<p>আপনার শখের মোবাইল ফোনটি প্রায়ই গরম হয়ে যায়। এটা একটা বিরক্তির সমস্য। এতে ফোনের কর্মক্ষমতা কমে যায়। ফোনকে ধীর করে দেয়। কেন মোবাইল ফোন গরম হয়? সমস্যার সমাধানই বা কী?</p> <p><strong>ভারী অ্যাপ্লিকেশন ও গেমস</strong><br /> মোবাইল ফোন গরম হওয়ার সবচেয়ে বড় কারণ ভারী অ্যাপ। বিশেষ করে গেমিং অ্যাপগুলো। এসব অ্যাপকে সচল রাখতে প্রসেসরের অনেক বেশি কাজ করতে হয়। ব্যবহার হয় অনেক বেশি চার্জ। ফলে তাপ উৎপন্ন হয়। দীর্ঘ সময় ধরে ভারী অ্যাপ ব্যবহার থেকে বিরত থাকুন। সম্ভব হলে একটানা বেশিক্ষণ গেম খেলবেন না মোবাইল ফোনে। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="মিউয়নের টাইম ট্রাভেল" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/17/1729141871-d8a581d2d7a07835e6260c0939607be6.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>মিউয়নের টাইম ট্রাভেল</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/10/17/1436052" target="_blank"> </a></div> </div> <p><strong>একাধিক অ্যাপ ব্যবহার</strong><br /> অনেকে একসঙ্গে একাধিক অ্যাপে কাজ করেন। অনেকে আবার একাধিক অ্যাপে একসঙ্গে কাজ না করলেও ভুলবশত বেশকিছু অ্যাপ একই সময়ে খুলে রাখেন। একসঙ্গে অনেক অ্যাপ খোলা থাকলে ফোনের র‌্যাম এবং প্রসসরে অতিরিক্ত চাপ। ফলে তাপ উৎপন্ন হয়। তাই খেয়াল রাখুন যেন এক সঙ্গে এধিক অ্যাপ খোলা না থাকে।</p> <p><strong>আবহাওয়া</strong><br /> আবহাওয়ার কারণেও ফোন গরম হতে পারে। উষ্ণ আবহাওয়ায় ফোন সহজেই তাপ গ্রহণ করে গরম হয়ে উঠেতে পারে। সূর্যের আলোতে ফোন ব্যবহার করলে তাপমাত্রা আরও বেড়ে যায়। তাই খেয়াল রাখবেন ব্যবহারের সময় যেন ফোনে সরাসরি সূর্যের আলো না পড়ে।</p> <p><strong>ব্যাটারি</strong><br /> পুরনো ব্যাটারি বা ক্ষতিগ্রস্ত ব্যাটারি ফোনের তাপমাত্রা বাড়িয়ে দেয়। আবার ফোন দীর্ঘ সময় চার্জে ব্যাটারি গরম হয়ে পুরো ফোনটিকেই গরম করে তুলতে পারে। তাই দীর্ঘক্ষণ ফোনে চার্জ দেওয়া থেকে বিরত থাকুন। চার্জ ফুল হলেই চার্জার ডিসকানেক্ট করে ফেলুন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="স্থান বলে কিছু নেই—পদার্থবিজ্ঞান কী বলে?" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/16/1729072601-901c70288d4892d9ab06670caa932a19.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>স্থান বলে কিছু নেই—পদার্থবিজ্ঞান কী বলে?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/10/16/1435760" target="_blank"> </a></div> </div> <p><strong>সফটওয়্যার বাগ</strong><br /> ফোনের অপারেটিং সিস্টেম বা কোনো অ্যাপ্লিকেশনে সমস্যা থাকলেপ্রসেসর বা অন্যান্য যন্ত্রপাতিকে অতিরিক্ত কাজ করতে হয়। ফলে ফোন গরম করে হয়ে ওঠে। তাই সফটওয়ারের ত্রুটি আছে কিনা পরীক্ষা করুন। থাকলে নিয়মিত অ্যাপ এবং অপারেটিং সিস্টেম আপডেট করুন। </p> <p><strong>ফাস্ট চার্জিং</strong><br /> ফাস্ট চার্জিং প্রযুক্তি দ্রুত ব্যাটারি চার্জ করে। কিন্তু এতে ব্যাটারিতে অতিরিক্ত তাপ সৃষ্টি হয়। সম্ভব হলে ফার্স্ট চার্জার ব্যাবহার থেকে বিরত থাকুন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="লো চার্জে ফোন ব্যবহার কি নিরাপদ?" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/16/1729068002-9bae5a428ab592992e46ffa41a32244b.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>লো চার্জে ফোন ব্যবহার কি নিরাপদ?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/10/16/1435741" target="_blank"> </a></div> </div> <p><strong>আরও যেসব উপায় অবলম্বন করতে পারেন</strong></p> <ul> <li>ফোন গরম হলে কিছুক্ষণ বন্ধ করে রাখুন অথবা ব্যবহার থেকে বিরত থাকুন। এতে প্রসেসর ঠাণ্ডা হওয়ার সময় পাবে।</li> <li>ব্যাকগ্রাউন্ডে চলমান অপ্রয়োজনীয় অ্যাপ্লিকেশন বন্ধ করে দিন। এটি ফোনের র‌্যামের চাপ কমাবে এবং তাপ কমাবে।</li> <li>ফোন গরম হতে শুরু করে কভার খুলে ফেলুন। এতে তাপ দ্রুত নির্গত হবে।</li> <li>ফোন যদি নিয়মিত গরম হয়, তবে ব্যাটারি বা হার্ডওয়্যার সমস্যা থাকতে পারে। এক্ষেত্রে সার্ভিস সেন্টারে যোগাযোগ করে ফোন পরীক্ষা করানো উচিত।</li> <li>মোবাইল ফোন গরম হওয়া একটি সাধারণ ঘটনা, তবে কিছু নিয়ম মেনে চললে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। ফোনের সঠিক ব্যবহার এবং যত্ন ফোনের কর্মক্ষমতা বজায় রাখতে সাহায্য করে এবং তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়ক হয়।</li> </ul> <p>সূত্র: হাউ ইটস ওয়ার্কস</p>