ঢাকা, সোমবার ৩১ মার্চ ২০২৫
১৭ চৈত্র ১৪৩১

ঢাকা, সোমবার ৩১ মার্চ ২০২৫
১৭ চৈত্র ১৪৩১

নিজ বাড়ি থেকে লাশ উদ্ধার জনপ্রিয় কোরিয়ান অভিনেত্রীর

  • নিজ বাড়িতেই মিলল অভিনেত্রী কিম সে-রনের লাশ
  • কোরিয়ান চলচ্চিত্র জগতে বেশ পরিচিত মুখ তিনি
বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
নিজ বাড়ি থেকে লাশ উদ্ধার জনপ্রিয় কোরিয়ান অভিনেত্রীর
কিম সে-রন

নিজ বাড়ি থেকে লাশ উদ্ধার করা হয়েছে কোরিয়ান সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কিম সে-রনের। বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছে কোরিয়ান পুলিশ। জনপ্রিয় নেটফ্লিক্স সিরিজে অভিনয় করে দারুণ জনপ্রিয়তা পান দক্ষিণ কোরিয়ার এই অভিনেত্রী। 

রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ৫৫ মিনিটে মৃত অবস্থায় পূর্ব সিউলের সিওংসু-ডং-এর বাড়িতে তাকে পাওয়া যায়।

তার বয়স হয়েছিল ২৪ বছর।

আরো পড়ুন
ব্যবসায় পরীমনি, চালু করলেন ‘বডি’

ব্যবসায় পরীমনি, চালু করলেন ‘বডি’

 

জানা গেছে, অভিনেত্রীর এক বন্ধুর সঙ্গে দেখা করার পরিকল্পনা ছিল তার। কিন্তু কথা অনুযায়ী দেখা করতে না পারায় যোগাযোগের চেষ্টা করলে তাতে ব্যর্থ হন ওই বন্ধু। পরে বিষয়টি পুলিশকে জানান তিনি।

এ ব্যাপারে একজন পুলিশ কর্মকর্তা বলেন, আমরা এখন পর্যন্ত কোনো ধরনের অনিয়মের আশঙ্কা খুঁজে পাইনি। তবে তার মৃত্যুর কারণ তদন্ত করা হচ্ছে।

২০২২ সালে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর সময় আটক হয়েছিলেন অভিনেত্রী কিম সে-রন। ওই সময় রেলিং ও ট্রান্সফরমারে ধাক্কা দিয়েছিলেন তিনি।

এ কারণে তাকে ১৩ হাজার ৮৫০ মার্কিন ডলার জরিমানা করা হয়েছিল।

আরো পড়ুন
হাসপাতালে ভর্তি শাকিরা

হাসপাতালে ভর্তি শাকিরা

 

কিম সে-রনের ক্যারিয়ার শুরু হয়েছিল মাত্র নয় বছর বয়সে। ‘আ ব্র্যান্ড নিউ লাইফ’ (২০০৯) এবং ‘দ্য ম্যান ফ্রম নোহোয়ার’ (২০১০) এর মতো সিনেমায় অভিনয় করে অনেক জনপ্রিয়তা পান অভিনেত্রী। ২০১৬ সালে যখন তিনি ‘সিক্রেট হিলার’-এ তার প্রথম প্রাপ্তবয়স্ক প্রধান চরিত্রে অভিনয় করেন এবং ওয়াইজি এন্টারটেইনমেন্টের সঙ্গে চুক্তিবদ্ধ হন। ২০২০ সালে ওয়াইজি ত্যাগ করার পর, তিনি কিম সু-হিউন এবং সিও ইয়ে-জির মতো তারকাদের সঙ্গে গোল্ড মেডেলিস্টে যোগ দেন।

২০২১ সালে, তিনি ‘দ্য গ্রেট শামান গা ডু শিম’ ওয়েব সিরিজের নেতৃত্ব দেন এবং পরে এসবিএস নাটক ‘ট্রলি’তে হাজির হন।

