ঢাকা, রবিবার ০৬ এপ্রিল ২০২৫
২৩ চৈত্র ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৬

ঢাকা, রবিবার ০৬ এপ্রিল ২০২৫
২৩ চৈত্র ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৬

পেগাসাস নিয়ে বিভিন্ন দেশে সতর্কতা

বিশেষ প্রতিনিধি
বিশেষ প্রতিনিধি
শেয়ার
পেগাসাস নিয়ে বিভিন্ন দেশে সতর্কতা

ইসরায়েলি কম্পানি এনএসওর তৈরি করা স্পাইওয়্যার পেগাসাস দিয়ে ফোনে আড়ি পাতা হয়েছে বা হচ্ছে—এই তথ্য জানার পর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ তাঁর মোবাইল ফোন ও ফোন নম্বর পাল্টে ফেলেছেন। পেগাসাসের হানা এবং সাইবার নিরাপত্তা নিয়ে আলোচনার জন্য ম্যাখোঁ জাতীয় নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকও ডাকেন বলে রয়টার্স জানিয়েছে। 

বিশ্বজুড়ে এ ধরনের সতর্কতা অনেকের। প্রতিবেশী ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত বৃহস্পতিবার বলেছেন, ‘একটা ফোন রয়েছে, কিন্তু সেটা ট্যাপ করা।

কারো সঙ্গে কথা বলা যাচ্ছে না। জগৎ এভাবে চলতে পারে না। সুপার ইমার্জেন্সির থেকেও ভয়ংকর পরিস্থিতি তৈরি হয়েছে।’ পাকিস্তান এই বিষয়ে জাতিসংঘের তদন্ত চেয়েছে।

এ ধরনের উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে ইসরায়েল সরকার পেগাসাস স্পাইওয়্যার তদন্তের জন্য কমিশন গঠন করেছে। গত বৃহস্পতিবার ইসরায়েলের পার্লামেন্টের ফরেন অ্যাফেয়ার্স ও ডিফেন্স কমিটির প্রধান এই ঘোষণা দেন।

আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের একজন আইনপ্রণেতা র‌্যাম বেন বারাক, যিনি গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক উপপ্রধান, তিনি বলেছেন, ‘অভিযোগ তদন্ত করে দেখার জন্য একটি রিভিউ কমিশন গঠন করা হয়েছে। তদন্ত শেষ হওয়ার পর আমরা দেখব ওই স্পাইওয়্যারের বিষয়টির কোনো সংশোধনের প্রয়োজন আছে কি না?’

এদিকে এনএসওর প্রতিষ্ঠাতা ও সিইও শালেভ হুলিও আর্মি রেডিওকে বলেছেন, ‘ঘটনার তদন্ত হলে তাঁরা খুশি হবেন।

তাহলে বিষয়টি পরিষ্কার হবে। এনএসওর বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তার উদ্দেশ্য হচ্ছে ইসরায়েলের পুরো সাইবার ইন্ডাস্ট্রির গায়ে কলঙ্ক লাগানো।’

মরক্কোর একটি গোয়েন্দা সংস্থা পেগাসাস স্পাইওয়্যার দিয়ে ফ্রান্সের প্রেসিডেন্টের ফোনে আড়ি পাতার অভিযোগ খণ্ডাতে ওই তথ্য প্রকাশের জন্য প্যারিসভিত্তিক অলাভজনক সংবাদ সংস্থা ফরবিডেন স্টোরিজ এবং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছে। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, মরক্কোর একজন ফারাসি আইনজীবী এমন আভাস দিয়েছেন।

প্রসঙ্গত, পেগাসাসের বিষয়টি ব্যাপকভাবে আলোচনায় আসে ফরবিডেন স্টোরিজ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের অনুসন্ধানের ফল থেকে।

