ঢাকা, বৃহস্পতিবার ১০ এপ্রিল ২০২৫
২৭ চৈত্র ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৬

ঢাকা, বৃহস্পতিবার ১০ এপ্রিল ২০২৫
২৭ চৈত্র ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৬

সাবেক সেনাপ্রধানের দুই ভাইয়ের এনআইডি জালিয়াতি তদন্তের সময় বাড়ল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সাবেক সেনাপ্রধানের দুই ভাইয়ের এনআইডি জালিয়াতি তদন্তের সময় বাড়ল
সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের দুই ভাই তোফায়েল আহমেদ (জোসেফ) ও হারিছ আহমেদ।

সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের দুই ভাই হারিছ আহমেদ ও তোফায়েল আহমেদ ওরফে জোসেফের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জালিয়াতির অভিযোগ তদন্তে সময় দুই সপ্তাহ বৃদ্ধি করা হয়েছে।  

বুধবার (২৬ জুন) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব শফিউল আজিম। 

তদন্ত নিখুঁত করতে বৈজ্ঞানিকভাবে তদন্ত চলছে জানিয়ে শফিউল আজিম বলেন, ‘সাবেক সেনাপ্রধান আজিজের দুই ভাইয়ের জাতীয় পরিচয়পত্র জালিয়াতির ঘটনায় তদন্ত শেষ হতে আরও দুই সপ্তাহ সময় লাগবে। তারা কিভাবে ভোটার হয়েছিলেন, কোন কোন ডকুমেন্ট এসেছে, কোথায় হয়েছে, কারো সম্পৃক্ততা ছিল কিনা- আদ্যোপান্ত তদন্ত চলছে।

তদন্তে যারা দোষী প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

ইসি সচিব বলেন, ‘এ ঘটনায় কমিশনের কেউ জড়িত থাকলে তাকেও ছাড় দেওয়া হবে না। তদন্ত কমিটির উপর আস্থা আছে, তারা কাজ করছে। আরও একটু অপেক্ষা করতে হবে।

বঙ্গবন্ধুর খুনি রিসালদার মোসলেম উদ্দিনের সন্তানদের এনআইডি জালিয়াতি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘বঙ্গবন্ধুর এ খুনি বিভিন্ন নামে আত্মগোপনে ছিলেন, বিভিন্ন নাম ধারণ করেছেন। ইসির তদন্তে বেরিয়ে এসেছে। সমস্ত তথ্য নিয়ে আসার প্রক্রিয়া চলমান রয়েছে।'

এর আগে মিথ্যা তথ্য দিয়ে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের দুই ভাইয়ের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নেওয়ার ঘটনা তদন্ত করতে তিন সদস্যের কমিটি গঠন করে ইসি।

পাশাপাশি রিসালদার মোসলেম উদ্দিনের সন্তানদের এনআইডিতে পিতার নাম পরিবর্তনের জালিয়াতি তদন্তে পৃথক কমিটি গঠন করে। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ও নির্বাচন কমিশনের সচিব এ তদন্ত কাজ তদারকি করছেন।

অভিযোগ রয়েছে, আজিজ আহমেদের দুই ভাই তোফায়েল আহমেদ (জোসেফ) ও হারিছ আহমেদ এনআইডিতে নিজেদের নামের পাশাপাশি বাবা-মায়ের নামও পরিবর্তন করেছেন। জোসেফ নাম পরিবর্তন করে হয়েছেন তানভীর আহমেদ তানজীল। আর হারিছ আহমেদ তার নাম পরিবর্তন করে হয়েছেন মোহাম্মদ হাসান।

অভিযোগ ওঠে তাদের এনআইডির তথ্য পরিবর্তনে আজিজ আহমেদ সুপারিশ করেন।

অপরদিকে মোসলেম উদ্দিনের ছয় সন্তান মোহাম্মদ শফিকুল ইসলাম খান, মাহমুদুল ইসলাম খান, মজিদুল ইসলাম খান, মো. মহিদুল ইসলাম খান, মো. সাজিদুল ইসলাম খান এবং সানাজ খাঁন এনআইডিতে তাদের পিতার নাম পরিবর্তন করেন।  এর মধ্যে শফিকুল, মহিদুল ও সানাজ তাদের পাসপোর্টেও বাবার নাম পরিবর্তন করেছেন। আর মাহমুদুল ইসলাম তার ড্রাইভিং লাইসেন্সে বাবার নাম পরিবর্তন করেছেন।
 

