয়েশা

মাঝরাতে রুমে গিয়ে প্রস্তাব, অক্ষয়কে ফিরিয়ে দেন আয়েশা

 

‘জংলি’ সিনেমার জন্য মোট চারটি গান তৈরি করেছেন প্রিন্স মাহমুদ। এটি প্রথম কোনো সিনেমা, যার সব গানের সুর তার করা। এর আগে প্রকাশিত হয়েছে ‘জংলি’ সিনেমার প্রথম গান ‘জনম জনম’। দ্বৈত এই গানটিতে কণ্ঠ দিয়েছেন তাহসান খান ও আতিয়া আনিসা।

এম রাহিম পরিচালিত সিনেমাটিতে সিয়াম ও বুবলী ছাড়া আরো রয়েছেন প্রার্থনা ফারদিন দীঘি, দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলু প্রমুখ।

মন্তব্য

সর্বশেষ সংবাদ