২০১৯ সালে এই তদন্ত শুরু হয়। এই দুই সংগঠন যাদের স্মার্টফোনে আড়ি পাতা হয়েছিল, তাদের তালিকা ব্রিটেনের গার্ডিয়ান, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন পোস্ট, ভারতের ‘দ্য ওয়্যার’সহ বিশ্বের ১০টি দেশের মোট ১৭টি সংবাদমাধ্যমের সঙ্গে শেয়ার করে। তারা সবাই মিলে এই অনুসন্ধানের নাম দিয়েছে ‘পেগাসাস প্রজেক্ট’, যাতে ৮০ জনেরও বেশি সাংবাদিক যুক্ত ছিলেন। তাদের দাবি, পেগাসাস নামের স্পাইওয়্যার অ্যাপ যা সাধারণত জঙ্গি কার্যকলাপের ওপর নজরদারি চালাতে বা সামরিক গোয়েন্দাদের কাজে ব্যবহার করা হয়ে থাকে, সেই অ্যাপ দিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির ওপর গোপন নজরদারি চলছিল। এর শিকার হয়েছেন মানবাধিকারকর্মী, রাজনীতিক, সাংবাদিক, ব্যবসায়ী, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার সদস্যরা। বিশ্বজুড়ে ৫০ হাজার ফোন হ্যাক করে সেগুলোতে নজরদারি চালানোর বিষয়টি ওই অনুসন্ধানে উঠে আসে। দ্য গার্ডিয়ান জানায়, যেসব ফোনে আড়ি পাতা হয়েছে, তাঁদের মধ্যে ফ্রান্সের ম্যাখোঁ ও পাকিস্তানের ইমরান খান ছাড়াও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসাও রয়েছেন। এ ছাড়া এতে আছে ৩৪টি দেশে কূটনীতিক, সামরিক প্রধান ও সিনিয়র রাজনীতিকদের মোবাইল ফোন নম্বর।

২০১৯ সালের অক্টোবরে ফেসবুকের মালিকানাধীন সংস্থা হোয়াটসঅ্যাপ জানায়, চারটি মহাদেশের প্রায় এক হাজার ৪০০ জনের মোবাইল পেগাসাসের মাধ্যমে হ্যাক করা হয়েছে। এর আগে পেগাসাস বিষয়টি আলোচনায় আসে ২০১৮ সালে। ওই বছরের সেপ্টেম্বরে ইন্টারনেট ওয়াচডগ টরন্টোভিত্তিক ‘সিটিজেন ল্যাব’ প্রকাশ করে যে ইসরায়েলি কম্পানি এনএসও-এর স্পাইওয়্যার পেগাসাস ৪৫টি দেশে ব্যবহার হচ্ছে। দেশগুলো হচ্ছে আলজেরিয়া. বাহরাইন, বাংলাদেশ, ব্রাজিল, কানাডা, আইভরিকোস্ট, মিসর, ফ্রান্স, গ্রিস, ভারত, ইরাক, ইসরায়েল, জর্দান, কাজাখস্তান, কেনিয়া, কুয়েত, কিরগিজস্তান, লাটভিয়া, লেবানন, লিবিয়া, ম্যাক্সিকো, মরক্কো, নেদারল্যান্ডস, ওমান, পাকিস্তান, প্যালেস্টাইন, পোল্যান্ড, কাতার, রুয়ান্ডা, সৌদি আরব, সিঙ্গাপুর, দক্ষিণ আফ্রিকা, সুইজারল্যান্ড, তাজিকিস্তান, থাইল্যান্ড,  টোগো, তিউনিশিয়া তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, উগান্ডা, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, উজবেকিস্তান, ইয়েমেন ও জাম্বিয়া। ওই বছর ৩০ আগস্ট তেলআবিব আদালতে পাঁচজন মেক্সিকান সাংবাদিক এবং মানবাধিকারকর্মী এই মর্মে মামলা করে যে এনএসও গ্রুপের সফটওয়্যারের মাধ্যমে তারা গোয়েন্দা নজরদারির শিকার। মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও ওই বছর আগস্টে ইসরায়েলি ওই কম্পানির বিরুদ্ধে এই অভিযোগ আনে যে ইসরায়েলি কম্পানির সফটওয়্যার তাদের একজন কর্মীর বিরুদ্ধে ব্যবহার হচ্ছে। সে সময়ও এনএসও বলে, তাদের ওই সফটওয়্যার অপরাধ ও সন্ত্রাস প্রতিরোধে তদন্তের কাজে ব্যবহার হয়। এর অপব্যবহারের অভিযোগ তদন্ত করে দেখা হবে।

