<p>আজ ৭ অক্টোবর সোমবার চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণার মধ্য দিয়ে ২০২৪ সালের নোবেল উৎসবের পর্দা উঠছে। চিকিৎসা কিংবা ওষুধ গবেষণায় বিশেষ অবদান রাখা এক বা একাধিক গবেষকের হাতে উঠবে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই পুরস্কার।</p> <p>এ বছর কে বা কারা চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কারে ভূষিত হতে যাচ্ছেন তা আজ বিকেল ৩টা ৩০ মিনিটে জানা যাবে। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="এবার কারা পাচ্ছেন পদার্থবিজ্ঞানে নোবেল?" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/05/1728127448-9b6db3f3f700bff8a64ab0ab80bfe9ac.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>এবার কারা পাচ্ছেন পদার্থবিজ্ঞানে নোবেল?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/10/05/1432077" target="_blank"> </a></div> </div> <p>চিকিৎসা, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য এবং শান্তিতে নোবেল পুরস্কারের যাত্রা শুরু হয়েছিল আলফ্রেড নোবেলের ইচ্ছায়। তিনি ছিলেন সুইডিশ শিল্পপতি, ধনকুবের ও ডিনামাইটের উদ্ভাবক। আলফ্রেড নোবেলের মৃত্যুর পাঁচ বছর পর ১৯০১ সালে প্রথম নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। প্রতিটি পুরস্কারের মূল্য এক কোটি সুইডিশ ক্রোনার (প্রায় ৯ লাখ ডলার)। ১৮৯৬ সালের ১০ ডিসেম্বর আলফ্রেড নোবেল মারা যান। প্রত্যেক বছরের নোবেল বিজয়ীদের হাতে আলফ্রেড নোবেলের মারা যাওয়ার দিন (১০ ডিসেম্বর) একটি সনদ ও স্বর্ণপদক তুলে দেওয়া হয়।</p> <p>সূত্র : নোবেল প্রাইজ ডট অর্গ</p>