ঢাকা, রবিবার ০৬ এপ্রিল ২০২৫
২৩ চৈত্র ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৬

ঢাকা, রবিবার ০৬ এপ্রিল ২০২৫
২৩ চৈত্র ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৬

অগ্রণী ব্যাংক চেয়ারম্যানের অপসারণ দাবি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
অগ্রণী ব্যাংক চেয়ারম্যানের অপসারণ দাবি

জুলাই গণঅভ্যুত্থানের বিপক্ষে অবস্থান এবং ধানমণ্ডি ৩২ নম্বর রক্ষার পক্ষে প্রকাশ্যে বিবৃতি দেওয়ায় অগ্রণী ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সৈয়দ আবু নাছের বখতিয়ার আহমেদকে অপসারণের দাবি জানিয়েছেন ব্যাংকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ব্যাব) এবং ফ্যাসিজম ও বৈষম্যবিরোধী নির্বাহী কর্মকর্তা ও কর্মচারীরা।

আজ শনিবার (১ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা এ দাবি জানান। 

ব্যাংকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ব্যাব) এবং ফ্যাসিজম ও বৈষম্যবিরোধী নির্বাহী কর্মকর্তা ও কর্মচারীরা (বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, বিডিবিএল, বেসরকারি ব্যাংক ইউনিট) আয়োজিত সভায় লিখিত বক্তব্য পড়েন ব্যাংকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সদস্যসচিব মুহাম্মদ আব্দুল্লাহ। 

সভায় বক্তৃতা করেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ আলী হোসেন, স্ট্যান্ডার্ড ব্যাংকের এভিপি মোহাম্মদ জাইদুল ইসলাম, প্রাইম ব্যাংকের এভিপি গোবিন্দ চাঁন্দ কুন্ডু, সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ আবুল বাশার, সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার সুভাষ চন্দ্র চাকমা, অগ্রণী ব্যাংকের এজিএম মো. সুজাউদ্দৌলা, অগ্রণী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মুহাম্মদ আব্দুল্লাহ, রূপালী ব্যাংকের এজিএম মোহাম্মদ আবু জাফর, জনতা ব্যাংকের এজিএম মনির আহমেদ, জনতা ব্যাংকের প্রিন্সিপাল অফিসার হাফিজুর রহমান, সোনালী ব্যাংকের এজিএম মনজুরুল ইসলাম, সোনালী ব্যাংকের এজিএম রেজাউল করিম প্রমূখ।

সভায় লিখিত বক্তব্যে মুহাম্মদ আব্দুল্লাহ বলেন, ব্যাংকটি আজ এক গভীর হুমকি ও সংকটের সম্মুখীন। নৈতিকতা, নিয়ম-নীতি ও পেশাদারত্বের তোয়াক্কা না করে একজন চেয়ারম্যান স্বৈরাচারী মনোভাব নিয়ে ব্যাংক পরিচালনায় অনৈতিক হস্তক্ষেপ করছেন। স্বৈরাচার পতনের পর ব্যাংক সেক্টরে তিনি নব্য স্বৈরাচারের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। আমরা অত্যন্ত বিস্মিত ও ক্ষুব্ধ যে তিনি তথাকথিত সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে দাঁড়িয়ে জুলাই গণঅভ্যুত্থানের মহানায়কদের বিরুদ্ধে বিচার চেয়ে বিবৃতি দিয়েছেন।

কিন্তু গত ১৫ বছরে আওয়ামী দুঃশাসন, খুন, গুম, ধর্ষণ ও আয়নাঘরের নৃশংসতার বিরুদ্ধে তিনি একটি শব্দ উল্লেখ করেননি। জুলাই বিপ্লবের গণহত্যার বিরুদ্ধে তিনি কখনোই মুখ খোলেননি। নিরপরাধ মানুষ হত্যা ও শিশু হত্যার বিরুদ্ধে একটুও প্রতিবাদ জানাননি। 