এদিকে বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য, ‘পেগাসাস’ ব্যবহার করে যাঁদের ওপর নজরদারি বা চেষ্টা হয়েছে তাঁদের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই)  রাজকুমারী লতিফা আল মাখতুমও ছিলেন। তিনি দেশটির শাসক শেখ মোহাম্মেদ বিন রশিদ আল মাখতুমের মেয়ে। নিজ দেশ ও পরিবার ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টার সময় তাঁর ওপর নজরদারি হয় বলে ধারণা করা হচ্ছে। পরিবারের ‘নির্যাতনের’ মুখে ২০১৮ সালের মার্চে নৌকায় করে সাগর পাড়ি দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন লতিফা। কিন্তু নিরাপত্তা বাহিনীর সদস্যদের হাতে তিনি ধরা পড়ে যান। তাঁকে আটক করে নিয়ে যান আমিরাতের সেনারা। ওই ঘটনা বিশ্বে আলোচনার জন্ম দেয়।

‘পেগাসাস’ ব্যবহার করে সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের ওপর নজরদারি চালানোর অভিযোগ অস্বীকার করেছে সৌদি আরব। এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে উল্লেখ করেছে দেশটি। তবে এর আগে পেগাসাস ব্যবহার করে সৌদি সাংবাদিক জামাল খাসোগির ফোনে আড়ি পাতার বিষয়টি ফরেনসিক পরীক্ষায় প্রমাণিত হয়। ২০১৮ সালের ২ অক্টোবর জামাল খাসোগিকে হত্যা করা হয় তুরস্কের ইস্তাম্বুলে সৌদি আরবের কনস্যুলেটের ভেতরে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

এদিকে ২০১৮ সালের তালিকায় পেগাসাস ব্যবহারকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশের নাম থাকলেও কোনো গুরুত্বপূর্ণ বাংলাদেশির ফোনে এই স্পাইওয়্যার ব্যবহার করা হয়েছে কি না, সে তথ্য গতকাল পর্যন্ত কোনো সংবাদমাধ্যম প্রকাশ করেনি।

মন্তব্য

ঢাকায় জার্মানির ব্যবসায়ী প্রতিনিধিদল

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ঢাকায় জার্মানির ব্যবসায়ী প্রতিনিধিদল

ঢাকায় পাঁচ দিনের সফরে এসেছে জার্মানির ব্যবসায়ীদের একটি প্রতিনিধিদল। আগামী ১০ এপ্রিল পর্যন্ত প্রতিনিধিদলটি ঢাকা সফর করবে।

রবিবার (৬ এপ্রিল) ঢাকায় জার্মানির দূতাবাস এ তথ্য জানায়।

দূতাবাস জানায়, প্রতিনিধিদলে জার্মানির ফেডারেল পররাষ্ট্র দপ্তর, ফেডারেল অর্থনৈতিক বিষয় ও জলবায়ু কর্ম মন্ত্রণালয়, জার্মানির বাণিজ্য ও বিনিয়োগ সংস্থা, জার্মানির রপ্তানি ঋণ সংস্থা (ইউলার হার্মিস), গিজ এবং কম্পানির প্রতিনিধিরা রয়েছেন।

এই মিশন জার্মান এশিয়া-প্যাসিফিক বিজনেস অ্যাসোসিয়েশন (ওএভি) দ্বারা সমন্বিত, যা একটি গুরুত্বপূর্ণ নেটওয়ার্ক, যা এশিয়াজুড়ে জার্মানির ব্যাবসায়িক স্বার্থ প্রচার করে। এই অঞ্চলে প্রবেশ বা সম্প্রসারণ করতে আগ্রহী জার্মান কম্পানিগুলোর জন্য একটি কৌশলগত অংশীদার হিসেবে কাজ করে।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর জার্মানি থেকে প্রথমবারের মতো এমন ধরনের মিশনকে স্বাগত জানিয়ে জার্মান রাষ্ট্রদূত আখিম ট্রস্টার বলেন, ‘বাংলাদেশে ব্যবসায় সম্ভাবনা এবং সুযোগগুলো প্রত্যক্ষ করার পাশাপাশি সংস্কারের অগ্রগতি প্রত্যক্ষ করার জন্য ওএভি সঠিক সময়ে একটি প্রতিনিধিদল বাংলাদেশে আনার উদ্যোগকে আমরা প্রশংসা করি।’

