<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে পড়েছে অন্তর্বর্তী সরকার। এ অবস্থায় সব জেলার জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক অনুষ্ঠিত হবে। মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে প্রধান উপদেষ্টার ভার্চুয়াল এই বৈঠক হবে আগামী ৩০ ডিসেম্বর সকাল ১১টা ১৫ মিনিটে। এ বিষয়ে প্রস্তুতি নেওয়ার জন্য গত বুধবার ডিসি-এসপিদের নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগ) মোহাম্মদ খালেদ রহীম কালের কণ্ঠকে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আগামী ৩০ ডিসেম্বর প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের প্রস্তুতি রাখতে ডিসি-এসপিদের জানানো হয়েছে। প্রধান উপদেষ্টা সমসাময়িক ইস্যুতে তাঁদের সঙ্গে কথা বলতে পারেন। তবে আমরা দ্রব্যমূল্য ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণকে বেশি গুরুত্ব দিচ্ছি। এ বিষয়ে প্রধান উপদেষ্টাকে জানানো হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> তিনি আরো বলেন, এ বৈঠকটি প্রধান উপদেষ্টার ওপর নির্ভর করছে। তিনি এখন বিদেশে অবস্থান করছেন। তিনি দেশে ফিরে আসার পর অনুষ্ঠানের আলোচ্যসূচি চূড়ান্ত করা হবে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জানা যায়, ডিসি-এসপিদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার বিষয়ে আলোচনা হবে। প্রধান উপদেষ্টা তাঁর কার্যালয় থেকে এবং ডিসি-এসপিরা নিজ নিজ দপ্তর থেকে যুক্ত হবেন। বৈঠকে বিভাগীয় কমিশনার ও রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা যুক্ত থাকবেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এর আগে গত ৭ অক্টোবর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ ও তদারকির জন্য সারা দেশে টাস্কফোর্স গঠন করেছে সরকার। প্রতি জেলায় টাস্কফোর্সের আহ্বায়ক হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক এবং সদস্যসচিব হিসেবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দায়িত্ব পালন করছেন। এ ছাড়া সদস্য আছেন অতিরিক্ত পুলিশ সুপার, জেলা খাদ্য নিয়ন্ত্রক, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, জেলা মৎস্য কর্মকর্তা, কৃষি বিপণন কর্মকর্তা/সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা, ক্যাবের প্রতিনিধি ও শিক্ষার্থী প্রতিনিধি দুজন। এর পরও নিত্যপণ্যের দাম বেড়েই চলছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ ছাড়া গত ৫ আগস্ট পরবর্তী সময়ে পুলিশের অনুপস্থিতি এবং পরিবর্তিত পরিস্থিতির সুযোগ নিয়ে দেশের বিভিন্ন এলাকায় অপরাধপ্রবণতা বেড়েছে। ছিনতাই, ডাকাতি ও হত্যাকাণ্ড জনমনে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করে। দেশের বিরাজমান পরিস্থিতিতে সেনাবাহিনী দেশের পরিস্থিতি স্থিতিশীল রাখতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সহায়তায় নিয়োজিত আছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে জানা গেছে, ডিসি-এসপিদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা ও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ নিয়ে কিছু নির্দেশনা দেবেন, যাতে সহজে দ্রব্যমূল্য ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যায়। এ ছাড়া সমসাময়িক ইস্যু নিয়ে কিছু নির্দেশনা দেবেন, যাতে মাঠ প্রশাসনে কাজের গতি বাড়ানো যায়।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঢাকার জেলা প্রশাসক তানভীর আহমেদ কালের কণ্ঠকে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সরকারপ্রধানের কাছে নির্দেশনা পাওয়া অবশ্যই আমাদের জন্য অনেক উপকারী। এতে আমাদের করণীয়গুলো পরিষ্কার করে বোঝা যায়। আমাদের মনোবলও বাড়ে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> তিনি আরো বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অনেক সময় আমাদের কাছে মাঠ প্রশাসন সম্পর্কে ফিডব্যাক জানতে চাওয়া হয়। তখন আমরা সংশ্লিষ্ট বিষয়ে কথা বলি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p><span style="font-size:12pt"><span style="font-family:"Minion Pro","serif""><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর মাঠ প্রশাসনের চেইন অব কমান্ড ভেঙে পড়েছে। কারণ ৫ আগস্টের পরের তিন দিন দেশে সরকার ছিল না। এক সপ্তাহ দেশে পুলিশ ছিল না। এই পরিস্থিতিতে অনেক কিছুই হয়েছে। দেশের সাধারণ মানুষ নিজেদের নিরাপত্তা দিয়েছে, ছাত্ররা রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণ করেছেন, পুলিশ এখনো স্বাভাবিক হতে পারেনি। ফলে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সুপার (এসপি) কী করছেন তা ডিসি ভালোভাবে জানেন না।</span></span></span></span></span></p>