ফের বিচারকের আসনে পূর্ণিমা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
ফের বিচারকের আসনে পূর্ণিমা
পূর্ণিমা

ঢাকাই সিনেমার লাস্যময়ী নায়িকা পূর্ণিমা। অভিনয়ের পাশাপাশি উপস্থাপনায়ও পারদর্শী। যদিও বর্তমানে অভিনয়ে নিয়মিত নন তিনি। নেই তার কোনো নতুন সিনেমার খবর।

তবে মাঝে মাঝে বিভিন্ন প্রোগ্রামের উপস্থাপনা ও বিচারকার্যে দেখা যাচ্ছে পূর্ণিমাকে। দর্শকের সামনে প্রায়শই হাজির হচ্ছেন ভিন্ন ভূমিকায়। রিয়‍্যালিটি শো’র বিচারকের আসনে তাকে বেশি দেখা যায়।

এরই ধারাবাহিকতায় মাছরাঙা টিভিতে প্রচারিত রান্নাবিষয়ক জনপ্রিয় রিয়ালিটি শো ‘সেরা রাঁধুনী (সিজন ৮)’ প্রোগ্রামটি উপস্থাপনা করবেন তিনি।

এই নিয়ে চতুর্থবারের মতো প্রধান বিচারকের ভূমিকায় আছেন এই অভিনেত্রী।

আরো পড়ুন
দেশ-বিদেশে ঈদ ব্যস্ততায় ইমরান

দেশ-বিদেশে ঈদ ব্যস্ততায় ইমরান

 

রিয়ালিটি শো ‘সেরা রাঁধুনী’র রান্নায় শ্রেষ্ঠত্বের লড়াই প্রতিযোগিতার জেলা ভিত্তিক পর্বগুলো প্রতি দুই বছর পর পর এই প্রতিযোগিতা হয়ে থাকে। এ নিয়ে অষ্টমবারের মতো চলছে এই প্রতিযোগিতা। আর এমন একটি বড় রন্ধন বিষয়ক রিয়েলিটি শো’র প্রধান বিচারক হিসেবে এর আগে তিনবার বিচারকার্য সম্পন্ন করেছিলেন পূর্ণিমা।

দেশের বিভিন্ন জেলা ভিত্তিক রন্ধনশিল্পী খুঁজে বের করার যে প্রতিযোগিতা হয়েছিল সেই পর্বগুলো এখন টিভিতে প্রচার হচ্ছে। এই পর্বগুলোর নাম দেওয়া হয়েছে ‘গ্র্যান্ড অডিশন’। এই অডিশন থেকেই স্টুডিও রাউন্ডে মোট ২০ জন প্রতিযোগী অংশগ্রহণ করবেন। অডিশন পর্ব থেকে স্টুডিও রাউন্ড হয়ে গ্র্যান্ড ফিনালে পর্যন্ত উপস্থাপক হিসেবে আছেন প্রিয় উপস্থাপিকা মৌসুমী মৌ। আর এই স্টুডিও রাউন্ডেরই প্রধান বিচারক পূর্ণিমা।

আরো পড়ুন
সার্টিফিকেশন বোর্ডে এখনও জমা পড়েনি ‘বরবাদ’

সার্টিফিকেশন বোর্ডে এখনও জমা পড়েনি ‘বরবাদ’

 

এ প্রসঙ্গে পূর্ণিমা বলেন, ‘এবারের আয়োজন আরো একটু বেশি জমকালো। সবকিছুরই আয়োজন একটু বেশি। শুধু তাই নয়, আমরা যে সেট-এ স্টুডিও রাউন্ডে কাজ করছি সেই সেটেও বেশ পরিবর্তন আনা হয়েছে, আরো আধুনিকতর করা হয়েছে। যে কারণে সেটটাও আরো অনেক বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে। গ্র্যান্ড অডিশন থেকে প্রতিযোগিরা যখন স্টুডিও রাউন্ডে মহামঞ্চে বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হন এবং ইউনিক টাস্কগুলো দিয়ে, মজার মজার রান্না করে যখন নিয়ে আসেন সেই খাবারগুলোও হয় ভীষণ স্বাদের। প্রত্যেক প্রতিযোগীই সেরাটা দেওয়ার চেষ্টা করছেন। গেল প্রায় দুই মাস ধরে এই নিয়েই আমার ব্যস্ততা। যে কারণে ঈদে আমাকে অন্যান্য অনুষ্ঠানে দেখার সুযোগটা একেবারেই কম।’

