<p>ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে মোহাম্মদ রিয়াজুল ইসলাম (রিজু) প্রেসিডেন্ট এবং সম্মানী সাধারণ সম্পাদক হয়েছেন মো. সাব্বির মোস্তফা খান। </p> <p>বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে রাজধানীর রমনায় আইইবি মিলনায়তনে বিশেষ সাধারণ সভায় এই কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইবির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী খান মনজুর মোরশেদ।</p> <p>নতুন এই কমিটির মাধ্যমে দীর্ঘ প্রায় এক যুগ ধরে আওয়ামী লীগের কুক্ষিগত করে রাখা প্রকৌশলীদের জাতীয় প্রতিষ্ঠানটি তার স্বকীয়তা ফিরে পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। </p> <p>কমিটির অন্যদের মধ্যে সহসভাপতি হিসেবে খান মনজুর মোরশেদ, শেখ আল আমিন, নিয়াজ উদ্দিন ভূইয়া, এটিএম তানভির-উল হাসান তমাল মনোনীত হয়েছেন। </p> <p>এ ছাড়া সম্মানী সহ-সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন মো. নূর আমিন, সাব্বির আহমেদ ওসমানী এবং মোহাম্মাদ আহসানুল রাসেল। </p> <p>অন্যদিকে, ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান হিসেবে হেলাল উদ্দিন তালুকদার এবং সম্মানী সম্পাদক হিসেবে কে এম আসাদুজ্জামান মনোনীত হয়েছেন। আর ভাইস চেয়ারম্যান হয়েছেন আব্দুল্লাহ আল মামুন ও মো. কামরুল হাসান। </p> <p>সভায় এ্যাবে’র মহাসচিব আলমগীর হাসিন আহমেদসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় ২ হাজার প্রকৌশলী উপস্থিত ছিলেন।</p> <p>সভায় বক্তারা বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের কিছু ব্যক্তি আইইবি দখল করে লুটপাট ও দুর্নীতির আখড়ায় পরিণত করেছে। কমিটির ব্যর্থতার কারণে এখানকার কর্মীদের বেতন দিতে পারছে না। উন্নয়ন কাজ করা যাচ্ছে না। বিগত ১০ বছর ধরে যারা এ প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে, লুটেপুটে খেয়েছে তাদের বিচারের আওতায় আনতে হবে।</p> <p>আইইবিতে যত অনিয়ম দুর্নীতি হয়েছে তার শ্বেতপত্র প্রকাশ করার আহ্বান জানান প্রকৌশলীরা।</p>