প্রতিনিধিদলটি ঢাকায় জার্মান দূতাবাস আয়োজিত একটি ব্রিফিংয়ের মাধ্যমে তাদের সফর শুরু করে।

তারা ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ বিনিয়োগ শীর্ষ সম্মেলন ২০২৫-এ অংশগ্রহণ করবে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) প্রধান উপদেষ্টার কার্যালয়ের অংশীদারিতে এই সম্মেলন আয়োজন করবে।

জার্মানি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার। ২০২৪ সালে দেশটির সঙ্গে মোট দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল ৯.৮১ বিলিয়ন মার্কিন ডলার।

এই সফর বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনার প্রতি জার্মানির পারস্পরিক দৃঢ় বিশ্বাস এবং দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণের প্রতিশ্রুতিকে তুলে ধরে।

মন্তব্য

বিনিয়োগ সম্মেলনে অংশ নেবেন ৪০ দেশের বিনিয়োগকারী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
বিনিয়োগ সম্মেলনে অংশ নেবেন ৪০ দেশের বিনিয়োগকারী
সংগৃহীত ছবি

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) আয়োজনে আগামীকাল সোমবার থেকে চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন-২০২৫ শুরু হচ্ছে। যুক্তরাষ্ট্র, চীন, জাপান, দক্ষিণ কোরিয়াসহ ৪০টি দেশের শীর্ষস্থানীয় প্রায় ৬ শতাধিক দেশি-বিদেশি বিনিয়োগকারী এ সম্মেলনে অংশ নেবেন।

রবিবার (৬ এপ্রিল) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এ তথ্য জানান।

তিনি জানান, প্রথম দিন দুটি ট্র্যাকে অনুষ্ঠানটি হবে।

প্রথম ট্র্যাকে ৬০ জনের বেশি বিদেশি বিনিয়োগকারীকে নিয়ে একটি স্পেশাল ফ্লাইট চট্টগ্রাম যাবে। সেখান থেকে কোরিয়ান ইপিজেড ও মিরসরাইতে স্পেশাল ইকোনমিক জোন পরিদর্শন শেষে রাতে ফিরে আসবেন তারা।

বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, ‘যারা যাচ্ছেন তারা হলেন সেসব উদ্যোক্তা, যারা মনে করছেন তাদের সেখানে একটি কারখানা স্থাপন করতে হবে। তাদের জায়গাজমি লাগবে।

তাদের জন্য আমরা কী ধরনের সাপোর্ট সিস্টেম তৈরি করতে পারি, তা তারা সরেজমিন দেখবেন। অন্যদিকে সোমবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে স্টার্টআপ কানেক্ট নামে দিনব্যাপী অনুষ্ঠানসূচি রয়েছে। সেখানে যেসব আরলি স্টেজ স্টার্টআপ এবং ভেঞ্চার বিনিয়োগকারী আসছেন তাদের মধ্যে ম্যাচ মেকিং ইভেন্ট, নেটওয়ার্কিং ও প্যানেল হবে।’ 

সারা দিন স্টার্টআপ ইভেন্টকে ফোকাস করা হবে।

চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, ‘৮ এপ্রিল মঙ্গলবার সকালের দিকে বিনিয়োগকারীরা নারায়ণগঞ্জের আড়াইহাজারে যেখানে জাপানি ইকোনমিক জোন রয়েছে সেখানে সরেজমিন পরিদর্শন করবেন। তারা সেখানের কারখানার মালিকদের সঙ্গে কথা বলে কী ধরনের কর্মকাণ্ড হচ্ছে, তা বুঝে তাদের বিনিয়োগের জন্য কতটুকু সুযোগ-সুবিধা রয়েছে তা দেখবেন। দ্বিতীয় ধাপে বিশ্বব্যাংক ও আইএলওর সঙ্গে কিছু অ্যাংগেজমেন্ট রয়েছে। তাদের এফডিআই সম্পর্কিত কিছু ব্যাপারে আলোচনার মাধ্যমে ভবিষ্যতে বিনিয়োগের জন্য কী ধরনের পদক্ষেপ নেওয়া যায় সে ব্যাপারে একটি চুক্তি স্বাক্ষরিত হবে। ৯ এপ্রিল বুধবার উদ্বোধনী অনুষ্ঠান হবে।

সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত উদ্বোধনী অনুষ্ঠান ছাড়া সারা দিনই একাধিক (৩-৪টা) প্যারালাল অনুষ্ঠান চলবে ‘

উদ্বোধনী অনুষ্ঠানে কিছু বিনিয়োগকারীকে পুরস্কৃত করা হবে উল্লেখ করে তিনি জানান, অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা উপস্থিত থাকবেন। একই সঙ্গে কিছুসংখ্যক বিদেশি বিনিয়োগকারী বক্তব্য দেবেন। সেখান থেকে আমরা বোঝার চেষ্টা করব আর কী করলে বাংলাদেশ বিনিয়োগের জন্য বেটার ডেস্টিনেশন হিসেবে প্রতিষ্ঠা পাবে। পরবর্তীতে হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইয়ুথ এন্টারপ্রেনারশিপ মেলার আয়োজন থাকবে। উপদেষ্টা সেখানে আরলি স্টেজ কম্পানির সঙ্গে কথা বলবেন। দ্বিতীয় ধাপে রিনিউয়েবল এনার্জি নিয়ে কথা হবে। বেশ কয়েকটি কম্পানির সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।

মন্তব্য

রাতে ঢাকাসহ ১০ জেলায় ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
রাতে ঢাকাসহ ১০ জেলায় ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত
ফাইল ছবি

রাতের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ১০টি জেলায় ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এর মধ্যে রাজধানী ঢাকা জেলাও রয়েছে।

আজ রবিবার বিকেলে অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। 

পূ্র্বাভাসে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এতে বলা হয়, ঢাকা, রাজশাহী, পাবনা, বগুড়া, যশোর, কুষ্টিয়া, খুলনা, ফরিদপুর, টাঙ্গাইল এবং কুমিল্লা জেলার ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা, ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব অঞ্চলের বাসিন্দাদের ঝড়-বৃষ্টি এবং বজ্রপাতের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।

মন্তব্য

হাছান মাহমুদ পরিবারের ৬৫ অ্যাকাউন্টে ৭২২ কোটি টাকার লেনদেন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
হাছান মাহমুদ পরিবারের ৬৫ অ্যাকাউন্টে ৭২২ কোটি টাকার লেনদেন

সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ ও তার স্ত্রী নুরান ফাতেমার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে। এ দম্পতির ৬৫টি ব্যাংক অ্যাকাউন্টে ৭২২ কোটি ৯১ লাখ ৭৫ হাজার ১২১ টাকা লেনদেনের অভিযোগে তাদের বিরুদ্ধে পৃথক দুই মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রবিবার (৬ এপ্রিল) দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন মামলার বিষয়টি গণমাধ্যমকে জানান।

গত বছরের ৫ আগস্ট ক্ষমতার পটপরিবর্তনের পর আত্মগোপনে চলে যান চট্টগ্রাম-৭ আসনের সাবেক সংসদ সদস্য হাছান মাহমুদ।

গত ১৬ জানুয়ারি হাছান মাহমুদ, তার স্ত্রী নুরান ফাতেমা, মেয়ে নাফিসা জুমাইনা মাহমুদসহ তাদের ছয়টি কম্পানির নামে থাকা মোট ৮১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন আদালত।

এসব বিষয়ে আজ রবিবার আবদুল মোমেন বলেন, হাছান মাহমুদের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ এক কোটি ১১ লাখ ৫৫ হাজার ৩১৮ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তিনি নিজ, যৌথ ও প্রতিষ্ঠানের নামে ৯টি ব্যাংক অ্যাকাউন্টে ৩৯ কোটি ৭৬ লাখ ৩৭ হাজার ৫৬৭ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন।
 
হাছান মাহমুদের বিরুদ্ধে বাদী হয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ একটি মামলা করেন সংস্থাটির উপপরিচালক কমলেশ মণ্ডল।

মন্তব্য

সর্বশেষ সংবাদ