<p>পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, স্বাস্থ্য সুরক্ষার দিকটি বিবেচনা করেই সরকার পলিথিন বন্ধের উদ্যোগ নিয়েছে। আগামী পহেলা নভেম্বর থেকে কঠোর মনিটরিং করা হবে। আর বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, পাটের ব্যাগ ব্যবহার বাধ্যতামূলক হলে পাটের কোনো সংকট হবে না। সেক্ষেত্রে যদি পাট না পাওয়া যায়, প্রয়োজনে রপ্তানি বন্ধ করা হবে।</p> <p>আজ রবিবার (২৭ অক্টোবর) পাট মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন এসব কথা বলেন তারা। পলিথিন বন্ধ ও পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার বাধ্যতামূলক করার বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরতে ওই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। এরআগে ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০’ এর বাস্তবায়নে স্টেকহোল্ডারদের সঙ্গে সভা করেন দুই উপদেষ্টা। সভায় নভেম্বরের পর থেকে পাটের ব্যাগ ব্যবহার নিশ্চিত করতে প্রতিটি খাতের ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়। পাটের ব্যাগ নিশ্চিত করতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ গ্রেপ্তার" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/27/1730021810-0fe2139b6f9163c35648cb82bdd0a4d0.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ গ্রেপ্তার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/10/27/1439706" target="_blank"> </a></div> </div> <p>সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘সুপারশপে কোনো পলিথিন ব্যাগ ব্যবহার করা যাবে না। পলিব্যাগ ব্যবহার বন্ধে পহেলা নভেম্বর থেকে সব মার্কেটে কঠোর মনিটরিং শুরু হবে। পলিথিন উৎপাদন বন্ধেও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। পরিবেশ সুরক্ষার স্বার্থে পলিথিনের পাশাপাশি সিঙ্গেল ইউজ প্লাস্টিক বন্ধ করা হবে।’</p> <p>পলিথিনের ক্ষতিকর প্রভাব তুলে ধরে পরিবেশ উপদেষ্টা বলেন, ‘রক্ত, মায়ের দুধ ও খাদ্য উপাদানে মাইক্রো প্লাস্টিক পাওয়া গেছে। পলিথিন ব্যবহারে মানুষকে অভ্যস্ততার জায়গা থেকে সরাতে হবে। নিজেদের সচেতনতা বাড়াতে হবে, যাতে ২০১০ ও ২০১৩ সালের বিধিমালা বাস্তবায়ন করা যায়। পাটজাত পণ্য উৎপাদনকারীরা বেশি দাম ধরায় মানুষ প্লাস্টিক ও পলিথিন ব্যবহারে বাধ্য হয়। ফলে পলিথিনের ব্যবহার বন্ধে পাটের ব্যাগের মূল্য সহনীয় রাখতে হবে। আমরা চাই পলিথিনের ক্ষতিকর দিক বুঝে মানুষ এটির ব্যবহার থেকে সরে আসুক, যাতে আমাদের ব্যবস্থা নিতে না হয়।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="আজ থেকে রাতেও বিমান চলবে কক্সবাজারে" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/27/1730007536-794cdb9c73f8c687c66ee249c67e263a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>আজ থেকে রাতেও বিমান চলবে কক্সবাজারে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/27/1439652" target="_blank"> </a></div> </div> <p>উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন, ‘এতদিন ব্যবসায়ীরা পাটকে বন্ধ করে প্লাস্টিকের কারখানা করেছে। সেটা আর হবে না। পাটকে এগিয়ে নিতে হবে। এই মুহূর্তে আমরা কোনো খাতকে চেপে ধরছি না। সবাইকে সময় দিয়েছি। আপনারা পাটের ব্যাগ ব্যবহার নিশ্চিত করুন, কোনো সমস্যা হলে খাত ধরে ধরে সমাধান করে দেব।’</p> <p>তিনি আরো বলেন, ‘সাধারণ মানুষের ব্যাগ রাখার অভ্যাস হয়ে যাবে। আর ৩২ টাকা ব্যাগের দাম নিয়ে অনেকে কথা বলছেন, ওই ব্যাগ বারবার ব্যবহার করা যাবে। এ অভ্যাস বাংলাদেশের মানুষের আগেও ছিল এবং আবারও সেটা হবে।’</p> <p>প্রয়োজনে পাট রপ্তানি বন্ধ করা হবে উল্লেখ করে এ উপদেষ্টা বলেন, ‘‘পাটকে জিআই করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। অল্প সময়ের মধ্যে ‘গোল্ডেন ফাইবার অফ বাংলাদেশ’ নামে পাটের জিআই হবে। কার্যকর একটা আইন রয়েছে কিন্তু আপনারা সবাই এটাকে বৃদ্ধাঙ্গুলি দেখাবেন, সেটা হবে না। এই আইন সবাইকে মানতে হবে।’’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="না চাইলেও একই চিন্তা বার বার ফিরে আসে কেন?" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/27/1730003204-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>না চাইলেও একই চিন্তা বার বার ফিরে আসে কেন?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/prescription/2024/10/27/1439621" target="_blank"> </a></div> </div> <p>এদিকে সভায় জুট অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা বলেন, ব্যাগ ও বস্তা দেওয়ার জন্য দেশের ৩০০ উৎপাদনকারী প্রস্তুত আছে। ব্যাগ বা বস্তা সরবরাহে কোনো সমস্যা হবে না। পলিথিন বন্ধে মনিটারিং জোরদার করার প্রতি গুরুত্বারোপ করেন তিনি।</p>