সারা দেশে তাপমাত্রা ক্রমশ বাড়ছে। আবহাওয়ার পূর্বাভাসে দেখা গেছে তীব্র দাবদাহের আশঙ্কা। এরই মধ্যে অনেকে এসি-কুলার কেনার চেষ্টা করছেন। তীব্র গরম থেকে বাঁচতে আমরা এয়ার কন্ডিশনার ও কুলারের তলায় গিয়ে শান্তি খুঁজি ঠিকই, কিন্তু সমস্যায় পড়তে হয় ট্যাংকের পানি নিয়ে।
ছাদের তীব্র গরমে বিকেলের দিকে ট্যাংকে রাখা পানি খুব গরম হয়ে যায়। এই কারণে যখন আমরা হাত বা মুখ ধোয়ার জন্য ট্যাপ খুলি, তখন ফুটন্ত পানি আমাদের হাতে এসে পড়ে। এই গরম পানি থেকে মুক্তি পেতে মানুষ বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করে থাকেন। কিন্তু কিছুতেই কোনো সুরাহা খুঁজে পান না।
আপনি যদি এই গ্রীষ্মে বাড়ির ট্যাংকের গরম পানির সমস্যা থেকে মুক্তি পেতে চান, তাহলে এই প্রতিবেদনটি বিশেষভাবে আপনার জন্য। এই প্রতিবেদনের মাধ্যমে আমরা আপনাকে কিছু বিশেষ টেকনিক সম্পর্কে বলতে চলেছি, যার সাহায্যে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। চলুন, এই সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
আরো পড়ুন
গরমে আচমকা বাড়তে পারে ব্লাড সুগারের মাত্রা, যেভাবে সামলাবেন
ট্যাংকে জমে থাকা গরম পানি অপসারণের জন্য এটিকে সঠিকভাবে ঢেকে রাখতে হবে।
ট্যাংকটি ঢেকে রাখার জন্য একটি বড় ও ভালো মানের প্লাস্টিকের কভার কিনতে পারেন। বাজারে নানা ধরনের কভার মেলে। বেছে নিতে পারেন দাম ও গুণমান দেখে।
এ ছাড়া পানির ট্যাংকটি বাড়ির এমন জায়গায় রাখতে পারেন যেখানে সরাসরি সূর্যের আলো পড়ে না। এতে পানির ট্যাংকটি খুব বেশি গরম হবে না এবং এর ভেতরের পানি দারুণ ঠাণ্ডা থাকবে।
অনেকে ছাদে কালো রঙের ট্যাংক ব্যবহার করেন। কিন্তু জেনে রাখা ভালো যে এই কালো রং-ই কিন্তু অন্যতম বিপদ। কারণ কালো রং বেশি সূর্যালোক শোষণ করে। এমন পরিস্থিতিতে কালো রঙের পরিবর্তে সাদা ট্যাংক ব্যবহার করতে পারেন। এতে পানি খুব বেশি গরম হবে না।
আরো পড়ুন
গরমে ডিহাইড্রেশন থেকে বাঁচতে কী করবেন
এ ছাড়া পানির ট্যাংকটি ছাদের ওপর একটি শেডের নিচে রাখতে পারেন। ট্যাংকটি শেডের নিচে রাখলে পানি খুব বেশি গরম হবে না এবং বিভিন্ন কাজে ঠাণ্ডা পানি ব্যবহার করতে পারবেন সহজেই।
আছে আরো একটি মোক্ষম উপায়। এ ক্ষেত্রে আপনার পানির ট্যাংকটি ছায়াযুক্ত জায়গায় রাখতে পারেন এবং সেইসঙ্গে তার চারপাশে ছোট গাছপালা ও ঝোপ লাগাতে পারেন। এটি ট্যাংকে সঞ্চিত পানিকে ঠাণ্ডা রাখবে।
ট্যাংকের পানি ঠাণ্ডা রাখার আছে আরো একটি উপায়, যাতে প্রায় বিনা খরচেই ট্যাপ থেকে পাবেন ফ্রিজের মতো ঠাণ্ডা পানি। এর জন্য পাটের বস্তা ব্যবহার করতে পারেন। যার জন্য আপনার পরিশ্রম ও পয়সা লাগবে সামান্যই। আপনাকে শুধু পাটের ব্যাগ ভিজিয়ে ট্যাংকটি ঢেকে দিতে হবে। পাট তাপ শোষণ করতে দেয় না। তাই পানি থাকবে স্বাভাবিক ও ঠাণ্ডা।
সূত্র : নিউজ ১৮