<p>রাজধানীর আজিমপুরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) গঠিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে আজ। এতে নির্ধারিত দামের বেশি রাখা ও অস্বাস্থ্যকর উপায়ে খাবার সংরক্ষণসহ নানা অভিযোগে জরিমানা করা হয়েছে বিক্রেতাদের।</p> <p>আজ রবিবার ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে মাংস, শাক-সবজি ও ফলের দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে আর্থিক জরিমানা করা হয়।</p> <p>আজিমপুর ছাপড়া মসজিদ এলাকায় সোহাগ ও বিসমিল্লাহ নামক দুটি মাংসের দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করা ও অতিরিক্ত দামে মাংস বিক্রি করার অপরাধে দোকান মালিকদের যথাক্রমে ১৫ হাজার ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।<br />  <br /> ফুটপাতের জায়গা দখল করে ফলের দোকান বসানো ও মূল্য তালিকা প্রদর্শন না করায় মোয়াজ্জেনের ফলের দোকানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। মূল্য তালিকা না ঝুলিয়ে রাখায় বাহার সবজি ঘরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। লাল মিয়ার শাহি বিরিয়ানির দোকানে জাতীয় দৈনিকের কাগজ দিয়ে জিলাপি তৈরির সরঞ্জাম ঢেকে রাখা, চিনির বস্তা খোলা রাখা এবং ফ্রিজ অপরিচ্ছন্ন থাকায় দোকান মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।</p> <p>নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, বিভিন্ন অপরাধে প্রথমবারের মতো কম জরিমানা করে বিক্রেতাদের সাবধান করা হচ্ছে। দ্বিতীয় দফায় একই অপরাধ করলে কঠোর শাস্তি দেয়া হবে।</p> <p>এছাড়া হোটেলে চিনির বস্তা খোলা অবস্থায় ও জাতীয় দৈনিকের কাগজ দিয়ে জিলাপি তৈরির সরঞ্জাম ঢেকে রাখার দায়ে জরিমানা করা হয়েছে।</p>