২০২৪ সালের এপ্রিলে, তিনি থিয়েটারের মাধ্যমে ফের নতুন করে ফেরার চেষ্টা করেছিলেন কিন্তু চলমান বিতর্ক এবং স্বাস্থ্যগত সমস্যার কারণে তা প্রত্যাহার করে নেন। বছরের শেষের দিকে নভেম্বরে রিপোর্টে বলা হয়েছিল যে তিনি ‘গিটার ম্যান’ নামে একটি নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। কিন্তু এরপর আর কোনও আপডেট পাওয়া যায়নি।

মন্তব্য

সম্পর্কিত খবর

তারকাদের ঈদ

এই বছরের ঈদ আরো বেশি স্পেশাল : নুসরাত জাহান

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
এই বছরের ঈদ আরো বেশি স্পেশাল : নুসরাত জাহান
নুসরাত জাহান

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান। মিমি চক্রবর্তীর পর এবার শাকিব খানের ‘দুষ্টু কোকিল’ হতে চলেছেন এ নায়িকা। সুপারস্টার শাকিব খানের ঈদের ছবি ‘বরবাদ’-এ একটি আইটেম গানে নেচে দুই বাংলার দর্শকদের মন জিতে নিয়েছেন তিনি। পর্দায় হাজির হওয়ার পাশাপাশি এবারের ঈদটা নুসরাত জাহানের কাছে ভীষণ স্পেশাল বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

বেশ কিছু কারণে ঈদুল ফিতর স্পেশাল হয়ে উঠার কারণও ব্যাখ্যা করেছেন তিনি।

আরো পড়ুন
বিয়ের পর প্রথম ঈদ, কি করবেন জানালেন মেহজাবীন-রাজীব

বিয়ের পর প্রথম ঈদ, কি করবেন জানালেন মেহজাবীন-রাজীব

 

ঈদের দিনের পরিকল্পনা জানিয়ে নুসরাত জাহান বলেন, “প্রতি বছরের মতো এবারো সকালে মেয়েদের সঙ্গে ঈদের নামাজ পড়ব। তারপর পরিবারের সঙ্গে সারাদিন থাকব। ঈদের দিন কোনো কাজ রাখি না।

এই বছরের ঈদ আরো বেশি স্পেশাল। কারণ আমার বোন এসেছে। ও বিদেশে পড়াশোনা করেছে। এখন ওখানেই চাকরি করে।
খুব সুন্দর একটা সময় কাটাব বলে মুখিয়ে রয়েছি।”

আরো পড়ুন
তারকাদের ঈদ, কে কোথায় করবেন

তারকাদের ঈদ, কে কোথায় করবেন

 

নায়ক যশের সঙ্গে সংসার বেঁধেছেন নুসরাত জাহান। এ সংসারে তাদের ঈশান নামে একটি পুত্রসন্তান রয়েছে। এ বিষয়ে নুসরাত বলেন, “এই আনন্দ বোঝার জন্য ঈশান এখন অনেকটা ছোট। তবে ও দুর্গাপূজায় যতটা এক্সাইটেড থাকে, ক্রিসমাসেও তাই।

আবার ঈদেও তার অন্যথা নয়। ঈশানকে শিখিয়েছি, ঈদের দিন সবাইকে ঈদ মোবারক বলতে হয়। ঠিক অন্যান্য উৎসবেও একইভাবে বোঝাই। আমি চাই, সবরকম ধর্মের সঙ্গে ওর পরিচয় হোক।”

এর আগে শাকিবের সঙ্গে নাকাব ছবিতে অভিনয় করেছিলেন নুসরাত। এবার দেখা যাবে আইটেম গানে। গানটির মাধ্যমে প্রায় ১০ বছর পর আবার আইটেম গানে দেখা গেল নুসরাতকে।

মন্তব্য
তারকাদের ঈদ

বিয়ের পর প্রথম ঈদ, কি করবেন জানালেন মেহজাবীন-রাজীব

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
বিয়ের পর প্রথম ঈদ, কি করবেন জানালেন মেহজাবীন-রাজীব