রোজার আগ থেকেই চ্যানেল আইয়ের ‘মনোহর ইফতার’ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন পূর্নিমা। এছাড়াও মাছরাঙা টিভির একটি রোজা বিষয়ক অনুষ্ঠানেও দুটি পর্বে অংশগ্রহণ করেছেন ঢাকাই সিনেমার এই নায়িকা। আর সেরা রাঁধুনীর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে আগামী জুলাই-আগস্টে।

মন্তব্য

সম্পর্কিত খবর

হরনাথ চক্রবর্তীর মৃত্যুর গুজব, পরিচালকের ধিক্কার

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
হরনাথ চক্রবর্তীর মৃত্যুর গুজব, পরিচালকের ধিক্কার
হরনাথ চক্রবর্তী

সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়ায়, ‘প্রয়াত টলিউডের জনপ্রিয় নির্মাতা হরনাথ চক্রবর্তী!’ এমন খবর ছড়িয়ে পড়লে টলিপাড়ায় হইচই শুরু হয়ে যায়।

এর পর এক ফেসবুক পোস্ট দিয়ে অভিনেতা প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায় জানান যে, খবরটি ভুয়া। 

এর পর ভারতীয় গণমাধ্যমে হরনাথ চক্রবর্তী বলেন, ‘আজকাল যে কোনো কিছু লিখে দিয়ে ভিউ বাড়ানোর প্রবণতা বাড়ছে। মানসিকভাবে অত্যন্ত আহত হয়েছি এমন খবরে।

অশিক্ষিত কিছু মানুষ তথ্য যাচাই করার প্রয়োজন মনে করেন না। ধিক্কার জানাই এমন ইউটিউব চ্যানেলকে। 

এর পর পরিচালক জানান, দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগে গত ১৮ তারিখ এসএসকেএম হাসপাতালে তার স্ত্রী রাজশ্রী চক্রবর্তী মারা যান। 

বললেন, সেই খবর অনেকেই জানতে পেরেছিলেন।

এটা শোনার পরই হয়তো আমাকে নিয়ে এমন খবর রটিয়ে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, হরনাথ চক্রবর্তী চলচ্চিত্রে কাজ শুরু করেন অঞ্জন চৌধুরীর সহকারী পরিচালক হিসেবে। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র হল মঙ্গলদ্বীপ (১৯৮৯)। তার পরিচালিত সাথী (২০০২) বাংলার তৃতীয় সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র।

তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে প্রতিবাদ, সঙ্গী, সাথী, নাটের গুরু, রিফিউজি ইত্যাদি।

মন্তব্য

ঈদে ১০ নাটক নিয়ে আসছেন নির্মাতা এস আই সোহেল

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
ঈদে ১০ নাটক নিয়ে আসছেন নির্মাতা এস আই সোহেল
এস আই সোহেল

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১০টি একক নাটক ও একটি মিউজিক ভিডিও নির্মাণ করেছেন নির্মাতা এস আই সোহেল। নাটকগুলো প্রযোজনা করেছেন পিএফএফ এন্টারটেইনমেন্ট, কেএসআর মাল্টিমিডিয়া, ফখরুল ইসলাম ও থ্রি স্টার ড্রামা।

নাটকগুলো হলো পিতার মতো শ্বশুর, ৫ টাকার কয়েন, সাইকো ম্যান, চাটগাইয়া বউয়ের ঠেলা, লতিফের সুন্দরী বউ, প্রবাসীর লাশ, আইল ঠেলা মুসুল্লি, শ্বশুরবাড়ি বরিশাল, শ্বশুরের খেদমত, প্রাক্তনের প্যারা। গল্পগুলো রচনা করেছেন তরিকুল ইসলাম তারেক ও সজিবুর রহমান পিন্টু।

