<p>‘দ্য থ্রি বডি প্রবলেম’ নামে এক চৈনিক কল্পবিজ্ঞান উপন্যাস সারা বিশ্বে হই চই ফেলে দিয়েছে সম্প্রতি। একই নামে একই কাহিনি নিয়ে ওয়েব সিরিজও করেছে বিখ্যাত ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স।</p> <p>গল্পটা এমন এক গ্রহকে নিয়ে, যেটা একই সঙ্গে দুটি নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরছে। ফলে পুরো গ্রহটায় কখনো আবহাওয়া স্থিতিশীল ছিল না। তারই প্রভাব পড়েছে সেই উন্নত গ্রহের জনজীবনেও।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কুকুর কেন প্রভুভক্ত হয়, বিজ্ঞান কী বলে?" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/05/1730798814-21e387156b5d929d3b675e45cdf8c173.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কুকুর কেন প্রভুভক্ত হয়, বিজ্ঞান কী বলে?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/11/05/1443016" target="_blank"> </a></div> </div> <p>নিউটনীয় মহাকর্ষ সূত্র আবর্তিত হয়েছে দুটি বস্তুর মধ্যে মহাকর্ষীয় টানকে কেন্দ্র করে। কিন্তু দুটির বদলে যদি তিনটি বস্তু চলে আসে হিসেবে—তাহলে গোলমাল লেগে যায় নিউটনীয় তত্ত্বে।</p> <p>আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতায় এর অবশ্য সমাধান আছে। তবু থ্রি বডি প্রবলেম তৈরি হলে পৃথিবীতে প্রাণ ধারণই হয়তো সম্ভব হতো না।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কোপেনহেগেন ইন্টারপ্রিটেশন" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/05/1730800504-2ef670a76739b769ddc40f4ba8da3244.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কোপেনহেগেন ইন্টারপ্রিটেশন</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/11/05/1443025" target="_blank"> </a></div> </div> <p>অনেক গ্রহেরই একাধিক উপগ্রহ আছে। কিন্তু সেগুলোর কোনোটিতেই প্রাণের চিহ্ন পাওয়া যায়নি—মানুষ বা অন্যন্য প্রাণীদের মতো জটিল প্রাণ তো দূর অস্ত।</p> <p>পৃথিবীর একটা চাঁদ আছে। সেটা এমনভাবে ভূমিকা রেখেছে, চাঁদ ছাড়া পৃথিবীতে প্রাণ ধারণই সম্ভব হতো না। কিন্তু কি হতো যদি পৃথিবীর আরেকটা চাঁদ থাকত?</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="চ্যাটজিপিটির আদ্যোপান্ত : পর্ব ৬" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/05/1730793444-7aff9eefba7c0b3e244a6a7911438ebb.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>চ্যাটজিপিটির আদ্যোপান্ত : পর্ব ৬</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/11/05/1442995" target="_blank"> </a></div> </div> <p>তাহলে এখানে থ্রি বডি প্রবলেম দেখা দিত। আর সেই প্রবলেমের প্রভাবে পৃথিবীতে কী হতো?</p> <p>চাঁদ পৃথিবীর সমুদ্রের ওপর টান সৃষ্টি করে, যার ফলে জোয়ার-ভাটা হয়। কিন্তু যদি আরও একটি চাঁদ যোগ হয়, তবে সমুদ্রে জোয়ার-ভাটার প্রবাহ আরও শক্তিশালী হয়ে উঠবে।</p> <p>এতে সাগরের ঢেউ আরও উচ্চ হবে। তীরবর্তী এলাকায় বন্যার ঝুঁকি যাবে বেড়ে। এমনকী উপকূলবর্তী ও নিম্নভূমিগুলো সম্পূর্ণরূপে জলমগ্ন হয়ে পড়ার আশঙ্কা তৈরি হবে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ধাতব গ্রহ আবিষ্কার করলেন ভারতীয় বিজ্ঞানীরা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/05/1730791326-e9423fa727007d0363efbcd70a993a85.