মন্তব্য

সম্পর্কিত খবর

রবিবার ৩ জেলায় সাধারণ ছুটি, সবমিলিয়ে ৪ দিন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
রবিবার ৩ জেলায় সাধারণ ছুটি, সবমিলিয়ে ৪ দিন
ফাইল ছবি

আসন্ন চৈত্র সংক্রান্তি (চৈত্রের শেষ দিন) উপলক্ষে ১৩ এপ্রিল পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। দেশের অন্য জেলাগুলোতে চৈত্র সংক্রান্তি সংশ্লিষ্ট জনগোষ্ঠীর জন্য ঐচ্ছিক ছুটি থাকবে।

১৩ এপ্রিল আগামী রবিবার। এর আগের দুদিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি।

আবার সোমবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ উপলক্ষে সরকারি ছুটি থাকবে। সুতারং টানা চার দিনের ছুটি পাবেন পার্বত্য তিন জেলার মানুষ।

জনপ্রশাসন মন্ত্রণালয় নির্বাহী আদেশে এ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে গত ২৭ মার্চ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ছুটিকালীন রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে।

এদিকে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন (ডিওএস) এক নির্দেশনায় জানিয়েছে,  দেশের তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে অবস্থিত তফসিলি ব্যাংকের সব শাখা ও উপশাখা আগামী ১৩ এপ্রিল বন্ধ থাকবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

মন্তব্য

পানি ব্যবস্থাপনা নিয়ে পরিবেশ উপদেষ্টার সঙ্গে গুইন লুইসের বৈঠক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
পানি ব্যবস্থাপনা নিয়ে পরিবেশ উপদেষ্টার সঙ্গে গুইন লুইসের বৈঠক
সংগৃহীত ছবি

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সঙ্গে বৈঠক করেছেন জাতিসংঘের বাংলাদেশ আবাসিক সমন্বয়কারী গুইন লুইস। বৃহস্পতিবার সকালে ঢাকার পান্থপথস্থ পানি ভবনে উচ্চপর্যায়ের এ বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনায় দ্রুত ও কার্যকর জলবায়ু পদক্ষেপ, নদী পুনরুদ্ধার, এবং পরিবেশ সংরক্ষণে সমন্বিত ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দেওয়া হয়।

বৈঠকে গুইন লুইস বাংলাদেশের নেতৃত্বের প্রশংসা করেন।

তিনি বলেন, “জাতীয় নীতির সঙ্গে স্থানীয় উদ্যোগ ও আন্তর্জাতিক লক্ষ্য মিলিয়ে পরিকল্পনা করতে হবে।” 

আরো পড়ুন

মুম্বাইয়ে সন্ত্রাসী হামলায় অভিযুক্ত রানাকে নেওয়া হচ্ছে ভারতে

মুম্বাইয়ে সন্ত্রাসী হামলায় অভিযুক্ত রানাকে নেওয়া হচ্ছে ভারতে

 

প্রায় এক দশক ধরে বন্ধ থাকা এনভায়রনমেন্ট কমিউনিটি অব প্র্যাকটিস সক্রিয় করার ওপর জোর দেন তিনি। কার্যকর আন্তঃমন্ত্রণালয় সহযোগিতার জন্য কাঠামোগত ও প্রাতিষ্ঠানিক অবকাঠামো শক্তিশালী করার আহ্বানও জানানো হয়।

পরিবেশ উপদেষ্টা বলেন, সব পরিকল্পনা ও কর্মকাণ্ডের বিশ্লেষণ দরকার, তবে এখন বাস্তব পদক্ষেপ নেওয়ার সময়।

অন্তত দুই-তিনটি প্রকল্প দিয়েই শুরু হোক। তিনি একটি নির্দিষ্ট দিনে সকল উন্নয়ন সহযোগীদের একত্রিত করার প্রস্তাব দেন। এতে করে মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বয় সহজ হবে এবং পানি ব্যবস্থাপনায় গতি আসবে।