বক্তারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর স্থিতিশীলতা বজায় রাখতে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তবে সৈয়দ আবু নাছের বখতিয়ার আহমেদের অনৈতিক কর্মকাণ্ড ব্যাংকের শৃঙ্খলা ও সুষ্ঠু ব্যবস্থাপনায় নানাভাবে নেতিবাচক প্রভাব ফেলছে। তিনি ব্যাংকের দৈনন্দিন কার্যক্রমে অন্যায়ভাবে ও অনিয়মতান্ত্রিক উপায়ে অতিরিক্ত হস্তক্ষেপ করছেন, যা ব্যাংক কম্পানি আইন ও বিআরপিডি সার্কুলারের সম্পূর্ণ লঙ্ঘন। তার কার্যক্রম পতিত সরকারের দোসরদের উৎসাহিত করছে। 

তিনি সাম্প্রতিক জুলাই ২৪ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকারীদের আদর্শের বিপক্ষে অবস্থান নেন এবং ধানমণ্ডি ৩২ নম্বর রক্ষার পক্ষে প্রকাশ্যে বিবৃতি দিয়েছেন, যা জনগণের ন্যায্য আন্দোলনের চেতনার পরিপন্থি। 
 

মন্তব্য

সম্পর্কিত খবর

যুক্তরাষ্ট্রের ৩৭ শতাংশ শুল্ক নিয়ে বৈঠক শুরু

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
যুক্তরাষ্ট্রের ৩৭ শতাংশ শুল্ক নিয়ে বৈঠক শুরু
সংগৃহীত ছবি

বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্র নতুন করে ৩৭ শতাংশ শুল্ক আরোপ করেছে। এই শুল্ক নিয়ে অর্থ উপদেষ্টার নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক শুরু হয়েছে।

আজ রবিবার বিকেল ৩টা ৩৫ মিনিটের দিকে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

বৈঠকে বাণিজ্য উপদেষ্টা, পরিকল্পনা উপদেষ্টা, বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা, প্রধান উপদেষ্টার প্রেসসচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থসচিব, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানসহ কয়েকজন অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতা উপস্থিত রয়েছেন।

বৃহস্পতিবার হোয়াইট হাউস প্রকাশিত একটি তালিকায় দেখা যায়, যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর বাংলাদেশের শুল্ক ৭৪ শতাংশ। আর যুক্তরাষ্ট্র বাংলাদেশের পণ্যে ৩৭ শতাংশ শুল্ক আরোপ করেছে। আগে বাংলাদেশি পণ্য গড়ে ১৫.৬২ শতাংশ শুল্ক দিয়ে মার্কিন বাজারে প্রবেশ করত।

শুধু বাংলাদেশই নয়, বহু দেশেই যুক্তরাষ্ট্র নতুন করে শুল্ক আরোপ করেছে। এশিয়ার অন্য দেশগুলোও নতুন করে যুক্তরাষ্ট্রের শুল্কের মুখে পড়েছে।

শুল্কহার নিয়ে গতকাল শনিবার জরুরি বৈঠক করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ওই বৈঠক শেষে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের ঘোষিত নতুন শুল্কহার নিয়ে যুক্তরাষ্ট্রের প্রশাসনের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মন্তব্য

টিউলিপকে উপস্থিত হয়ে মামলা মোকাবেলার পরামর্শ দুদক চেয়ারম্যানের

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
টিউলিপকে উপস্থিত হয়ে মামলা মোকাবেলার পরামর্শ দুদক চেয়ারম্যানের

দালিলিকভাবে দায়েরকৃত দুর্নীতির মামলা আদালতে উপস্থিত হয়ে যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিককে মোকাবেলা করার পরামর্শ দিয়েছেন দুর্নীতি দমন কমিশন চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন।