বর্তমান সময়ে দেশের আলোচিত তারকা দম্পতি মেহজাবীন চৌধুরী ও নির্মাতা আদনান আল রাজীব। বিয়ের পর এই প্রথম ঈদ করছেন তারা। তাদের দুজনের প্রথমবার ঈদ উদযাপন নিয়ে ভক্তদের প্রশ্নের শেষ নেই। তারাও জানিয়েছেন ঈদের পরিকল্পনার কথা।

চাঁদরাতে ফেসবুকে একসঙ্গে ছবি পোস্ট করে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তারা। জানা গেছে  ঈদে তাদের বিশেষ পরিকল্পনা না থাকলেও, নতুন এক অভিজ্ঞতার অপেক্ষায় রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও নির্মাতা আদনান আল রাজীব।

আরো পড়ুন
তারকাদের ঈদ, কে কোথায় করবেন

তারকাদের ঈদ, কে কোথায় করবেন

 

সম্প্রতি সংবাদ সম্মেলনে ঈদ পরিকল্পনা প্রসঙ্গে মেহজাবীন বলেন, এবারের ঈদটা আমাদের জন্য একটু অন্যরকম হতে যাচ্ছে। কারণ, আমরা দুই পরিবার একসঙ্গে ঈদ উদযাপন করবো।

যদিও আলাদা কোনো আয়োজন করিনি, তবু এই নতুন অভিজ্ঞতার জন্য আমি বেশ উচ্ছ্বসিত।

ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেয়ার বিষয়ে তিনি আরও বলেন, ঈদের দিন সবাই একসঙ্গে থাকব, একে অপরের সঙ্গে সময় কাটাবো—এটাই সবচেয়ে বড় আনন্দ। আমি এই মুহূর্তটির জন্য মুখিয়ে আছি।

আরো পড়ুন
ঈদে টিভি পর্দায় থাকছে যেসব সিনেমা

ঈদে টিভি পর্দায় থাকছে যেসব সিনেমা

 

অন্যদিকে, নির্মাতা আদনান আল রাজীবের কথায়ও ফুটে উঠেছে পারিবারিক উষ্ণতার ছোঁয়া।

তিনি বলেন, পরিবার পাশে থাকলে সবসময় ভালো লাগে। যখন আমার আড্ডা হয় তখন আমার কাছে মালাইকাকে আলাদা কোনো শালিকা মনে হয়না। আমরা একজন আরেকজনকে অনেকদিন থেকে চিনি। আমরা ইতোমধ্যে একটা পরিবারের মধ্যে আছি। 

চলতি বছর ভালোবাসা দিবসে বিয়ে করেছেন মেহজাবীন চৌধুরী ও আদনান আল রাজীব।

তারা প্রেম করছেন দীর্ঘদিন ধরেই। প্রায়ই একসঙ্গে দেখা যেত তাদের। সামাজিক যোগাযোগমাধ্যমেও নিজেদের বিভিন্ন ছবি পোস্ট করতেন তারা। তবে প্রেম নিয়ে প্রকাশ্যে কখনো মুখ খোলেননি তারা।

মন্তব্য

তারকাদের ঈদ, কে কোথায় করবেন

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
তারকাদের ঈদ, কে কোথায় করবেন

একমাসের সিয়াম সাধনা শেষে আজ পবিত্র ঈদুল ফিতর। ঈদ উপলক্ষে চলছে নানা আয়োজন। মানুষ কর্মব্যস্ত জীবন ফেলে ছুটেছেন নাড়ির টানে। আবার অনেকে ঢাকাতেই ঈদ করবেন।

সাধারন মানুষের মতো শোবিজ অঙ্গনের তারকারাও ব্যস্ত ঈদ উৎসবে। এবারের ঈদ তারকারা কে কোথায় করবেন, তা নিয়েই আজকের আয়োজন।

শাকিব খান
এই ঈদে শাকিব খান অভিনীত ‘বরবাদ’ মুক্তি পাচ্ছে। এরইমধ্যে গান-টিজার থেকে দর্শকদের অভাবনীয় সাড়া পাওয়া গেছে।