আলোচনায় ক্লাইমেট প্রোসপারিটি প্ল্যান, হালনাগাদ এনডিসি এবং এডিবি, ইউরোপীয় ইউনিয়ন ও সুইডেনের সঙ্গে সম্ভাব্য সহযোগিতা নিয়ে কথা হয়।

উভয় পক্ষই সরকার, উন্নয়ন সহযোগী ও বেসরকারি খাতের যৌথ অর্থায়নের মডেল প্রকল্প বাস্তবায়নের ওপর জোর দেন।

আরো পড়ুন

চাকরিজীবীদের টানা চার দিনের ছুটির সুযোগ

চাকরিজীবীদের টানা চার দিনের ছুটির সুযোগ

 

রিজওয়ানা হাসান সাম্প্রতিক সাফল্যের মধ্যে বিভাগভিত্তিক নদী পুনরুদ্ধার, খাল সংস্কার এবং ডেল্টা প্ল্যান বাস্তবায়নের কথা তুলে ধরেন। তিনি বলেন, প্রতিটি উন্নয়ন প্রকল্পে গণশুনানি বাধ্যতামূলক করতে হবে। স্বচ্ছতা ও জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

আরো পড়ুন

এসএসসির ফল প্রকাশ কবে? জানালেন শিক্ষা উপদেষ্টা

এসএসসির ফল প্রকাশ কবে? জানালেন শিক্ষা উপদেষ্টা

 

বৈঠকে আরো উপস্থিত ছিলেন- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, জাতিসংঘ অফিসের জলবায়ু বিশেষজ্ঞ হর্ষদ গাইকোয়াড় এবং জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জলবায়ু ভাবনাকে বাস্তব কর্মে রূপান্তরের পথে এগিয়ে যাওয়ার অঙ্গীকারের মাধ্যমে বৈঠকটি শেষ হয়।

মন্তব্য

সন্ধ্যার মধ্যে ২ জেলায় ঝড়ের শঙ্কা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
সন্ধ্যার মধ্যে ২ জেলায় ঝড়ের শঙ্কা
সংগৃহীত ছবি

সন্ধ্যার মধ্যে দেশের দুই জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের সই করা সতর্ক বার্তায় বলা হয়, রংপুর এবং দিনাজপুর অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের আশঙ্কা রয়েছে।

পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে এই ঝড় হতে পারে। সেই সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কাও রয়েছে। 

আরো পড়ুন

চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

 

এই দুই জেলার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
 
এদিকে, সমুদ্রবন্দরের সতর্ক বার্তায় বলা হয়েছে, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর দিকে অগ্রসর ও দুর্বল হয়ে মঙ্গলবার সকাল নাগাদ পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

এটি পরবর্তী ২৪ ঘণ্টায় উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে।

মন্তব্য

চাকরিজীবীদের টানা চার দিনের ছুটির সুযোগ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
চাকরিজীবীদের টানা চার দিনের ছুটির সুযোগ
সংগৃহীত ছবি

সবেমাত্র ঈদুল ফিতরের ছুটি শেষ হলো। এরই মধ্যে আসতে চলেছে পহেলা বৈশাখ। পহেলা বৈশাখ উপলক্ষে ছুটি পাবেন চাকরিজীবীরা। এই ছুটি বাড়িয়ে নিতে মাঝে এক দিন ছুটি নিতে পারলেই মোট ছুটি মিলবে চার দিন।

আগামী সোমবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ উপলক্ষে সরকারি ছুটি থাকবে। এর আগে রয়েছে শুক্র-শনিবার (১১-১২ এপ্রিল) ছুটি। মাঝে শুধু রবিবার (১৩ এপ্রিল) ছুটি নিতে পারলেই চাকরিজীবীরা উপভোগ করতে পারবেন টানা চার দিনের ছুটি।

আরো পড়ুন
শেখ হাসিনা-পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

শেখ হাসিনা-পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

 

চলতি সপ্তাহে শুক্র ও শনিবার (১১ ও ১২ এপ্রিল) সাপ্তাহিক ছুটির দিন।

এর পরের দিন রবিবার অফিস খোলা থাকবে। রবিবার ছুটি নিতে পারলে মিলবে টানা চার দিনের ছুটি।

মন্তব্য

সর্বশেষ সংবাদ