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ধাতব গ্রহ আবিষ্কার করলেন ভারতীয় বিজ্ঞানীরা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/11/05/1442987" target="_blank"> </a></div> </div> <p>চাঁদ পৃথিবীর আবহাওয়ার ওপর প্রভাব বিস্তার করে। দুটি চাঁদ থাকলে পৃথিবীর আবহাওয়া ব্যবস্থায় নতুন পরিবর্তন আসবে। আরও জটিল হবে আবহাওয়া। দুটি চাঁদ থাকলে তাপমাত্রা পরিবর্তনের হার বা বাতাসের বেগের ওপরও প্রভাব ফেলবে।</p> <p>চাঁদ রাতে আলো দেয়, যার ফলে শুল্কপক্ষে পুরোপুরি অন্ধকার হয় না। কিন্তু যদি দুটি চাঁদ থাকে আকাশে, তাহলে আকাশ আরও উজ্জ্বল হয়ে উঠবে। এতে মানুষের জীবন এবং প্রাণীজগতের উপর কিছু প্রভাব পড়বে ব্যাপকভাবে। যেমন, নিশাচর প্রাণীর অন্ধকারে খাদ্য খোঁজে বা শিকার করে।</p> <p>এই পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে সমস্যায় পড়বে প্রাণীগুলো। উদ্ভিদ জগতেও কিছু প্রভাব পড়বে। কারণ উদ্ভিদের বৃদ্ধির জন্য যেমন আলো দরকার, তেমনি অন্ধকারও প্রয়োজন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সাপ কেন আঁকাবাঁকা হয়ে পথ চলে?" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/05/1730789189-d9ea5ac8f16e9d871ad2f8a60aa582aa.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সাপ কেন আঁকাবাঁকা হয়ে পথ চলে?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/11/05/1442982" target="_blank"> </a></div> </div> <p>পৃথিবীর অক্ষের ওপর স্থির থাকার জন্য চাঁদের ভূমিকা রয়েছে। যদি আরও একটি চাঁদ যোগ হয়, তাহলে পৃথিবীর ঘূর্ণন এবং অক্ষের অবস্থানে প্রভাব পড়বে। এতে ঋতু পরিবর্তনের নিয়মে পরিবর্তন আসবে।</p> <p>যেমন গ্রীষ্ম ও শীতকালের তাপমাত্রার ভিন্নতা এবং সময়কাল পরিবর্তন হতে পারে। ঋতুব্যবস্থায় পরিবর্তন মানে কৃষি ও খাদ্য উৎপাদনেও অনেক বড় প্রভাব পড়বে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="লিভার সিরোসিস থেকে বাঁচার ১০ উপায়" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/03/1730629401-e58501a3beefcf2ba227b9ea3e6b2520.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>লিভার সিরোসিস থেকে বাঁচার ১০ উপায়</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/11/03/1442258" target="_blank"> </a></div> </div> <p>দুটি চাঁদ থাকলে মহাকাশ গবেষণায় নতুন দিক খুঁজে পাওয়া যেত। মহাকাশ বিজ্ঞানীরা নতুনভাবে চাঁদের প্রভাব, মহাকর্ষ এবং গ্র্যাভিটি নিয়ে গবেষণা করতে পারতেন।</p> <p>এতে পৃথিবী থেকে মহাকাশে ভ্রমণ এবং চাঁদে উপনিবেশ গড়ে তোলার ক্ষেত্রে নানান নতুন তথ্য পাওয়া যেত। তবে মহাকাশ ভ্রমণে আরও জটিলতাও যোগ হত।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong><strong>আরো পড়ুন</strong></strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><strong><img alt="হার্ট অ্যাটাকের কারণ, লক্ষণ ও  প্রতিকার" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/29/1727602621-1ba04541731568ec8cb997f80fa0d246.jpg" width="100" /></strong></div> <div class="col-8 col-md-9"> <p><strong>হার্ট অ্যাটাকের কারণ, লক্ষণ ও  প্রতিকার</strong></p> </div> </div> </div> <strong><a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/prescription/2024/09/29/1430110" target="_blank"> </a></strong></div> </div> </div> </div> <p>আকাশে দুটি চাঁদ থাকলে পৃথিবীর পরিবেশ, আবহাওয়া এবং মানবজীবনে বড় পরিবর্তন ঘটত। এই পরিবর্তনগুলোর সাথে মানিয়ে চলা মানুষের জন্য একটি চ্যালেঞ্জ হতো। আমাদের পৃথিবী অন্যরকম হয়ে উঠত, হয়তো কিছু ক্ষেত্রে উপকারী হতো, আবার কিছু ক্ষেত্রে বিপদজনকও হতে পারত।</p> <p>সূত্র: হাউ ইট ওয়ার্কস<br />  </p> <p> </p>