এবার ঈদ ঢাকাতেই করছেন এই নায়ক। শাকিব খান বলেন, বিশেষ কাজ না থাকলে আমি ঈদ ঢাকাতেই করি। কারণ প্রতি ঈদেই আমার ছবি মুক্তি পায়। তাই প্রতিটি ঈদই আমার জন্য বিশেষ।
এবারো তার ব্যতিক্রম নয়। ঈদ এবার ঢাকাতেই করবো। অপেক্ষায় আছি দর্শকদের রেসপন্স পাওয়ার। 

অপু বিশ্বাস 
ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় নায়িকা অপু বিশ্বাস এবার ছেলে জয়কে নিয়ে ঈদ করবেন ঢাকায়। 

সাদিয়া ইসলাম মৌ 
ঈদের ছুটিতে ঢাকায় থাকবেন জনপ্রিয় এই মডেল-নৃত্যশিল্পী ও অভিনেত্রী।

বছরজুড়ে তিনি ব্যস্ত থাকেন। ঈদের সময়ে একটু অবসর পান। সেভাবেই পরিকল্পনা সাজিয়েছেন। মৌ বলেন, ‘ঈদের ছুটিতে ঢাকায় থাকব। এই ঈদে আমার অভিনীত দুটি নাটক প্রচার হওয়ার কথা। দর্শকরা ভালো কিছু দেখতে পারবেন আশা করি।’

আফরান নিশো
দ্বিতীয়বারের মতো ‘দাগি’ সিনেমা নিয়ে বড় পর্দায় আসছেন আফরান নিশো। এই সিনেমা দিয়ে দুই বছর পর ফিরছেন তিনি বড় পর্দায়। এবার এই অভিনেতা ঈদ করছেন ঢাকাতেই।

শবনম বুবলী
এবার আমার দু’টি সিনেমা মুক্তি পাচ্ছে ঈদে। তাই ঈদটা এবারো আমার জন্য বিশেষ। ছবির প্রচারণায় ব্যস্ত রয়েছি এখন। আর ঈদেও সেই ব্যস্ততা চলবে। অধীর অপেক্ষায় রয়েছি ঈদের ছবি মুক্তির। দর্শকদের মতামতা জানার। 

জাকিয়া বারী মম 
মম ঈদের ছুটি কাটাবেন ঢাকার বাসায়। তার মা, ভাই ও ভাবি হজে গেছেন। মম বলেন, ‘মা-ভাই-ভাবি ফিরে এলেই মূলত আমার ঈদ শুরু হবে। তাই বড় কোনো পরিকল্পনা করিনি।’

তমা মির্জা 
পরিবারের সঙ্গে ঈদ ঢাকাতেই করছেন নায়িকা তমা মির্জা। এবার তার অভিনীত দাগি সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। তমা জানান, বাবা, মা ভাইয়ের সঙ্গে ঈদের সারাদিন কাটাবেন পাশাপাশি ঈদের ছবিগুলো দর্শকদের সঙ্গে দেখার ইচ্ছাও রয়েছে। 

সজল 
ঈদের সিনেমাগুলোর মধ্যে গান দিয়ে এরইমধ্যে বেশ এগিয়ে আছে  ‘জ্বীন-৩’ সিনেমা। ভৌতিক ঘরানার এই সিনেমায় অভিনয় করেছেন নুসরাত ফারিয়া ও আবদুন নূর সজল। সজল জানান, এবারের ঈদ তার জন্য অনেক বেশি স্পেশাল। তার ছবির পাশাপাশি অন্য নায়কদের আরও বেশ কিছু ছবি আসছে। ঢাকায় ঈদের নামাজের পর পরিবারকে সময় দিয়ে ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলো দেখবেন তিনি। 

সিয়াম  
এবার ঈদে সিয়াম অভিনীত জংলি ছবিটি মুক্তি পাচ্ছে। ইতোমধ্যে প্রচারণায় বেশ ঘাম জড়িয়েছেন এই নায়ক। ঈদে পরিবারের সঙ্গে ঢাকাতেই ঈদ করছের সিয়াম। 