 

নাটকগুলোতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শেলী আহসান, তন্ময় সোহেল, সাব্বির আহমেদ, একে আজাদ, মীম চৌধুরী, সামান্তা পপি, নেহা মনি, নওশীন নাহার, ফারজানা উর্মি, শিশির আহমেদ, নাবিলা চৌধুরী, রেশমি আহাম্মেদ, আনোয়ার শাহী, এম কে এইচ পামির, শিবা শানু, জিনিয়া যিনি, নাবিলা চৌধুরী, শিশির আহমেদ, ইমরান আজান, টি.এ. তুহিন খান, একে আলামিন, ইভা রহমান, টিটু বাঙ্গালী, লিটন, মাইমুনা মম, সাবিনা রনি, নাহার নৌরিন আরও অনেকে। 

এর বাইরে এসআইসোহেল ‘রঙিন ফিলিংস’ নামে একটি বিগ বাজেটের মিউজিক ভিডিও নির্মাণ  করেছেন। গানটিতে কণ্ঠ দিয়েছেন কোনাল এবং শাহরিয়ার রাফাত। গানটির গীতিকার সুদীপ কুমার দীপ।

এই গানটিতে কোরিওগ্রাফ করেছেন রোহান ও বেলাল, গানটিতে মডেল হিসেবে ছিলেন শিশির সরদার এবং সেমন্তী সৌমি। মিউজিক ভিডিওটি প্রযোজনা করেছেন কে.এস.আর মাল্টিমিডিয়া। পরিচালক সোহেল জানান, ২৫ রমজানে গানটি ইউটিউব চ্যানেলে আপলোড হবে।

মন্তব্য

বাতিল হলো সালমানের সিনেমার প্রচারণা অনুষ্ঠান

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
বাতিল হলো সালমানের সিনেমার প্রচারণা অনুষ্ঠান
সালমান খান

আসন্ন ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সালমান খানের ‘সিকান্দার’ সিনেমা। বলিউডে ঈদ মানেই যেন ভাইজানের সিনেমা। কিন্তু এবার সিনেমাটির প্রচারণায় সশরীরে নেই তিনি। মুক্তিপ্রতীক্ষিত সিনেমার সব প্রচারণা সীমিত করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, সালমান খানের নিরাপত্তাজনিত কারণে প্রচারণায় লাগাম টানা হয়েছে। অভিনেতা কোনো বড় পাবলিক ইভেন্টে উপস্থিত থাকবেন না। তবে সে জন্য থেমে থাকছে না প্রচারণা! ডিজিটাল মাধ্যমে ঝড় তুলতে প্রস্তুত সালমান, যেখানে তিনি এই সিনেমার ব্যাপক প্রচার চালাবেন।

বিশেষ সূত্রে খবর, ‘সিকান্দার’-এর চূড়ান্ত ট্রেলার মুক্তির তারিখ এরই মধ্যে চূড়ান্ত করা হয়েছে এবং তা আগামী ২৩ মার্চ মুক্তি পাবে।

আর এই ট্রেলার মুক্তি উপলক্ষে যে বিশাল ইভেন্টের আয়োজন করা হয়েছিল যেখানে ৩০,০০০ ভক্তের সমাগমের পরিকল্পনা ছিল। আপাতত নিরাপত্তা কারণে সেটিও বাতিল করা হয়েছে।

সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত ‘সিকান্দার’ নির্মাণ  করেছেন ‘গজিনী’ খ্যাত এআর মুরুগাদোস। ছবিতে সালমানের বিপরীতে দেখা যাবে রাশমিকা মান্দানাকে।

মন্তব্য

ইতিহাস গড়ে দীপিকাকে টপকে গেলেন প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
ইতিহাস গড়ে দীপিকাকে টপকে গেলেন প্রিয়াঙ্কা
দীপিকা পাড়ুকোন ও প্রিয়াঙ্কা চোপড়া