রবিবার (৬ মার্চ) দুপুরে দুদক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিতে পারেননি বলেই যুক্তরাজ্যের সিটি মিনিস্টার পদ থেকে টিউলিপ সিদ্দিক পদত্যাগ করেছেন। দুদক চেয়ারম্যান দালিলিকভাবে দায়েরকৃত মামলা আদালতে উপস্থিত হয়ে টিউলিপকে মোকাবেলা করার পরামর্শ দেন।

গত ১৫ জানুয়ারি দুর্নীতির একাধিক অভিযোগে বাংলাদেশে তদন্ত শুরুর পর সমালোচনার মুখে পদত্যাগ করেন টিউলিপ সিদ্দিক। তিনি বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি।

মন্তব্য

দুদকের অনুসন্ধান চলছে, আসামি হতে পারেন সাকিব আল হাসান

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
দুদকের অনুসন্ধান চলছে, আসামি হতে পারেন সাকিব আল হাসান
সাকিব আল হাসান।

ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে অনুসন্ধান চলছে বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। দুদকের আশঙ্কা, সাকিব আল হাসান আসামি হতে পারেন।

আজ রবিবার প্রধান কার্যালয়ের সামনে ঈদ পরবর্তী এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে আমাদের অনুসন্ধান চলছে।

আমরা আশঙ্কা করছি, তিনি দুদকের আসামিও হতে পারেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আমরা, আমাদের নতুন কমিশন মাত্র ৭৫ কর্মদিবস পেরিয়ে এসেছি। শততম কর্মদিবস অতিক্রান্ত হলে আপনারাই বিবেচনা করবেন ৫ আগস্টের নব অভ্যুদয়ের পর বহুবিধ সীমাবদ্ধতার মধ্যেও একটি প্রাণবন্ত প্রতিষ্ঠানে পরিণত হয়েছে দুদক।

টিউলিপ সিদ্দিক প্রসঙ্গে দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিতে পারেননি বলেই ব্রিটেনের দুর্নীতি নিবারণের মন্ত্রী টিউলিপ সিদ্দিকের প্রতি ব্রিটিশ প্রধানমন্ত্রীর প্রবল সমর্থন থাকা সত্ত্বেও তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে।

একই সঙ্গে দালিলিকভাবে দায়েরকৃত মামলা আদালতে উপস্থিত হয়ে মোকাবিলা করার পরামর্শ দিয়েছেন তিনি।

মন্তব্য

বিনিয়োগ সম্মেলনে নাসার সঙ্গে চুক্তি হবে

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
বিনিয়োগ সম্মেলনে নাসার সঙ্গে চুক্তি হবে
সংগৃহীত ছবি

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) আয়োজনে বিনিয়োগ সম্মেলন-২০২৫ এর প্রস্তুতি প্রায় চূড়ান্ত। বিনিয়োগ সম্মেলন-২০২৫ এ নাসার সঙ্গে চুক্তি হবে বলে জানিয়েছেন বিডার নির্বাহী পরিচালক চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

আজ রবিবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন নির্বাহী বিডার পরিচালক। এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম, ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার ও ডেপুটি প্রেস সেক্রেটারি অপূর্ব জাহাঙ্গীর।

আগামীকাল ৭ এপ্রিল থেকে ১০ এপ্রিল পর্যন্ত চার দিনব্যাপী সম্মেলনে আয়োজক বাংলাদেশসহ অর্ধশতাধিক দেশের সাড়ে ৫ শতাধিক শীর্ষ পর্যায়ের কর্মকর্তা অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন আশিক মাহমুদ বিন হারুন।

তিনি জানান, সম্মেলনে দেশি-বিদেশি পাঁচজন বিনিয়োগকারিকে পুরস্কার দেওয়া হবে।

আগামী ৯ এপ্রিল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিনিয়োগ সম্মেলনে বক্তব্য দেবেন।

সম্মেলন অনুষ্ঠানটি ফেসবুক ও ইউটিউবে প্রচারিত হবে।

এছাড়া বিদেশি বিনিয়োগকারীদের ইন্টারভিউ নিতে মিডিয়া কর্নার থাকবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