নুসরাত ফারিয়া
এবার ঈদে আমার অভিনীত ‘জিন ৩’ সিনেমা মুক্তি পাচ্ছে। আমি খুব এক্সাইটেড ছবিটি নিয়ে। আমি অপেক্ষায় রয়েছি ছবিটি হলে গিয়ে দর্শকদের সঙ্গে দেখার। তাই ঈদ ঢাকাতেই করা হবে। 

পরীমনি
আমার জন্য ঈদ মানে আমার পুত্র ও কন্যা। এবার আমার নানাভাইকে অনেক মিস করবো। কারণ তিনিই বড় হওয়ার পর আমার একমাত্র অভিভাবক ছিলেন। ঈদ এবার ঢাকাতেই করার পরিকল্পনা। 

স্পর্শিয়া
ছোট পর্দার জনপ্রিয় মুখ অর্চিতা স্পর্শিয়ার এবারের ঈদ পরিকল্পনা ঢাকাকেন্দ্রিক। যদিও চেয়েছিলেন এবার যুক্তরাষ্ট্রে শ্বশুরবাড়ির সবার সঙ্গে ঈদ করতে, কিন্তু কাজের ব্যস্ততায় তা সম্ভব হচ্ছে না। স্পর্শিয়া বলেন, পুরান ঢাকায় আমার ঈদের মজাই আলাদা। তবে এবার চেয়েছিলাম ইউএসে ঈদ করতে। কিন্তু ঢাকাতেই ফ্যামিলির সঙ্গে থাকব, বন্ধুদের সঙ্গে সময় কাটাব। আর ঈদের সিনেমাগুলো হলে গিয়ে দেখার প্ল্যান করেছি!

দিঘী
প্রতিবার পরিবারের সঙ্গেই ঈদ ঢাকায় ঈদ করেন অভিনেত্রী দিঘী। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। দিঘী বলেন, প্রতিবারের থেকে এবারের ঈদটা আমার জন্য একটু আলাদা কেননা এবার ঈদে আমার অভিনীত ছবি জংলি মুক্তি পাচ্ছে। পরিবারের সঙ্গে সময় দিয়ে ঈদের আমার ছবির টিমের সঙ্গে হল ভিজিটে যাবো। 

মন্তব্য

ঈদে টিভি পর্দায় থাকছে যেসব সিনেমা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
ঈদে টিভি পর্দায় থাকছে যেসব সিনেমা
‘তুফান’ সিনেমার দৃশ্য

ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই বিনোদন। বছরের এই সময়টায় নিজের সব ব্যস্ততাকে ছুটি দিয়ে প্রতিটি মানুষ একটু স্বস্তির নিঃশ্বাস নেয়। ঈদের সময় পরিবার-পরিজন, আত্মীয়স্বজনের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি টিভি পর্দার বিনোদন হয়ে ওঠে মানুষের অন্যতম প্রয়োজনীয় অংশ। বরাবরের মতো এবারও টেলিভিশন চ্যানেলগুলো নানা আয়োজনে সাজিয়েছে পবিত্র ঈদুল ফিতরের অনুষ্ঠানমালা।

সিনেমাহলে যেমন মুক্তি পাচ্ছে নতুন সব সিনেমা, তেমনি দর্শকপ্রিয় অনেক সিনেমা ঈদ উপলক্ষে দেখা যাবে টিভি পর্দায়। চলুন দেখে নেওয়া যাক, ঈদের কোন দিন কোন চ্যানেলে কি সিনেমা দেখতে পাবেন।

দীপ্ত টিভি
ঈদ উপলক্ষে দীপ্ত টিভিতে রয়েছে একগুচ্ছ বাংলা সিনেমা। থাকছে ‘তুফান’, ‘ওমর’ ও ‘মেঘনা কন্যা’—তিন সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার।