দীর্ঘ ৬ বছর পর ভারতীয় সিনেমায় ফিরলেন গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়া। ফিরেই দখল করলেন সেরার আসন। দীর্ঘদিন ধরে রাজত্ব করা দীপিকা পাড়ুকোনকে সরিয়ে সবচেয়ে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত নায়িকা এখন তিনি। নিজের আসন্ন সিনেমার জন্য রেকর্ড গড়া পারিশ্রমিক নিয়েছেন প্রিয়াঙ্কা।

বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের পারিশ্রমিক নিয়ে দর্শকদের আগ্রহ বরাবরই তুঙ্গে। দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ, কারিনা কাপুরের মতো তারকারা তাঁদের অভিনয়ের দক্ষতায় দর্শকদের মন জয় করেছেন। কিন্তু পারিশ্রমিকের দিক থেকে সবাইকে পিছনে ফেলে দিলেন প্রিয়াঙ্কা। সাধারণত পুরুষ অভিনেতাদের তুলনায় নায়িকাদের পারিশ্রমিক কম দেওয়ার রীতি প্রচলিত।

কিন্তু কিছু অভিনেত্রী এই ধারণাকে বদলে দিয়েছেন। এত দিন দীপিকা পাড়ুকোন সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী হিসেবে পরিচিত ছিলেন, তবে এবার সেই মুকুট এসে পড়েছে প্রিয়াঙ্কা চোপড়ার ঝুলিতে।  

আরো পড়ুন
কোনো নায়িকার সঙ্গে প্রেম করতে চাইলে আমাকে সাইনিং করাবেন : মিষ্টি জান্নাত

কোনো নায়িকার সঙ্গে প্রেম করতে চাইলে আমাকে সাইনিং করাবেন : মিষ্টি জান্নাত

 

দীর্ঘ ছয় বছর পর এস এস রাজামৌলির পরবর্তী সিনেমার মাধ্যমে ভারতীয় চলচ্চিত্রে ফিরছেন প্রিয়াঙ্কা। এতে মুল ভূমিকায় দেখা যাবে মহেশ বাবুকে।

এর মাধ্যমে প্রায় দুই দশক পর দক্ষিণী সিনেমায় প্রত্যাবর্তন করছেন প্রিয়াঙ্কা, আর এই সিনেমার জন্য তিনি পারিশ্রমিক নিচ্ছেন ৩০ কোটি টাকা! এর আগে এত বড় অঙ্কের পারিশ্রমিক কোনো বলিউড অভিনেত্রী পাননি।  

আরো পড়ুন
আলিয়া নন, রণবীরের প্রথম স্ত্রী অন্য এক নারী!

আলিয়া নন, রণবীরের প্রথম স্ত্রী অন্য এক নারী!

 

এর আগে দীপিকা পাড়ুকোন তাঁর বহুল প্রতীক্ষিত ছবি ‘কল্কি ২৮৯৮ এডি’র জন্য ২০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন, যা তাকে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীর তালিকায় রেখেছিল। তবে প্রিয়াঙ্কা এবার সেই জায়গা দখল করলেন। শুধু ভারতীয় সিনেমা নয়, আন্তর্জাতিক ক্ষেত্রেও তিনি নজির গড়েছেন। তাঁর হলিউড ওয়েব সিরিজ ‘সিটাডেল’-এর জন্য তিনি নিয়েছিলেন ৪১ কোটি টাকা!  

এই পরিসংখ্যানই প্রমাণ করছে যে বলিউডে অভিনেত্রীদের পারিশ্রমিকের মাপকাঠি বদলে যাচ্ছে, আর সেই পরিবর্তনের অন্যতম পথপ্রদর্শক হয়ে উঠেছেন প্রিয়াঙ্কা চোপড়া! বলিউডের অনেক নায়কের ভাগ্যেও এই পারিশ্রমিক জোটে না যা প্রিয়াঙ্কা নিতে চলেছেন।

পুরুষকেন্দ্রিক সিনেমাতেও নারী চরিত্রে এমন পারিশ্রমিক এক নতুন দিগন্ত উন্মোচন করেছে বলা যায়।

মন্তব্য

সর্বশেষ সংবাদ