ঈদের দিন সকাল ৯টায় রয়েছে ‘মেঘনা কন্যা’ সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার। ফুয়াদ চৌধুরীর পরিচালনায় এতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ ও কাজী নওশাবা আহমেদ। একই দিন দুপুর ১টায় দেখা যাবে শাকিব-শ্রাবন্তী অভিনীত ‘শিকারী’।

ঈদের দ্বিতীয় দিন সকাল ৯টায় প্রচারিত হবে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘ওমর’।

অভিনয়ে শরিফুল রাজ, নাসির উদ্দিন খান ও দর্শনা বণিক। দ্বিতীয় দিন দুপুর ১টায় প্রচারিত হবে রায়হান রাফী পরিচালিত ‘তুফান’। শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন মিমি চক্রবর্তী, নাবিলা, চঞ্চল চৌধুরী।

ঈদের তৃতীয় দিন সকাল ৯টায় আদর আজাদ, শবনম বুবলীর ‘তালাশ’। একই দিন দুপুর ১টায় বাংলা সিনেমা ‘নোলক’, অভিনয়ে শাকিব খান, ববি।

ঈদের চতুর্থ দিনেও রয়েছে দুটি সিনেমা। সকাল ৯টায় প্রচারিত হবে সিয়াম ও বিদ্যা সিনহা মিম অভিনীত ‘অন্তর্জাল’। দুপুর ১টায় থাকছে শাকিব-শুভশ্রী অভিনীত ‘নবাব’।

ঈদের পঞ্চম দিন সকাল ৯টায় মাহফুজ আহমেদ, শবনম বুবলী, নাসির উদ্দিন খান অভিনীত ‘প্রহেলিকা’। দুপুর ১টায় প্রচারিত হবে শাকিব-বুবলীর ‘বীর’। ঈদের ষষ্ঠ দিন সকাল ৯টায় মোশাররফ করিম, পরীমণি ও রোশানের ‘মুখোশ’। একই দিন দুপুর ১টায় রয়েছে ‘মন যেখানে হৃদয় সেখানে’, অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস। সপ্তম দিন দুপুর ১টায় প্রচারিত হবে শাকিব-অপু অভিনীত ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’।

চ্যানেল আই

ঈদের দিন: ঈদের সকালে চ্যানেল আইয়ে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার অনন্ত জলিল ও বর্ষার ‘কিল হিম’। এটি প্রযোজনা ও পরিচালনা করেছেন এমডি ইকবাল।

ঈদের দ্বিতীয় দিন: শাকিব খান অভিনীত অনন্য মামুনের ছবি ‘দরদ’। সিনেমায় শাকিবের নায়িকা ছিলেন ভারতীয় অভিনেত্রী সোনাল চৌহান।

ঈদের তৃতীয় দিন: সুমন ধর পরিচালিত ‘আগন্তুক’ এর টিভি প্রিমিয়ার হচ্ছে চ্যানেল আইয়ে। সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে আছেন পূজা চেরী।

ঈদের চতুর্থ দিন: কাজী মারুফের ছবি ‘গ্রিন কার্ড’ প্রথমবার ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে চ্যানেল আইয়ে। এটি পরিচালনার পাশাপাশি প্রধান চরিত্রেও অভিনয় করেছেন তিনি।

ঈদের পঞ্চম দিন: ভৌতিক গল্পের সিনেমা ‘ডেডবডি’ দেখা যাবে ঈদের পঞ্চম দিন। এমডি ইকবালের পরিচালনায় এতে অভিনয় করেছেন ওমর সানী, মিশা সওদাগর, শ্যামল মাওলা, জিয়াউল রোশান, মিষ্টি জাহান, রাশেদ মামুন অপু, কলকাতার অনন্যাসহ অনেকেই।

ঈদের ষষ্ঠ দিন: আকাশ আচার্য্যর নির্মাণে ‘মাকড়সার জাল’ দেখানো হবে। এই ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন হিমাদ্রী হিমু।

ঈদের সপ্তম দিন: অনন্য মামুন পরিচালিত ‘মেকআপ’ সিনেমা। চ্যানেল আইয়ে ‘মেকআপ’ ছবির ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হতে যাচ্ছে ঈদের সপ্তম দিন। ছবিতে অভিনয় করেছেন তারিক আনাম খান, রোশান, রিয়েলী।

নাগরিক টেলিভিশন

ঈদের দিন: সিয়াম আহমেদ ও পূজা চেরী অভিনীত ‘শান’ ছবিটি দেখা যাবে দুপুর ২টায়। বিকেল ৫টায় শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত ‘টপ হিরো’।

ঈদের দ্বিতীয় দিন: ‘স্বামীর সংসার’, অভিনয়ে: শাকিব খান, অপু বিশ্বাস প্রচারিত হবে সকাল ১১টায়। দুপুর ২টায় প্রচারিত হবে ‘প্রেমী ও প্রেমী’, সিনেমাটিতে অভিনয় করেছেন, আরেফিন শুভ ও নুশরাত ফারিয়া।

ঈদের তৃতীয় দিন: শাকিব খান ও সাহারা অভিনীত সিনেমা ‘আমাদের ছোট সাহেব’ দুপুর ২টায় দেখা যাবে। বিকেল ৫টায় দেখা যাবে ‘অনেক সাধের ময়না’। অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী ও মাহিয়া মাহি।

ঈদের চতুর্থ দিন: এদিন শাকিব খানের পাঁচ সিনেমা দেখানো হবে। সকাল ৯টায় ‘নষ্ট ছাত্র’, সকাল ১১টায় ‘সাহেব নামের গোলাম‘, দুপুর ২টায় ‘ডন নাম্বার ওয়ান’, বিকেল ৫টায় ‘রাজা ৪২০’ এবং রাত ১১টা ৩০ মিনিটে ‘যদি বউ সাজোগো’ সিনেমা।

ঈদের পঞ্চম দিন: সকাল ৯টায় ‘ওরা দালাল’ অভিনয়ে: শাকিব খান, সাহারা। সকাল ১১টায় ‘স্বপ্নের বাসর’, অভিনয়ে: শাকিব খান, শাবনূর। দুপুর ২টায় সিনেমা ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’, অভিনয়ে: শাকিব খান, অপু বিশ্বাস। বিকেল ৫টায় ‘ভালোবাসা এক্সপ্রেস’, অভিনয়ে: শাকিব খান, অপু বিশ্বাস এবং রাত ১১টা ৩০ মিনিটে ‘স্বপ্নের নায়ক’, অভিনয়ে : সালমান শাহ, শাবনূর।

ঈদের ষষ্ঠ দিন: সকাল ৯টায় ‘স্বপ্নের ঠিকানা’ অভিনয়ে: সালমান শাহ, শাবনূর। সকাল ১১টায় ‘ফুল নেব না অশ্রু নেব’, অভিনয়ে: শাকিব খান, শাবনূর। দুপুর ২টায় ‘বলবো কথা বাসর ঘরে’, অভিনয়ে: শাকিব খান, শাবনূর। বিকেল ৫টায় ‘পোড়ামন’, অভিনয়ে: সাইমন সাদিক, মাহিয়া মাহি এবং রাত ১১টা ৩০ মিনিটে ‘তান্ডব লীলা’, অভিনয়ে : মান্না, মৌসুমী।

ঈদের সপ্তম দিন: সকাল ৯টায় ‘বর্তমান’ অভিনয়ে: মান্না, মৌসুমী। সকাল ১১টায় ‘মাস্তানের ওপর মাস্তান’, অভিনয়ে: মান্না, পূর্ণিমা। দুপুর ২টায় ‘মন যেখানে হৃদয় সেখানে’, অভিনয়ে: শাকিব খান, শাবনূর। বিকেল ৫টায় ‘পাষান’, অভিনয়ে: ওম (ভারত), ঐশী। রাত ১১টা ৩০ মিনিটে ‘সাত খুন মাফ’, অভিনয়ে : শাকিব খান ও নদী।

মন্তব্য

সর্বশেষ সংবাদ